
বাজাজ একটি ইন্ডিয়ান বাইক প্রস্তুতকারক কোম্পানী যারা কমিউটার বাইক তৈরিতে বিশেষ পারদর্শী। এই কোম্পানী শুরু থেকেই সে সকল ভোক্তাদের টার্গেট করে বাইক তৈরি করে যারা নিত্যদিনের সঙ্গী হিসেবে বাইক ব্যবহার করে থাকে। তাদের মূল লক্ষ্য হল কম দামের মধ্যে সকলের কাছে তাদের বাইক পৌছে দেওয়া। এই যাত্রা বহাল রাখার জন্য বাজাজ সংযুক্ত করেছে পালসার সিরিজ যেটা বাংলাদেশের বাজারে অনেক জনপ্রিয়। বাংলাদেশের বাজারে এই সিরিজের অনেকগুলো বাইক রয়েছে যার মধ্যে রয়েছে নেকেড স্পোর্টস ও কমিউটার। আজকে আমরা টিম মোটরসাইকেল ভ্যালী আপনাদের সাথে আলোচনা করবো বাংলাদেশের বাজারে বিদ্যমান Pulsar সিরিজের দাম ও কিছু ফিচারস নিয়ে।
Bajaj Pulsar 150
Bajaj pulsar 150 হল অনেক জনপ্রিয় একটি সিরিজ। এই বাইকের রয়েছে আকর্ষণীয় ডিজাইন ও বডি কিট। খুব কম কমিউটার মোটরসাইকেল রয়েছে যাদের নিখুঁত ও সুন্দর ডিজাইনের লম্বা টেল ল্যাম্প রয়েছে। গবেষণায় দেখা গেছে যে Bajaj pulsar 150 হল সবচেয়ে বেশি বিক্রিত মোটরসাইকেল বাংলাদেশের মার্কেটে। বেশি সংখ্যক বাইকার যারা ১৫০ সিসির একটি বাইক কিনতে চান তারা অনেকেই Bajaj pulsar 150 এর দিকে একটু হলেও নজর দিয়ে থাকেন। বাংলাদেশে বাজাজ বাইকের একমাত্র পরিবেশক হল উত্তরা মোটরস লিমিটেড।
নতুন Bajaj pulsar 150 বাইকের দাম ১,৬৯,০০০ টাকা।
Bajaj Pulsar 150 Neon
Bajaj pulsar 150 Neon হল Bajaj pulsar 150 বাইকের মতই একই ক্যাটাগরির কিন্তু তাদের বডি কিটের দিকে লক্ষ্য করলে কিছুটা পার্থক্য দেখা যায়। ফুয়েল ট্যংকারের একটি নিখুঁত এডজ বাইকটির ডিজাইন Bajaj pulsar 150 থেকে ভিন্নতা প্রদান করে।
নতুন Bajaj pulsar 150 Neon বাইকের দাম ১,৫৪,৯০০ টাকা।
Bajaj Pulsar 150 Twin Disc
একজন রাইডার তার স্বাধীনতা উপভোগ করার জন্য এবং ভালোভাবে যাতায়াত করার জন্য নিজের বাইক ব্যবহার করতে খুব পছন্দ করে। একটি বাইকের সাথে যদি দুইটি ব্রেকিং সিস্টেম থাকে সেটা বাইকের ব্রেকিং সমৃদ্ধ করা ছাড়াও একজন বাইকারকে সেই বাইক কেনার আগ্রহ যোগায়।
নতুন Bajaj Pulsar 150 Twin Disc বাইকের দাম ১,৮৪,৯০০ টাকা।
Bajaj Pulsar 150 Twin Disc ABS
এই বাইকটির আরেকটি নাম হচ্ছে Bajaj Pulsar 150 UG5। সিংগেল চ্যানেল এবিএস এবং স্পিট সিটের জন্য অন্যান্য পালসার সিরিজের থেকে এই সিরিজ কিছুটা ভিন্নতা প্রকাশ পায়। এই বাইকের একটি ছোট্ট অসুবিধা হল যে এর সাথে কোন কিক স্টার্ট অপশন নাই যার কারণে শীতকালে বাইকের ইঞ্জিন চালু করার জন্য একটু বেগ পেতে হবে।
নতুন Bajaj Pulsar 150 Twin Disc ABS বাইকের দাম ১,৯৯,৯০০ টাকা।
Bajaj Pulsar NS 160 Fi ABS
আমরা শুরুতেই আপনাদের জানিয়েছি যে Pulsar সিরিজের দুইটি ক্যাটাগরি রয়েছে একটি হল কমিউটার আরেকটি হল নেকেড স্পোর্টস । বাজাজ তাদের নেকেড স্পোর্টস সেগমেন্টের বাইক বাজারে নিয়ে আসার পর একটি বিশাল সংখ্যক গ্রাহক এই বাইকের প্রতি বিশেষ আকর্ষণ দেখায়। Pulsar NS 160 নেকেড স্পোর্টস এর এই বাইকটির রয়েছে সুন্দর ডিজাইন ও কালার কম্বিনেশন সেই সাথে আছে শক্তিশালী ইঞ্জিন। নতুন প্রযুক্তি হিসেবে আছে এফআই ইঞ্জিন ও এবিএস ব্রেকিং সিস্টেম যা রাইডারের রাইড আরও উপভোগ্য করে তুলে।
নতুন Bajaj Pulsar NS 160 Fi ABS বাইকের দাম ২,৬২,৫০০ টাকা।
Bajaj Pulsar NS 160 TD ABS
এই মডেলটিতে এফআই প্রযুক্তি বাদে সিংগেল চ্যানেল এবিএস ও ডাবল ডিস্ক ব্রেকিং সিস্টেম রয়েছে।
নতুন Bajaj Pulsar NS 160 TD ABS বাইকের দাম ২,১০,০০০ টাকা।
অন্যান্য বাইকের সাথে তুলনা করলে দেখা যায় যে, পালসার সিরিজ খুব ভালোভাবে বাজারে একটি ভালো অবস্থানে আছে এবং তাদের ভালো মানের প্রডাক্টগুলো গ্রাহকদের কাছে খুব ভালোভাবে গ্রহণযোগ্যতা লাভ করছে।
Bangladesh Honda Private Limited (BHL) yesterday 20 December 2025, unveiled the All New Honda NX200, an adventure-inspired motor...
English BanglaCFMoto was one of the main attractions in the motorcycle market of Bangladesh in 2025, behind which two main reasons can be ment...
English BanglaIn the Bangladeshi sports bike market, the popular Thai brand GPX has become the top choice for the younger generation. Known fo...
English BanglaFor all the young and senior bike lovers in Bangladesh, Yamaha is a premium quality motorcycle brand, each model of which is wel...
English BanglaBangladeshi motorcycle market, Yamaha is a very well-known name among bike lovers of all levels, each of whose models is unmatch...
English Bangla