বাংলাদেশের বাজারে ১০০ থেকে ১১০ সিসির মধ্যে জনপ্রিয় যে সকল বাইক রয়েছে তার মধ্যে হিরোর বাইক বেশি দেখা যায়। শুরু থেকেই হিরো বাংলাদেশের গ্রাহকদের চাহিদা, রুচি, বাজেট ইত্যাদির উপর বিশেষ গুরুত্ব দিয়ে ১০০সিসির মধ্যে অনেকগুলো বাইক নিয়ে আসে। বাজারে যখন অন্যান্য ব্র্যান্ডের ১০০সিসির বাইক কম ছিল তখন তাদের ১০০ থেকে ১১০সিসি অনেকগুলো বাইক যুক্ত হতে থাকে। এক পর্যায়ে হিরো বাইকগুলো অনেক জনপ্রিয়তা লাভ করে এবং সেই জনপ্রিয়তা অটুট থেকে গেছে। হিরো বাইকের চাহিদা ও জনপ্রিয়তা শুরু থেকেই অনেক বেশি । বিশেষ করে ১০০সিসির বাইক ১১০সিসির বাইক অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে বাজারে নিয়ে আসার কারণে গ্রাহকেরা সাদরে হিরো বাইক গ্রহন করে।
আজকে আমরা টিম মোটরসাইকেলভ্যালী আপনাদের সাথে আলোচনা করব হিরোর সেরা ১০০ থেকে ১১০ সিসির কিছু বাইক নিয়ে। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমরা এই তথ্যগুলো আপনাদের সাথে আমাদের রিসার্চ, গ্রাহকদের মতামত, বাজার জরিপ, ওয়েবসাইট ডাটাবেজ ইত্যাদির উপর ভিত্তি করেই আপনাদের সামনে উপস্থাপন করি। আমরা আশাবাদী যে আপনাদেরকে আমরা শতভাগ তথ্য দিতে সক্ষম হই।
চলুন আজকে দেখে নেওয়া যাক হিরোর সেরা ১০০ থেকে ১১০সিসির বাইক গুলো।
Hero HF Deluxe Self বাইকটি ১০০সিসি হিসেবে আমাদের দেশে অনেক জনপ্রিয় একটি বাইক। হিরোর ১০০সিসি অন্যান্য বাইকের সাথে এই বাইকটি চাহিদা বেশ ভালই দেখা যায়। এই বাইকের ইঞ্জিনে রয়েছে ৯৭.২সিসি সিংগেল সিলিন্ডার, ৪ স্ট্রোক ইঞ্জিন যা ম্যাক্স পাওয়ার ৫.৭৪ কিলোওয়াট @৭৫০০ আরপিএম এবং ম্যাক্স টর্ক ৮.০৪ এনএম @ ৪৫০০ আরপিএম উৎপন্ন করতে সক্ষম। সিটিং পজিশন অনেক প্রশস্থ এবং আরামদায়ক যার ফলে রাইডার ও পিলিয়ন খুব আরাম করে বসতে পারেন।
আগস্ট মাসের অফারের আওতায় থাকা Hero HF Deluxe Self বাইকের দাম ৯২,৪৯০ টাকা।
আমাদের সাথে এই Hero HF Deluxe Self যারা তাদের মুল্যবান মন্তব্য শেয়ার করেছেন তারা সবাই এই বাইককে ভালো বলেছেন। এই বাইকের সবচেয়ে বেশি যে বিষয়টি সবার ভালো লেগেছে তাহল এই বাইকের দাম ও মাইলেজ। আমাদের সম্মানিত গ্রাহকেরা এই বাইক থেকে মাইলেজ পাচ্ছেন ৬০-৭০ কিমি প্রতিলিটার গড়ে।
৬ জন ব্যবহার কারীর অভিজ্ঞতা পড়তে লিংকে প্রবেশ করুন
আমাদের দেশে আরেকটি জনপ্রিয় ১০০সিসির বাইক Hero Splendor+ Self। একযুগেরও অধিক সময় ধরে এটি বাংলাদেশের বাজারে আছে এবং শুরু থেকে এখন পর্যন্ত বাইকের চাহিদা ভালো পর্যায়ে রয়েছে। বাইকটি যখন বাজারে আসে তখন এই বাইকের অনেক চাহিদা দেখা যায়। কমদামের মধ্যে অনেক ভালো একটি বাইক হওয়ার কারণে অনেকেই এই বাইকের পজিটিভ রিভিঊ দিয়েছে। এই Hero Splendor+ Self বাইকের ইঞ্জিনে ব্যবহার করেছে ৯৭.২সিসির সিংগেল সিলিন্ডার, ৪ স্ট্রোক ইঞ্জিন যা ম্যাক্স পাওয়ার ৫.৫ কিলোওয়াট @ ৮০০০ আরপিএম এবং ম্যাক্সটর্ক ৭.৯৫ এনএম @ ৫০০০আরপিএম উৎপন্ন করতে সক্ষম। বাইকটি কমিউটার বাইক তাই শহরের মধ্যে খুব আরামের সাথে আপনি রাইড করতে পারবেন। বাইকটি শুরুতে শুধুমাত্র কিক স্টার্ট ভ্যারিয়েন্ট ছিলো কিন্তু বর্তমানে গ্রাহকদের চাহিদাকে সম্মান রেখে হিরো এই বাইকের সাথে সেলফ স্টার্ট ভ্যারিয়েন্ট নিয়ে এসেছে।
চলতি আগস্ট মাসের অফারে Hero Splendor+ Self বাইকের দাম ৯৪,৪৯০ টাকা।
আমাদের সাথে এই Hero Splendor+ Self নিয়ে প্রায় ২০ জন আমাদের সাথে তাদের মুল্যবান মন্তব্য শেয়ার করেছেন তারা সবাই এই বাইকের মাইলেজ ও দাম বেশি পছন্দ করেছেন। আমাদের সম্মানিত গ্রাহকেরা এই বাইক থেকে মাইলেজ পাচ্ছেন ৬০-৭০ কিমি প্রতিলিটার গড়ে।
২০ জন ব্যবহারকারীর মতামত পড়তে ক্লিক করুন
Hero Splendor+ বাজারে ব্যাপক আলোড়ন সৃষ্টি করার পর গ্রাহকদের চাহিদা ও সুবিধাকে প্রাধান্য দিয়ে হিরো তাদের ১০০সিসি সেগমেন্টে যুক্ত করে Hero Splendor+ IBS i3s।
পূর্বের Splendor+ বাইকে যে ফিচারস গুলো ছিল তার থেকে আরো উন্নত ফিচারস হিরো এখানে যুক্ত করেছে। ব্রেকিংকে শক্তিশালী করার জন্য যুক্ত করেছে আইবিএস ব্রেকিং সিস্টেম ( IBS ) এবং ইঞ্জিনকে আরও শক্তিশালী, তেল সাশ্রয়ী করার জন্য ব্যবহার করেছে i3s প্রযুক্তি। এর ফলে গ্রাহকরা পূর্বের মডেলগুলোর থেকে বর্তমান মডেলে আরো বেশি সুবিধা পাবেন। ইঞ্জিনের দিক থেকেও এ বাইকটিতে কিছু উন্নত করা হয়েছে। ইঞ্জিনে ব্যবহার করা হয়েছে ৯৭.২সিসির সিংগেল সিলিন্ডার, ৪ স্ট্রোক ইঞ্জিন যা ম্যাক্স পাওয়ার ৬.৫ কিলোওয়াট @ ৮০০০ আরপিএম এবং ম্যাক্সটর্ক ৮.০৫ এনএম @ ৫০০০আরপিএম উৎপন্ন করতে সক্ষম। সিটিং পজিশন ও বাইকের ডিজাইন আগের থেকেও অনেক বেশি সুন্দর দেখা যায়।
অফারের পর Hero Splendor+ IBS i3s বাইকের দাম ৯৭,৪৯০ টাকা।
আমাদের সাথে প্রায় ৩ জন Hero Splendor+ IBS i3s বাইক ব্যবহারকারী তাদের গুরুত্বপুর্ন কিছু মন্তব্য শেয়ার করেছেন। তারা এই বাইকের ডিজাইন, দাম ও মাইলেজ বেশি পছন্দ করেছেন।
ব্যবহারকারীর মতামত পড়তে ক্লিক করুন
Hero Passion X Pro হচ্ছে ১১০সিসির সুন্দর একটি বাইক এবং এই বাইকটি নতুন করে বাজারে নিয়ে এসেছে হিরো মোট কর্প । হিরো অনেকদিন বাংলাদেশের বাজারে তাদের বাইক নিয়ে বিভিন্ন গবেষণা ও চাহিদা বিবেচনা করার পর তারা চিন্তা করেছে ১০০ থেকে ১১০সিসির মধ্যে নতুন কোন বাইক গ্রাহকদের উপহার দেয়া যায় সেই জন্য গ্রাহকদের সন্তুষ্টি অর্জনে হিরো নিয়ে এসেছিলো Hero Passion X Pro Disc। এদিকে এই বাইকের ডিস্ক ও ড্রাম দুইটি ভ্যারিয়েন্ট রয়েছে। বাইকের ইঞ্জিনে ব্যবহার করা হয়েছে ১০৯.১৫সিসি সিংগেল সিলিন্ডার, ৪ স্ট্রোক ইঞ্জিন, ইঞ্জিনের ম্যাক্স পাওয়ার ৯.৪ বিএইচপি @ ৭৫০০ আরপিএম এবং ম্যাক্সটর্ক ৯ এনএম @ ৫৫০০ আরপিএম।
আগস্ট মাসের অফারে Hero Passion X Pro Disc বাইকের দাম ১,০৬,৪৯০ টাকা।
আমাদের যারা এই Hero Passion X Pro Disc বাইক নিয়ে মতামত শেয়ার করেছেন তারা সবাই এই বাইকের আরাম, মাইলেজ, কন্ট্রোল ও দাম নিয়ে বেশি সুনাম করেছেন। তারা সবাই কমবেশি গড়ে মাইলেজ পাচ্ছেন ৬০-৬৫কিমি প্রতি লিটার।
ব্যবহারকারীর মন্তব্য পড়তে লিংকে প্রবেশ করুন
০১- Hero iSmart+
Hero iSmart+ খুবই স্মার্ট একটি বাইক। হিরো তাদের এই বাইকের মাধ্যমে ১১০ সিসির মধ্যে নতুন একটি ধারণার জন্ম দেয়। সেই ধারণাটি হলো এই ১১০সিসির মধ্যে তারা সুন্দর ডিজাইন এবং তাদের অত্যাধুনিক I3s প্রযুক্তিযুক্ত করেছে যার ফলে নতুন একটি ধারণা বাজারে সৃষ্টি হয়েছিল। সেই ধারণা এবং গ্রাহকদের সন্তুষ্টি অর্জন করে এখন পর্যন্ত এই Hero iSmart+ বাইকের চাহিদা বাজারে রয়েছে। বাইকের ডিজাইন খুবই সুন্দর সেইসাথে বাইকের মধ্যে যে গ্রাফিক্স রয়েছে সেগুলো আধুনিকতার ছোঁয়া বহন করে। স্পেশাল ফিচারস হিসেবে রয়েছে ইন্ট্রিগেটেড ব্রেকিং সিস্টেম, ১১০সিসির ভারটিক্যাল ইঞ্জিন, ডিজিটাল ও এনালগের সংমিশ্রণে, সুন্দর মিটার কনসোল, এএইচও প্রযুক্তি, I3s প্রযুক্তি, স্টাইলিশ গ্রাফিক্স, স্টাইলিশ স্প্লিট গ্রাবরেল, টিউবলেস টায়ার এবং পিন্সট্রিপটেড হুইল। ইঞ্জিনের ক্ষেত্রে এই বাইকে দেখা যায় ১০৯.১৫সিসি সিংগেল সিলিন্ডার ৪ স্ট্রোক ইঞ্জিন যা ম্যক্সপাওয়ার ৬.৭০ কিলোওয়াট @ ৭৫০০ আরপিএম এবং ম্যাক্সটর্ক ৯ এনএম @ ৫৫০০ আরপিএম শক্তি উৎপাদনে সক্ষম। এই বাইকটির i3s প্রযুক্তির ফলে মাইলেজ অনেক ভালো পাওয়া যায়।
Hero iSmart+ বাইকের দাম ১,০০,৪৯০ টাকা।
আমাদের সাথে যারা এই বাইক নিয়ে তাদের মতামত শেয়ার করেছে তারা সবাই এই বাইকের ডিজাইন ও মাইলেজ বেশি পছন্দ করেছেন। অনেকেই এই বাইক থেকে মাইলেজ পাচ্ছেন গড়ে ৬৫-৭০ কিমি প্রতিলিটার।
এইবাইক নিয়ে আরও বিস্তারিত অভিজ্ঞতা পড়তে ক্লিক করুন
আমরা আমাদের রিসার্চ ও বিভিন্ন তথ্যের আলোকে আপনাদের সামনে হিরোর সেরা ১০০ থেকে ১১০ সিসির বাইকগুলো উপস্থাপন করলাম। এর ফলে আপনারা অনেকেই উপকৃত হবেন এবং হিরোর সেরা ১০০ থেকে ১১০ সিসির মধ্যে ভালো বাইকটি বেছে নিতে পারবেন। আমরা সর্বদা চেষ্টা করছি যে আপনাদের সামনে ভালো কিছু বাইক তুলে ধরার। এর ফলে আপনারা যারা বাইক কেনার জন্য বিভিন্ন দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভুগেন তারা কিছুটা হলেও সেখান থেকে নিরসন লাভ করতে পারবেন। আমরা বিশ্বাস করি যে আপনারা আমাদের তথ্য পেয়ে অনেক উপকৃত হবেন এবং আমরা টিম মোটরসাইকেলভ্যালী নিরলসভাবে কাজ করে যাচ্ছি আপনাদের জন্য। সকল বাইকের ফিচারস, নিউজ, রিভিউ এবং বাইক বিষয়ক যাবতীয় তথ্য পেতে মোটরসাইকেলভ্যালীর সঙ্গেই থাকুন।
ধন্যবাদ।
Generally, e-bikes and electric motorcycles use lead-acid, lithium-ion, and nickel-metal hydride batteries. However, alongside...
English BanglaYamaha is a motorcycle brand in Bangladesh whose reputation and recognition are equally known by all levels of bikers in Ban...
English BanglaSince the approval of Higher CC bikes in the Bangladesh market, new brands and models have started coming to Bangladesh one af...
English BanglaTo give bike lovers in Bangladesh a taste of different bikes in higher cc, Hyosung Bangladesh has launch a few completely diff...
English BanglaIndia’s iconic motorcycle manufacturer, Royal Enfield, is set to enter the 250cc segment for the first time. However, the mo...
English Bangla