200+Bikers Get Together at Mithamoin | স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে মিঠামইনে বাইকারদের মিলনমেলা। |
![]() Description X
ভেবেছিলাম একশর মতো বাইক হতে পারে, দুইশতর মতো মেম্বার হতে পারে। কিন্তু ব্যাপারটা সম্পূর্ণই আমাদের ধারনার বাইরে চলে যায়। বাইক হয়ে যায় দুইশতর বেশি। সে যাই হোক, সকলে আমরা মিলেমিশে খেয়েছি, ঘুড়েছি, মজা করেছি, জাতীয় সংগীত গেয়েছি। দিনটা ছিল স্মরণীয় এবং স্মরণীয় হয়েই থাকবে সারা জীবন।
|