Yamaha Banner
Search

হিরোর সেরা স্কুটার গুলো

2021-09-07

হিরোর সেরা স্কুটার গুলো

Best-Scooter-of-Hero-1631008037.jpg
হিরো বাংলাদেশের মোটরসাইকেল মার্কেটে খুব পরিচিত ও জনপ্রিয় একটি নাম। তাদের পূর্বের নাম ছিলো হিরো হোন্ডা কিন্তু হোন্ডার সাথে তাদের চুক্তির মেয়াদ শেষ হবার ফলে তারা তাদের নিজেদের নামে ফিরে এসেছে। হিরোর প্রায় প্রত্যেকটি মোটরসাইকেল বেশ জনপ্রিয় এবং গ্রাহকদের আস্থা অর্জনে সক্ষম। তাদের কিছু মোটরসাইকেল ও স্কুটার বাংলাদেশের রাস্তায় অনেক দেখা যায় তাদের মধ্যে উল্লেখযোগ্য হল- হিরো স্প্লেন্ডার, হিরো আইস্মার্ট, হিরো হাংক, হিরো প্লেজার, মাইস্ট্রো এডজ ইত্যাদি। তারা মোটরসাইকেলের পাশাপাশি কমিউটার বাইকারদের কথা মাথায় রেখে কিছু স্কুটার তাদের তালিকায় যোগ করেছে এবং সেগুলো বাজারে পাওয়া যাচ্ছে। বর্তমানে তাদের ২ টি জনপ্রিয় স্কুটার বাজারে রয়েছে এবং সেগুলো গ্রাহকদের থেকে খুব ভালো সাড়া পাচ্ছে। হিরো চেষ্টা করে যাচ্ছে ভালো দামের মধ্যে অধিক ফিচারস সমৃদ্ধ ও আকর্ষণীয় স্কুটার বাজারজাত করার। ঠিক সেই বিষয়টি মাথায় রেখে তারা বাংলাদেশের বাজারে ২টি সুন্দর স্কুটার নিয়ে এসেছে সেগুলো হল Hero Pleasure এবং Hero Maestro Edge।
আজকে আমরা টিম মোটরসাইকেল্ভ্যালী আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি হিরোর সেরা ২টি স্কুটার নিয়ে । এই স্কুটারগুলো নিয়ে আমাদের সাথে অনেকজন সম্মানিত গ্রাহক তাদের মতামত শেয়ার করেছেন এবং আমরা আমাদের গবেষণার আলোকে আপনাদের সামনে আজ ২টি স্কুটারের বিশেষত্ব তুলে ধরার চেষ্টা করবো।

Hero Pleasure
Hero-Pleasure-1631008110.jpg


Hero Pleasure খুবই জনপ্রিয় একটি স্কুটার। দেখতে সুন্দর, স্টাইলিশ গ্রাফিক্স এবং সকল আধুনিক ফিচার সমৃদ্ধ একটি স্কূটার হল হিরো প্লেজার। এছাড়াও স্কূটারটিতে আরও কিছু ফিচার রয়েছে যেগুলো দেখলে গ্রাহকের সন্তুষ্টি আরও বৃদ্ধি পাবে। স্কূটারটি ডিজাইন করা হয়েছে মূলত কমিউটার রাইডারের কথা চিন্তা করে যার ফলে কমিউটার রাইডারদের বেশি নজর কাড়বে। অন্য দিকে ডিজাইন এবং ডাইমেনশন একে অপরের পরিপূরক এবং একটি বাইকের ভালো ডিজাইন নির্ভর করে ভালো ডাইমেনশনের উপর। হিরো প্লেজার স্কুটারটিতে অনেক ভালো ডাইমেনশন লক্ষ্য করা যায়। এই স্কুটারের ওজন প্রায় ১০১ কেজি।

ইঞ্জিনে তারা ব্যবহার করেছে ১০২সিসির সিংগেল সিলিন্ডার, এয়ার কুল্ড, ৪ স্ট্রোক ইঞ্জিন যা ৫.০৩ কিলোওয়াট @ ৭০০০ আরপিএম ম্যাক্স পাওয়ার এবং ৭.৮৫ এনএম @ ৫০০০ আরপিএম ম্যাক্সটর্ক উৎপন্ন করতে সক্ষম। ইঞ্জিন চালু করার জন্য রয়েছে ইলেকট্রিক এবং কিক স্টার্ট অপশন। হিরো দাবি করে যে তাদের এই ইঞ্জিন ৫০ কিমি প্রতি লিটার মাইলেজ এবং টপ স্পীড ৭৭ কিমি প্রতি ঘন্টায় দিতে সক্ষম। সামনের টায়ারের মাপ ৯০/১০০-১০ এবং পেছনের টায়ারের পরিমাপ হচ্ছে ৯০/১০০-১০। সামনে এবং পেছনে উভয় দিকেই একই টায়ার সাইজ রয়েছে এবং উভয় টায়ারই টিউবলেস টায়ার। অন্যদিকে ব্রেকিংএর দিকে লক্ষ্য করলে দেখা যায় যে সামনের দিকে ১৩০মিমি সাইজের ড্রাম ব্রেক এবং পেছনের দিকে ১৩০ ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে।

Hero Pleasure বাইকের দাম 127,990 টাকা।

আমাদের সাথে এই Hero Pleasure নিয়ে প্রায় ৩ জন ব্যবহারকারী তাদের গুরুত্বপুর্ন মতামত শেয়ার করেছেন। তারা এই স্কুটারের ডিজাইন, আরাম ,মাইলেজ ও দামটাকে বেশি পছন্দ করেছেন। গ্রাহকেরা এই Hero Pleasure বাইক থেকে মাইলেজ পাচ্ছেন গড়ে ৫০-৫৫ কিমি প্রতি লিটার।

৩জন ব্যবহারকারীর আরও কিছু গুরুত্বপুর্ন মতামত জানতে ক্লিককরুন


Hero Maestro Edge
Hero-Maestro-Edge-1631008070.jpg
Hero Maestro Edge খুবই সুন্দর একটি স্কুটার। এই স্কুটারটির ডিজাইন ও গ্রাফিক্স খুবই চমৎকার। এই স্কুটারটিও কমিউটার রাইডাদের চাহিদা মোতাবেক সকল ফিচারস দেওয়া হয়েছে যা একজন রাইডারের সকল চাহিদা পূরণ করতে সক্ষম। ইঞ্জিনে ব্যবহার করা হয়েছে ১১০.৯সিসির সিংগেল সিলিন্ডার, এয়ার কুল্ড, ৪ স্ট্রোক ইঞ্জিন যা ৮ বিএইচপি @ ৭৫০০ আরপিএম ম্যাক্স পাওয়ার এবং ৮.৭ এনএম @ ৫৫০০ আরপিএম ম্যাক্স টর্ক উৎপন্ন করতে সক্ষম। হিরো দাবি করে যে এই স্কুটার গ্রাহকদের গড়ে মাইলেজ দিবে ৪৫-৫০ কিমি প্রতিলিটার। সামনের টায়ারের পরিমাপ 90/90 - 12 - 54 J  এবং পেছনের টায়ারের পরিমাপ হচ্ছে 90/100 - 10 - 53 J । সামনে এবং পেছনে উভয় দিকেই টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে। অন্য দিকে সাসপেনশনের দিকে লক্ষ্য করলে দেখা যায় যে সামনের দিকে রয়েছে টেলিস্কোপিক হাইড্রলিক শকএব্জরবার এবং পেছনের দিকে রয়েছে ইউনিট সুইং স্প্রিং লোডেড হাইড্রলিক ডাম্পার। ব্রেকিং সিস্টেমে উভয় দিকেই ড্রাম ব্রেক ব্যবহার করেছে।

Hero Maestro Edge বাইকের দাম 134,990 টাকা।

আমাদের সাথে এই Hero Maestro Edge নিয়ে প্রায় ৩ জন ব্যবহারকারী তাদের গুরুত্বপুর্ন মতামত শেয়ার করেছেন। তারা এই স্কুটারের ডিজাইন, আরাম, মাইলেজ ও দামটাকে বেশি পছন্দ করেছেন এবং দামটা কমানোর পরামর্শ দিয়েছেন। গ্রাহকেরা এই Hero Maestro Edge বাইক থেকে মাইলেজ পাচ্ছেন গড়ে ৪৫-৫০ কিমি প্রতিলিটার।

৩জন ব্যবহারকারীর আরও কিছু গুরুত্বপুর্ন মতামত জানতে ক্লিককরুন

আমরা আশা বাদী যে হিরো অদুর ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর স্কুটার বাজারে নিয়ে আসবে এবং পারফরমেন্স, কোয়ালিটি, ডিজাইন সবদিক থেকেই গ্রাহকদের শতভাগ সন্তুষ্ট করবে। আমরা টিম মোটরসাইকেলভ্যালী আজকে আপনাদের সাথে হিরোর বিদ্যমান সেরা স্কুটার নিয়ে আলোচনা করলাম। আশা করি এ থেকে আপনারা উপকৃত হবেন।














Hero-Pleasure-1631008110.jpg

Bike News

TAILG’s Battery Revolution and the Journey of Sodium-Ion as an Alternative to Lithium
2025-08-09

Generally, e-bikes and electric motorcycles use lead-acid, lithium-ion, and nickel-metal hydride batteries. However, alongside...

English Bangla
Yamaha Bike Price in Bangladesh August 2025
2025-08-07

Yamaha is a motorcycle brand in Bangladesh whose reputation and recognition are equally known by all levels of bikers in Ban...

English Bangla
QJ MOTOR Bike Price in Bangladesh July 2025
2025-07-31

Since the approval of Higher CC bikes in the Bangladesh market, new brands and models have started coming to Bangladesh one af...

English Bangla
Hyosung Bike Price in Bangladesh July 2025
2025-07-30

To give bike lovers in Bangladesh a taste of different bikes in higher cc, Hyosung Bangladesh has launch a few completely diff...

English Bangla
Is Royal Enfield Teaming Up with CFMoto for Its First-Ever 250cc Motorcycle?
2025-07-29

India’s iconic motorcycle manufacturer, Royal Enfield, is set to enter the 250cc segment for the first time. However, the mo...

English Bangla
Filter