বাজাজের সেরা বাইক নিয়ে কথা বলতে গেলে শুরুতেই একটা কথা বলে রাখা ভাল যে বাজাজের এমন বাইক খুব কমই আছে যেগুলা গ্রাহক পর্যায়ে সুনাম অর্জন করেনি বা বাজাজ কর্তৃপক্ষ সকল শ্রেনী পেশার মানুষের কথা চিন্তা করে তাদের পন্যের তালিকা সাজায়নি।
বাংলাদেশের মোটরসাইকেল মার্কেটে সব থেকে বেশি মার্কেট শেয়ারের অধিকারী মোটরসাইকেল ব্রান্ড হলো বাজাজ। যাদের পন্য সম্ভারে রয়েছে বিশ্ববিখ্যাত অনেকগুলি মডেল। আজকে আমরা আমাদের যাবতীয় তথ্য এবং উপাত্ত বিবেচনায় বাজাজের সেরা বাইকের নামগুলা দেখবো একইসাথে দেখবো বাজাজের কোন মডেলটি কোন কারনে মোটরসাইকেলের বাজারে এবং ক্রেতাদের কাছে সেরা একটি মোটরসাইকেল।
শুরু করা যায় বাজাজের সর্বাধিক বিক্রিত মোটরসাইকেল দিয়ে। মডেলের নাম উল্লেখ করা আগে একটা বিষয় পরিষ্কার করা দরকার আর সেটা হলো এই মডেলটা শুধুমাত্র বাজাজের সর্বাধিক বিক্রিত বাইক বললে একটা বড় রকমের ভুল হয়ে যাবে কারন বাজাজের এই মডেলটা হলো বাংলাদেশে সর্বাধিক বিক্রিত বাইক আর এই ব্যাপারে কারও দ্বিমত হউয়ার কোন সুযোগ নেই। মডেলটা হলো Bajaj Discover 125 Disc। মুলত ডিস্কভার সিরিজই হলো বাংলাদেশের সর্বাধিক বিক্রিত মডেল আর এই বাইকটাকে এমনভাবে ডিজাইন এবং ফিচারস দিয়ে পরিপুর্ন করা হয়েছে সাথে মাইলেজের ভরসা এবং হাতের নাগালেই দাম যার জন্যে বাজাজ ডিস্কভার ১২৫ ডিস্ক সকলের পছন্দ তালিকার শীর্ষে অবস্থান করছে। বর্তমানে ডিস্কভারের দুইটা মডেল বাজারে আছে সেগুলি হলঃ
দ্বিতীয়ত যে বিষয় বিবেচনা করে বাজাজের একটি মডেলকে ২য় স্থানে রাখা যায় তা হলো মাইলেজ। বাজাজের বাইক তৃনমুল পর্যায়ে সবচেয়ে বেশি পছন্দ হউয়ার অন্যতম কারন বাজাজের কমিউটার সেগমেন্টের প্রায় প্রতিটা বাইকের অসাধারন মাইলেজ। মাইলেজের দিক দিয়ে বাজাজের সেরা বাইক হিসেবে উল্লেখ করতে গেলে অবশ্যই Bajaj Platina 110 H Gear Disc Brake বাইকের কথা উল্লেখ করতে হবে। ক্রেতা পর্যায়ে যতদুর আমরা জেনেছি সবাই ৬৫ থেকে ৭০ কিলোমিটার প্রতি লিটার মাইলেজ পাচ্ছেন। প্লাটিনা সিরিজের দুইটা বাইক এখনও বেশ কিছু শোরুমে পাওয়া যাবে। যদিও ড্রাম মডেলের কোন বাইকই বাজাজ তাদের পন্য তালিকায় রাখেনি।
এখন যদি আমরা বাইকের লুক, দীর্ঘস্থায়ীত্ব, দীর্ঘযাত্রার জন্য পারফেক্ট এমন বৈশিষ্ঠ্যের ক্ষেত্রে বাজাজের বাইক বাছাই করতে যায় সেক্ষেত্রে অবশ্যই Bajaj Pulsar 150 এইদিক দিয়ে বাজাজের ৩য় সেরা বাইকের অবস্থান দিতে হবে। অন্যদিকে বাজাজ পালসার ১৫০ হলো বাংলাদেশে সর্বাধিক বিক্রিত ১৫০সিসি বাইক। একটি বাইক তো আর এমনি এমনিতেই সবচেয়ে বেশি বিক্রি হয় না এর পেছনে অনেক গল্প থাকে যার মধ্যে বাইকের ওভারল পারফরমেন্স, দীর্ঘযাত্রায় পারফরমেন্স, ১৫০সিসি বাইক হিসেবে মাইলেজ ইত্যাদি। বাজাজ পালসারের মধ্যে এগুলা সবই বিধ্যমান আর এই কারনেই শুধুমাত্র বাজাজের না বরং বাংলাদেশে সেরা ১৫০সিসি বাইকের এটি একটি।
বর্তমানে ১৫০সিসি সেগমেন্টে বাজাজ পালসারের ৪ টি মডেল বাজারের আছেঃ
বাজাজের সেরা বাইকের তালিকা করতে গেলে ঠিক এইভাবেই করা সম্ভব কারন সামান্যের জন্য একটি মডেল আরেকটির থেকে ভাল বা খারাপ হতে পারে তাই একটি মডেল সম্পর্কে স্পষ্ট ধারনা পেতে আপনি বাজাজের বাইকগুলার রিভিউ পড়ে দেখতে পারেন। এর মাধ্যমে আমরা আশা করি যে যেকোন মডেলের স্পষ্ট ধারনা আপনি পেয়ে যাবেন।
রিভিউ পড়তে ক্লিক করুন এখানে
To give bike lovers in Bangladesh a taste of different bikes in higher cc, Hyosung Bangladesh has launch a few completely diff...
English BanglaIndia’s iconic motorcycle manufacturer, Royal Enfield, is set to enter the 250cc segment for the first time. However, the mo...
English BanglaCFMoto is currently one of the most talked about motorcycle brands among bikers in the Bangladeshi motorcycle market, with bra...
English BanglaOne of the reasons why Yamaha's name does not need to be mentioned twice by bike enthusiasts of all levels in Bangladesh is it...
English BanglaIt is very difficult to compare Lifan when it comes to making the dream bike available to all bike lovers within their budget,...
English Bangla