Sunra
Yamaha Banner
Search

হিরোর সেরা ১২৫ সিসির বাইক

2021-08-17

হিরোর সেরা ১২৫ সিসির বাইক

Hero-Best-125cc-Bikes-1629201707.jpg
ভারতের বৃহৎ মোটরসাইকেল প্রস্ততকারক কোম্পানীগুলোর মধ্যে অন্যতম হল হিরোবাংলাদেশের বাজারে হিরোর অনেক সুনাম রয়েছে এবং অনেক আগে থেকেই বাংলাদেশে দাপটের সাথে ব্যবসা করে আসছে। নিলয় মটরস লিমিটেড বাংলাদেশে হিরোর একমাত্র পরিবেশক। হিরো শুরু থেকেই চেষ্টা করে আসছে যে গ্রাহকদের হাতে কমদামের মধ্যে ভালো মানের মোটরসাইকেল তুলে দেওয়ার। আমাদের দেশের মোটরসাইকেল মার্কেটে কিছু মোটরসাইকেল আছে যেগুলো গ্রাহকদের খুব পছন্দের যেমন- Hero Hunk, Hero Glamour, Hero Ignitor, Hero Thiller এবং আরও অনেক। ১২৫সিসি কমিউটার বাইকের মধ্যে হিরো তাদের বিচক্ষনতার পরিচয় দিয়েছে। বাজারে অন্যান্য ব্রান্ডের থেকে ১২৫সিসির বাইকের দিক থেকে শুরু থেকেই হিরো একধাপ এগিয়ে কারণ হিরো গ্লামার দিয়ে তারা ১২৫সিসির মধ্যে সুন্দর একটি ধারণা নিয়ে আসে।


আজকে আমরা টিম মোটরসাইকেলভ্যালীআপনাদের সাথে হিরোর সেরা ১২৫সিসির বাইক নিয়ে আলোচনা করবো। পুর্বের ন্যায় এবারও আমরা আপনাদের সামনে গ্রাহকদের অভিজ্ঞতা, আমাদের রিসার্চ, ওয়েবসাইটের তথ্য ইত্যাদির আলোকে আপনাদের সাথে উপস্থাপন করবো সেরা ১২৫সিসির বাইক। হিরোর ১২৫সিসি সেগমেন্টে খুব বেশি বাইক নাই কিন্তু যেটা আছে সেটাই মার্কেটে ভালো অবস্থানে রয়েছে। চলুন তাহলে দেখা যাক হিরোর সেরা ১২৫সিসির বাইক।


Hero Glamour


Hero-Glamour-1629271009.jpg
১২৫সিসি
কমিউটার বাইক হিসেবে Hero Glamour এর জনপ্রিয়তা আমাদের দেশে অনেক বেশী লক্ষ্য করা যায়। হিরো তাদের এই বাইকটিতে খুব ভাল প্রযুক্তি, ফিচারস এবং সুন্দর ডিজাইন দিয়েছে। যার ফলে Hero Glamour খুব সহজেই আমাদের দেশের বাইকারদের মন জয় করে নিয়েছে। ১২৫সিসির বাইক হিসেবে বেশ চমৎকার আউট লুক রয়েছে। আউট লুক এবং ডিজাইন নিয়ে Hero Glamour বাইকটিতে কোন ঘাটতি নেই। এই ১২৫সিসির বাইক দিয়ে হিরো তাদের জনপ্রিয়তা অনেক গুন বাড়িয়েছে। বাইকটিতে রয়েছে ১২৪.৭সিসির এয়ার কুল্ড, সিংগেল সিলিন্ডার OHC ৪ স্ট্রোক ইঞ্জিন। ১২৫সিসির বাইক হিসেবে বেশ ভাল ইঞ্জিন আছে এবং এই ইঞ্জিন বেশ ভাল পারফরমেন্স দিতে সক্ষম। এই ইঞ্জিন ৬.৭২ কিলোওয়াট (৯ বিএইচপি) @৭০০০ আরপিএম এর সাহায্যে ম্যাক্স পাওয়ার এবং ১০.৩৫ এনএম @৪০০০ আরপিএম এর সাহায্যে ম্যাক্স টর্ক উৎপন্ন করতে সক্ষম। ইঞ্জিনের অন্যান্য পার্টস গুলো যেমন ইগ্নিশন, কমপ্রেশান রেশিও বেশ ভালোভাবে তৈরি করা হয়েছে। হিরো গ্ল্যামার এর সামনের দিকে ব্যবহার করা হয়েছে টেলিস্কোপ হাইড্রুলিক শক এবজরবার সাসপেনশন এবং পেছনের দিকে ব্যবহার করা হয়েছে সুইং আরম এর সাথে হাইড্রলিক শক এবজরবার সাসপেনশন। সামনের চাকার সাইজ 2.75 x 18 – 42 P/ 4 PR এবং পেছনের চাকার সাইজ রয়েছে 3.00 x 18 -52 P/ 6 PR। মোট কথায় ১২৫সিসির বাইক হিসেবে কোন দিক দিয়ে কমতি রাখেনি হিরো।


Hero Glamour বাইকের দাম ১,১৪,৯৯০ টাকা।


আমাদের সাথে এই Hero Glamour বাইক নিয়ে প্রায় ৪২ জন ব্যবহারকারী তাদের গুরুত্বপুর্ন মতামত শেয়ার করেছেন। তারা এই বাইকের ডিজাইন, কন্ট্রোল, আরাম ,মাইলেজ ও দামটাকে বেশি পছন্দ করেছেন। গ্রাহকেরা এই Hero Glamour বাইক থেকে মাইলেজ পাচ্ছেন গড়ে ৫৪-৬৫ কিমি প্রতিলিটার।


৪২ জন ব্যবহার কারীর আরও কিছু গুরুত্বপুর্ন মতামত জানতে ক্লিক করুন


Hero Ignitor and Hero Ignitor Techno


Hero-Ignitor-and-Hero-Ignitor-Techno-1629271014.jpg
১২৫সিসির
বাইকের সেগমেন্টের মধ্যে সর্বশেষ হিরো তাদের বহরে যুক্ত করেছে তাদের নতুন মডেল Hero Ignitor। হিরো কোম্পানির মতে এই বাইকটা একটি বিশেষ কম্বিনেশন নিয়ে তৈরি হয়েছে যা রাইডারকে ভালো ডিজাইন একইসাথে এর ইঞ্জিনের শক্তির মাধ্যমে রোমাঞ্চকর অনুভূতি এনে দিবে। এই মডেলটির আরেকটি ভার্সন বাজারে নিয়ে এসেছে Hero Ignitor Techno নামে। তবে Hero Ignitor মডেলটি একটু বেশি পরিচিত তাই আমরা এটার বিস্তারিত আলোচনা করবো। এই বাইকের ইঞ্জিনে ব্যবহার করা হয়েছে ১২৪.৭সিসি এয়ার কুল ৪ স্ট্রোক সিংগেল সিলিন্ডার ওএইচসি ইঞ্জিন এই ইগনিটরে ব্যবহার করা হয়েছে যা ৮.৩ kw (১১.0 বিএইচপি) @ ৭৫০০ আরপিএম সর্বোচ্চ শক্তি এবং সর্বোচ্চ টর্ক হল ১১ এন – এম @ ৬৫০০ আরপিএম শক্তি উৎপাদনে সক্ষম। ইঞ্জিনের বোর এক্সস্ট্রোক হল৫২.৪ x ৫৭.৮ এমএম এবং এর কম্প্রেসন রেশিও হল ১০.১। ৪ স্পিডের গিয়র বক্সের সাথে ইঞ্জিন চালু করার জন্য সেলফ এবং কিক দুই ধরনের স্টার্ট অপশন রয়েছে। সামনের চাকায় রয়েছে ২৪০এমএম সাইজের ডিঙ্ক ব্রেক এবং পেছনে ১৩০ এমএম ড্রাম ব্রেক। বাইকটির উভয় চাকায় টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে। উভয় চাকার সাইজ একই রকম এবং তাদের পরিমাপ হল ৬০/১০০-১৮ ৪৭ পি সামনের চাকায় এবং পেছনে ৯০/৯০-১৮৫১ পি টিউবলেস পেছনের চাকায়। Hero Ignitor বাইকটি ১২৫সিসির মধ্যে আরও সুন্দরভাবে সাজিয়ে গ্রাহকদের সামনে উপস্থাপন করেছে। অন্যদিকে Hero Ignitor Techno বাইকটিকে আরও বেশি ফিচারস দিয়ে গ্রাহকদের সামনে সর্বশেষ হিরোর ১২৫সিসির বাইক হিসেবে নিয়ে আসা হয়েছে।


Hero Ignitor বাইকের দাম ১,২১,৪৯০ টাকা


এবং Hero Ignitor Techno বাইকের দাম ১,২৩,৪৯০ টাকা।


আমাদের সাথে এই Hero Ignitor বাইক নিয়ে প্রায় ৭ জন ব্যবহারকারী তাদের গুরুত্বপুর্ন মতামত শেয়ার করেছেন। তারা এই বাইকের দাম, ডিজাইন, কন্ট্রোল, আরাম,ও মাইলেজ বেশি পছন্দ করেছেন। গ্রাহকেরা এই Hero Ignitor বাইক থেকে মাইলেজ পাচ্ছেন গড়ে ৫০-৫৫ কিমি প্রতিলিটার।


৭ জন ব্যবহারকারীর আরও কিছু গুরুত্বপুর্ন মতামত জানতে ক্লিক করুন


আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করলাম হিরোর সারিতে থাকা সেরা ১২৫সিসির বাইক নিয়ে। আশা করি আপনারা এই তথ্যর মাধ্যমে উপকৃত হবেন। সবাই সাবধানে এবং অবশ্যই হেলমেট পড়ে রাইড করবেন।


ধন্যবাদ।

Bike News

Yamaha brought Winter Rev from Upside Down in December 2025
2025-12-14

Bangladeshi motorcycle market, Yamaha is a very well-known name among bike lovers of all levels, each of whose models is unmatch...

English Bangla
Bajaj Bike Price in December 2025
2025-12-10

Bajaj is one of the few motorcycle brands that are at the top of the commuter segment in Bangladesh, each of whose models is wel...

English Bangla
GPX Bike Price in Bangladesh November 2025
2025-11-30

In the sports bike segment of Bangladesh, one of the most admired and fast-growing brands is the Thai motorcycle manufacturer GPX....

English Bangla
Hyosung Arrives: Cruisers with a Futuristic Edge Hit Bangladesh Market
2025-11-29

The South Korean motorcycle brand Hyosung has officially entered the Bangladeshi market, bringing with it a highly anticipated l...

English Bangla
CFMoto Bike Price in Bangladesh November 2025
2025-11-20

One of the few brands that has received a great response from the bike lovers and biker community since the increase in the CC l...

English Bangla
Filter