Sunra
Yamaha Banner
Search

Suzuki Gixxer 155 2019 FAQ

সুজুকি জিক্সার ১৫৫ ২০১৯ এর টায়ারে কত এয়ার প্রেসার প্রয়োজন?

সুজুকি জিক্সার ১৫৫ ২০১৯ এর সামনের চাকায় ২৯ পিএস আই এবং পেছনে ৩৩ পি এস আই এয়ার প্রেসার প্রয়োজন।

Views: 4219

Suzuki Gixxer 155 2019 সম্পর্কে আরো প্রশ্ন

সুজুকি জিক্সার ১৫৫২০১৯ এর মাইলেজ কত?

সুজুকি জিক্সার ১৫৫ ২০১৯   এরঅফিসিয়ালী দাবীকৃত মাইলেজ ৬৪কিমি/লিটার।সুজুকি জিক্সার ১৫৫ ২০১৯   এর ব্যবহারকারীদের থেকে প্রাপ্ত তথ্য মোতাবেক ব্যবহারকারীগন গড়ে ৪৮কিমি/লিটার মাইলেজ পেয়ে থাকেন।উল্লেখ্য মাইলেজের বিষয়টি বাইকের কন্ডিশন, রোড কন্ডিশন, চালানোর ধরন, বাইকারের ওজন, জ্বালানীর মান ইত্যাদির উপর নির্ভর করে কম বেশি হয়ে থাকে।

সুজুকি জিক্সার ১৫৫ ২০১৯ এর সর্বোচ্চ গতি কত?

সুজুকি জিক্সার ১৫৫ ২০১৯ এর সর্বোচ্চ গতি ১২৭কিমি/ঘন্টা।বাইকের সর্বোচ্চ গতি কিছু কিছু বিষয়ের উপরে নির্ভর করে যেমন, রাস্তার অবস্থা, টায়ারে বাতাসের প্রেসার, ইঞ্জিন অয়েল, তেলের কোয়ালিটি, ইঞ্জিনের অবস্থা ইত্যাদি।

সুজুকি জিক্সার ১৫৫ ২০১৯ এর ইঞ্জিন অয়েল গ্রেড কত?

সুজুকি জিক্সার ১৫৫ ২০১৯ এর ইঞ্জিন অয়েল গ্রেড 10w-40।

সুজুকি জিক্সার ১৫৫ ২০১৯ এর ইঞ্জিন অয়েল ধারন ক্ষমতা কত?

সুজুকি জিক্সার ১৫৫ ২০১৯ এর ইঞ্জিন অয়েল ধারন ক্ষমতা ১০০০মিলি।

সুজুকি জিক্সার ১৫৫ ২০১৯ এর টায়ারে কত এয়ার প্রেসার প্রয়োজন?

সুজুকি জিক্সার ১৫৫ ২০১৯ এর সামনের চাকায় ২৯ পিএস আই এবং পেছনে ৩৩ পি এস আই এয়ার প্রেসার প্রয়োজন।

সুজুকি জিক্সার ১৫৫ ২০১৯ এর ট্যাঙ্কে তেল ধারন ক্ষমতা কত?

সুজুকি জিক্সার ১৫৫ ২০১৯ এর ট্যাঙ্কে তেল ধারন ক্ষমতা ১২ লিটার।

সুজুকি জিক্সার ১৫৫ ২০১৯এররিজার্ভে কি পরিমাণ তেল থাকে?

ট্যাঙ্কিতে যে পরিমাণ তেল ধরে তার প্রায় ১৫% তেল রিজার্ভে থাকে।সুজুকি জিক্সার ১৫৫ ২০১৯এর রিজার্ভে প্রায় ২.৪ লিটার তেল থাকে।

সুজুকি জিক্সার ১৫৫ ২০১৯ এর পার্টাস কি সহজলভ্য?
সুজুকি জিক্সার ১৫৫ ২০১৯ এর সকল পার্টস সহজলভ্য এবং সুজুকির যে কোন অথরাইজড ডিলারের কাছে তা পাওয়া যায়।
সুজুকি জিক্সার ১৫৫ ২০১৯ এর ই এম আই সিস্টেম কি?

সিটি ব্যাংক অ্যামেক্স ক্রেডিট কার্ড ধারীরা ঢাকা এবং চট্টগ্রামের সুজুকি শোরুম থেকে ৩৬ মাস পর্যন্ত ইএমআই সুবিধা নিতে পারবেন।

কোন তেল সুজুকি জিক্সার ১৫৫ ২০১৯এর জন্য ভালো?

সুজুকি জিক্সার ১৫৫ ২০১৯এর জন্য অকটেন সব থেকে ভালো।

কতো কিমি পরপর সুজুকি জিক্সার ১৫৫ ২০১৯এর ইঞ্জিন অয়েল পরিবর্তন করতে হবে?

৯০০-১০০০কিমি পরপর সুজুকি জিক্সার ১৫৫ ২০১৯এর ইঞ্জিন অয়েল পরিবর্তন করতে হবে।

কতো কিমি পর সুজুকি জিক্সার ১৫৫ ২০১৯এর এয়ার ফিল্টার পরিবর্তন করতে হবে?

প্রতি ৩০০০কিমি পর পর সুজুকি জিক্সার ১৫৫ ২০১৯এর এয়ার ফিল্টার পরিষ্কার এবং ১২০০০কিমি পর পরিবর্তন করতে হবে।

কতো কিমি পর সুজুকি জিক্সার ১৫৫ ২০১৯এর অয়েল ফিল্টার পরিবর্তন করতে হবে?

প্রতি ৩০০০কিমি পর পর সুজুকি জিক্সার ১৫৫ ২০১৯এর অয়েল ফিল্টার পরিবর্তন করতে হবে।

কতো কিমি পর সুজুকি জিক্সার ১৫৫ ২০১৯এর স্পার্ক প্লাগ পরিবর্তন করতে হবে?

প্রতি ১৫০০০কিমি পর পর সুজুকি জিক্সার ১৫৫ ২০১৯এর স্পার্ক প্লাগ পরিবর্তন করতে হবে ।

ব্রেক ইন পিরিয়ডের সময় সুজুকি জিক্সার ১৫৫ ২০১৯এর স্পীড কতো রাখতে হবে?

ব্রেক ইন পিরিয়ডের সময় সুজুকি জিক্সার ১৫৫ ২০১৯এর স্পীড ৪০-৫০কিমি/ঘন্টার মধ্যে রাখতে হবে। 

Filter

Filter