বাজাজপালসার১৫০টুইনডিস্কএরঅফিসিয়ালীদাবীকৃতমাইলেজ৬০কিমি/লিটার।বাজাজ পালসার ১৫০টুইন ডিস্ক ব্যবহারকারীদের থেকে প্রাপ্ত তথ্য মোতাবেক ব্যবহারকারীগন গড়ে ৪২কিমি/লিটার মাইলেজ পেয়ে থাকেন।
উল্লেখ্য মাইলেজের বিষয়টি বাইকের কন্ডিশন, রোডকন্ডিশন, চালানোরধরন, বাইকারেরওজন, জ্বালানীর মান ইত্যাদির উপর নির্ভর করে কম বেশি হয়েথাকে।
বাজাজপালসার১৫০টুইনডিস্কএরসর্বোচ্চগতি১১০কিমি/ঘন্টা।বাইকের সর্বোচ্চ গতি কিছু কিছু বিষয়ের উপরে নির্ভর করে যেমন, রাস্তার অবস্থা, টায়ারে বাতাসের প্রেসার, ইঞ্জিন অয়েল, তেলের কোয়ালিটি, ইঞ্জিনের অবস্থা ইত্যাদি।
বাজাজ পালসার ১৫০টুইন ডিস্ক এর ইঞ্জিন অয়েল গ্রেড 20w-50।
বাজাজ পালসার ১৫০টুইন ডিস্ক এর ইঞ্জিন অয়েল ধারন ক্ষমতা ১০০০মিলি।
বাজাজ পালসার ১৫০টুইন ডিস্ক এর সামনের চাকায় ২৫পিএসআই এবং পেছনে ৩২পিএসআই এয়ার প্রেসার প্রয়োজন।
বাজাজ পালসার ১৫০টুইন ডিস্ক এর ট্যাঙ্কে তেল ধারন ক্ষমতা ১৫লিটার।
ট্যাঙ্কিতে যে পরিমাণ তেল ধরে তার প্রায়১৫% তেল রিজার্ভে থাকে।বাজাজ পালসার১৫০টুইন ডিস্ক এর রিজার্ভে প্রায়২.৫লিটার তেল থাকে।
বাজাজ পালসার ১৫০টুইন ডিস্ক এর সকল পার্টস সহজলভ্য এবং বাজাজের যে কোন অথরাইজড ডিলারের কাছে তা পাওয়া যায়।
এখন বাজাজের গ্রাহকরা সিটি বা প্রাইম ব্যাংকের মাধ্যমে ইএমআইতে বাজাজের যে কোন বাইক কিনতে পারবেন।
বাজাজ পালসার ১৫০ টুইন ডিঙ্ক এর জন্য অকটেন সব থেকে ভালো।
৯০০-১০০০কিমি পরপর বাজাজ পালসার ১৫০ টুইন ডিঙ্ক এর ইঞ্জিন অয়েল পরিবর্তন করতে হবে।
প্রতি ৩০০০কিমি পর পর বাজাজ পালসার ১৫০ টুইন ডিঙ্ক এর এয়ার ফিল্টার পরিষ্কার এবং ১৫০০০কিমি পর পরিবর্তন করতে হবে।
প্রতি ৩০০০কিমি পর পর বাজাজ পালসার ১৫০ টুইন ডিঙ্ক এর অয়েল ফিল্টার পরিবর্তন করতে হবে।
প্রতি ২০০০০কিমি পর পর বাজাজ পালসার ১৫০ টুইন ডিঙ্ক এর স্পার্ক প্লাগ পরিবর্তন করতে হবে ।
ব্রেক ইন পিরিয়ডের সময় বাজাজ পালসার ১৫০ টুইন ডিঙ্ক এর স্পীড ৪০-৫০কিমি/ঘন্টার মধ্যে রাখতে হবে।