লিফান কেপি মিনি ১৫০ এর অফিসিয়ালী দাবীকৃত মাইলেজ ৪৫কিমি/লিটার।লিফান কেপি মিনি ১৫০ ব্যবহারকারীদের থেকে প্রাপ্ত তথ্য মোতাবেক ব্যবহারকারীগন গড়ে ৪০কিমি/লিটার মাইলেজ পেয়ে থাকেন।উল্লেখ্য মাইলেজের বিষয়টি বাইকের কন্ডিশন, রোড কন্ডিশন, চালানোর ধরন, বাইকারের ওজন, জ্বালানীর মান ইত্যাদির উপর নির্ভর করে কম বেশি হয়ে থাকে।
লিফান কেপি মিনি ১৫০ এর সর্বোচ্চ গতি ১০০কিমি/ঘন্টা। বাইকের সর্বোচ্চ গতি কিছু কিছু বিষয়ের উপরে নির্ভর করে যেমন, রাস্তার অবস্থা, টায়ারে বাতাসের প্রেসার, ইঞ্জিন অয়েল, তেলের কোয়ালিটি, ইঞ্জিনের অবস্থা ইত্যাদি।
লিফান কেপি মিনি ১৫০ এর ইঞ্জিন অয়েল গ্রেড 10w-40।
লিফান কেপি মিনি ১৫০ এর ইঞ্জিন অয়েল ধারন ক্ষমতা ১।
লিফান কেপি মিনি ১৫০ এর সামনের চাকায় ২৫ পিএস আই এবং পেছনে ২৯ পি এস আই এয়ার প্রেসার প্রয়োজন।
লিফান কেপি মিনি ১৫০ এর ট্যাঙ্কে তেল ধারন ক্ষমতা ১৪ লিটার।
ট্যাঙ্কিতে যে পরিমাণ তেল ধরে তার প্রায় ১৫% তেল রিজার্ভে থাকে। লিফান কেপি মিনি ১৫০ এর রিজার্ভে প্রায় ২ লিটার তেল থাকে।
লিফান কেপি মিনি ১৫০ এর সকল পার্টস সহজলভ্য এবং লিফানের যে কোন অথরাইজড ডিলারের কাছে তা পাওয়া যায়।
এখন লিফান ব্র্যান্ডের গ্রাহকরা সিটি ব্যাংকের মাধ্যমে ইএমআই তে লিফানের যেকোন বাইক কিনতেপারবেন।লিফানের কর্তৃপক্ষ এই নীতি পরিবর্তন করতে পারে।