সুজুকি জিক্সার ২৫০ ব্যবহারকারীদের থেকে প্রাপ্ত তথ্য মোতাবেক ব্যবহারকারীগন গড়ে ৩৫কিমি/লিটার মাইলেজ পেয়ে থাকেন।
উল্লেখ্য মাইলেজের বিষয়টি বাইকের কন্ডিশন, রোড কন্ডিশন, চালানোর ধরন, বাইকারের ওজন, জ্বালানীর মান ইত্যাদির উপর নির্ভর করে কম বেশি হয়ে থাকে।
সুজুকি জিক্সার ২৫০ এর সর্বোচ্চ গতি ১৫০কিমি/ঘন্টা।
বাইকের সর্বোচ্চ গতি কিছু কিছু বিষয়ের উপরে নির্ভর করে যেমন, রাস্তার অবস্থা, টায়ারে বাতাসের প্রেসার, ইঞ্জিন অয়েল, তেলের কোয়ালিটি, ইঞ্জিনের অবস্থা ইত্যাদি।
সুজুকি জিক্সার ২৫০ এর ইঞ্জিন অয়েল গ্রেড 10w-40।
সুজুকি জিক্সার ২৫০ এর ইঞ্জিন অয়েল ধারন ক্ষমতা ১২০০মিলি।
সুজুকি জিক্সার ২৫০ এর সামনের চাকায় ২৯ পিএস আই এবং পেছনে ৩৩ পি এস আই এয়ার প্রেসার প্রয়োজন।
সুজুকি জিক্সার ২৫০ এর ট্যাঙ্কে তেল ধারন ক্ষমতা ১২ লিটার।
সুজুকি জিক্সার ২৫০ এর সকল পার্টস সহজলভ্য এবং সুজুকির যে কোন অথরাইজড ডিলারের কাছে তা পাওয়া যায়।
সুজুকি জিক্সার ২৫০ এর জন্য অকটেন সব থেকে ভালো।
৯০০-১০০০ কিমি পর পরসুজুকি জিক্সার ২৫০ এর ইঞ্জিন অয়েল পরিবর্তন করতে হবে।
প্রতি ৩০০০ কিমি পর পর সুজুকি জিক্সার ২৫০ এর এয়ার ফিল্টার পরিষ্কার এবং ১২০০০ কিমি পর পরিবর্তন করতে হবে।
প্রতি ৩০০০কিমি পর পরসুজুকি জিক্সার ২৫০ এর অয়েল ফিল্টার পরিবর্তন করতে হবে।
প্রতি ১৫০০০ কিমি পর পরসুজুকি জিক্সার ২৫০ এর স্পার্ক প্লাগ পরিবর্তন করতে হবে ।
ব্রেক ইন পিরিয়ডের সময় সুজুকি জিক্সার ২৫০ এর স্পীড ৪০-৫০কিমি/ঘন্টার মধ্যে রাখতে হবে।