নিউ সুজুকি জিক্সার স্পেশাল এডিশন এরঅফিসিয়ালী দাবীকৃত মাইলেজ ৫৫কিমি/লিটার।নিউ সুজুকি জিক্সার স্পেশাল এডিশন এর ব্যবহারকারীদের থেকে প্রাপ্ত তথ্য মোতাবেক ব্যবহারকারীগন গড়ে ৪৮কিমি/লিটার মাইলেজ পেয়ে থাকেন।উল্লেখ্য মাইলেজের বিষয়টি বাইকের কন্ডিশন,রোড কন্ডিশন, চালানোর ধরন,বাইকারের ওজন,জ্বালানীর মান ইত্যাদির উপর নির্ভর করে কম বেশি হয়ে থাকে।
নিউ সুজুকি জিক্সার স্পেশাল এডিশন এর সর্বোচ্চ গতি ১২৭কিমি/ঘন্টা।বাইকের সর্বোচ্চ গতি কিছু কিছু বিষয়ের উপরে নির্ভর করে যেমন, রাস্তার অবস্থা,টায়ারে বাতাসের প্রেসার,ইঞ্জিন অয়েল,তেলের কোয়ালিটি, ইঞ্জিনের অবস্থা ইত্যাদি।
নিউ সুজুকি জিক্সার স্পেশাল এডিশন এর ইঞ্জিন অয়েল গ্রেড 10w-40।
নিউ সুজুকি জিক্সার স্পেশাল এডিশন এর ইঞ্জিন অয়েল ধারন ক্ষমতা ৮৫০মিলি।
নিউ সুজুকি জিক্সার স্পেশাল এডিশন এর সামনের চাকায় ২৯ পিএস আই এবং পেছনে ৩৩ পি এস আই এয়ার প্রেসার প্রয়োজন।
নিউ সুজুকি জিক্সার স্পেশাল এডিশন এর ট্যাঙ্কে তেল ধারন ক্ষমতা ১২ লিটার।
নিউ সুজুকি জিক্সার স্পেশাল এডিশন এর সকল পার্টস সহজলভ্য এবং সুজুকির যে কোন অথরাইজড ডিলারের কাছে তা পাওয়া যায়।
সিটি ব্যাংক অ্যামেক্স ক্রেডিট কার্ড ধারীরা ঢাকা এবং চট্টগ্রামের সুজুকি শোরুম থেকে ৩৬ মাস পর্যন্ত ইএমআই সুবিধা নিতে পারবেন।
নিউ সুজুকি জিক্সার এসএফ স্পেশাল এডিশন এর জন্য অকটেন সব থেকে ভালো।
৯০০-১০০০কিমি পরপর নিউ সুজুকি জিক্সার এসএফ স্পেশাল এডিশন এর ইঞ্জিন অয়েল পরিবর্তন করতে হবে।
প্রতি ৩০০০কিমি পর পর নিউ সুজুকি জিক্সার এসএফ স্পেশাল এডিশন এর এয়ার ফিল্টার পরিষ্কার এবং ১২০০০কিমি পর পরিবর্তন করতে হবে।
প্রতি ৩০০০কিমি পর পর নিউ সুজুকি জিক্সার এসএফ স্পেশাল এডিশন এর অয়েল ফিল্টার পরিবর্তন করতে হবে।
প্রতি ১৫০০০কিমি পর পর নিউ সুজুকি জিক্সার এসএফ স্পেশাল এডিশন এর স্পার্ক প্লাগ পরিবর্তন করতে হবে ।
ব্রেক ইন পিরিয়ডের সময় নিউ সুজুকি জিক্সার এসএফ স্পেশাল এডিশন এর স্পীড ৪০-৫০কিমি/ঘন্টার মধ্যে রাখতে হবে।