Sunra
Yamaha Banner
Search

বাইকের গিয়ার শক্ত হওয়ার কারন

2023-09-03

বাইকের গিয়ার শক্ত হওয়ার কারন


reason-behind-hard-gear-shifting-in-bikes-1693727349.webp

বাইক চালানোর ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে ক্লাচ, ব্রেক, গিয়ার, এক্সিলেরেটর ইত্যাদি গুরুত্বপূর্ণ, এবং এই সকল কিছুর মাধ্যমে বাইক চালানো হয়ে থাকে, এবং এই সকল কিছু যদি ভালো সার্ভিস দেয় তবেই বাইক চালিয়ে আমরা সাছন্দ বোধ করি, এদের মধ্যে কোনও কিছুর সমস্যা থেকে থাকলে আমাদের বাইক চালানোর Riding Experience ভালো হয় না, আজকে আমরা আলোচনা করবো আপনার বাইকে গিয়ার শক্ত হওয়ার কারন কি এবং এর সমাধানের উপায়।
প্রথমত নতুন বাইকের ক্ষেত্রে এটি হতে পারে কারন এর ইঞ্জিন প্রথম অবস্থায় ফ্রি ও স্মুথ থাকে না এবং কিছুটা রাফ এবং জ্যাম হয়ে থাকে, তাই এর প্রতিটি পার্টস নিজেদের মধ্যে ঘর্ষণের ফলে আস্তে আস্তে তা স্মুথ হয়ে আসে এবং ফ্রি হয়ে যায়, তাই প্রথম অবস্থায় নতুন বাইকের ক্ষেত্রে গিয়ার সিফটিং হার্ড হলে তা স্বাভাবিক, এটি সময়ের সাথে সাথে ঠিক হয়ে যায়।

*ইঞ্জিন অয়েলের সাথে গিয়ার সিফটং এর সরাসরি যোগাযোগ থাকে, কারন ইঞ্জিন অয়েলের লুব্রিকেশনের ফলেই গিয়ার স্মুথ ও হার্ড হয়ে থাকে, তাই আপনি কোন ধরনের ইঞ্জিন অয়েল ব্যবহার করছেন তা এই ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ আপনি যদি মিনারেল ধরনের ইঞ্জিন অয়েল ব্যবহার করে থাকেন তবে সিন্থেটিক বা সেমি-সিন্থেটিক এর তুলনায় হার্ড গিয়ার সিফটিং পাবেন, এবং সিন্থেটিক বা সেমি-সিন্থেটিক এ তুলনামূলক ভালো গিয়ার সিফটিং পাবেন।

*ইঞ্জিন অয়েল কম বা বেশি হওয়া এই ক্ষেত্রে বড় ভূমিকা পালন করে, কারন নির্ধারিত পরিমানের চেয়ে ইঞ্জিন অয়েল কম বা বেশি হলে তা ইঞ্জিনের জন্য ভালো নয়, এতে করে ইঞ্জিনের বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে, যেমনঃ ইঞ্জিন অভারহিট, ফ্রিকশন বেড়ে যাওয়া এবং গিয়ার সিফটিং হার্ড পাওয়া ইত্যাদি।

*তাই অবশ্যই বাইকে নির্ধারিত পরিমানের ইঞ্জিন অয়েল ব্যবহার করবেন, এবং প্রতিনিয়ত এর পরিমান চেক করবেন।

*এছাড়া বাইক দীর্ঘদিন সার্ভিসিং না করানোর ফলে এমনটি হতে পারে, অর্থাৎ বাইকের রেগুলার মেইন্টেনেন্স এবং পার্টস রিপ্লেস্মেন্ট না করার ফলে এমনটি হতে পারে, এর সমাধান হিসাবে বাইকটি সার্ভিস করাতে হবে এবং প্রয়োজনীয় সব পার্টস পরিবর্তন করাতে হবে।

*এছাড়াও কিছু ব্র্যান্ডের বা কিছু মডেলের বাইকের গিয়ার সিফটিং এর ম্যানুফ্যাকচুরিং ভাবেই শক্ত থাকে, এইসব বাইকের ক্ষেত্রে উপরের সব কিছু নিয়ম মেনে চললে বাইকের থেকে কিছুটা ভালো গিয়ার সিফটিং পাবেন তবে তা সম্পূর্ণরুপে সমাধান হবে না অর্থাৎ কিছুটা হলেও এই সমস্যা থেকে যাবে।

এই ছিলো বাইকের গিয়ার সিফটিং শক্ত হওয়ার কারন এবং এর সমাধান, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে, বাইক ও বাইক সম্পর্কিত যেকোনো তথ্যের জন্যে আমাদের সাথেই থাকুন, ধন্যবাদ।
Rate This Tips

Is this tips helpful?

Rate count: 7
Ratings:
Rate 1
Rate 2
Rate 3
Rate 4
Rate 5

Bike Tips

ECU কি? ECU কীভাবে কাজ করে?
2025-10-23

বাইকের ECU অর্থাৎ (Engine Control Unit) হচ্ছে একটি ইলেকট্রনিক ডিভাইস যা বাইকের ইঞ্জিনের বিভিন্ন ফাংশন নিয়ন্ত্রণ ও পরিচালনা করে। এটি আধুনিক মোটরসাইকেলগুলোর একটি গুরুত্বপূর্ণ অংশ, বিশেষ করে যেগুলো ফুয়েল ইনজেকশন (FI) প্রযুক্তি ব্যবহার করে। ।ECU (Engine Control Unit) হচ্ছে বাইকের "মস্তিষ্ক" বা কন্ট্রোল সেন্টার। এটি বাইকের বিভিন্ন স...

Bangla English
স্লিপার ক্লাচ কী? এর সুবিধা ও অসুবিধা।
2025-10-22

আধুনিক বাইকগুলোর যে ফিচারগুলো খুবই ডিমান্ডডেবল তার মধ্যে অন্যতম একটি ফিচার হচ্ছে Slipper Clutch। Slipper Clutch হচ্ছে মোটরসাইকেল বা গাড়ির এক ধরনের বিশেষ ক্লাচ সিস্টেম, যেটা হঠাৎ গিয়ার ডাউন করার সময় ইঞ্জিনের অতিরিক্ত ব্রেকিং ফোর্স (back torque) কমিয়ে দেয়, যাতে পিছনের চাকা লক হয়ে না যায়। সহজভাবে বললে, এটা হলো এমন এক ক্লাচ যেটা গ...

Bangla English
বাইকের কোন কোন যন্ত্রাংশ দিয়ে ইঞ্জিনে পানি প্রবেশ করতে পারে এবং করণীয়
2025-06-15

বর্তমানে দেশে বিভিন্ন অঞ্চলে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত, বন্যা এবং জলাবদ্ধতা দেখা দিয়েছে, এমন অবস্থায় বাইকের ইঞ্জিনে পানি ঢুকে গেলে এটি একটি গুরুতর সমস্যা হতে পারে, বিশেষ করে যদি পানি সিলিন্ডারে ঢুকে থাকে। এমন অবস্থায় ইঞ্জিনে হাইড্রোলিক লক (hydrolock) হতে পারে, যা ইঞ্জিনের বড়সড় ক্ষতি করতে পারে। নিচে করণীয় কি...

Bangla English
2025-05-12

বাইক ব্যবহার করলে এর যত্ন বা রক্ষণাবেক্ষণ করতেই হবে, তবে বর্ষাকালে বাইক চালানো এবং তার যত্ন নেওয়া একটু বেশি সচেতনতা দাবি করে, কারণ এই সময়ে জল, কাদা এবং আর্দ্রতা বাইকের পারফরম্যান্স ও স্থায়িত্বে প্রভাব ফেলতে পারে। আপনি যদি বর্ষাকালে বাইকের যত্ন না নেন তবে বাইকে কাদা বা মাটি লেগে তা বাইকের রং নষ্ট করত...

Bangla English
গরম ইঞ্জিনে পানি দিয়ে ঠাণ্ডা করা উচিত কি না
2025-04-29

গরমকালে ইঞ্জিনে ঠাণ্ডা পানি দেয়া বা পানি দিয়ে ইঞ্জিন ঠাণ্ডা করা কি উচিত কি না? এটি খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য যা মোটরসাইকেল ও গাড়ির ইঞ্জিনের সঠিক রক্ষণাবেক্ষণের জন্য জেনে রাখা প্রয়োজন। উত্তপ্ত ইঞ্জিনে ঠান্ডা পানি ঢেলে দেওয়ার ফলে নানা ধরনের যান্ত্রিক সমস্যা সৃষ্টি হতে পারে, যার ফলে ইঞ্জিনের কার্যক...

Bangla English
Filter

Filter