Yamaha Banner
Search

ইয়ামাহা রে জেডআর স্ট্রীট র‌্যালী ফিচার রিভিউ

English Version
2019-03-30

ইয়ামাহা রে জেডআর স্ট্রীট র‌্যালী ফিচার রিভিউ


Yamaha-Ray-ZR-Street-Rally-Feature-Review

ইয়ামাহা নিয়ে এসেছে তাদের নতুন স্কূটার রে যেডআর স্ট্রিট র‍্যালী। এই মডেলটি বাজারে নিয়ে আনার পূর্বে আরেকটি মডেল বিদ্যমান ছিলো রে যেডআর যার ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়। চলার পথকে আরও সুখময় ও আরামদায়ক করতে এই স্কুটারটির আগমন ঘটিয়েছে ইয়ামাহা। এটা অনেক শার্প, উজ্জ্বল, স্টাইলিশ একটি স্কূটার। আপনি যদি এটি শুধুমাত্র একটি স্কূটার ভাবেন তাহলে আপনি ভুল করবেন কারণ প্রস্তুতকারক কোম্পানী দাবি করে যে এটা আপনাকে নানামুখী অনুভুতি দিবে। নতুন এই স্কূটারটিতে বিদ্যমান রয়েছে নতুন প্রযুক্তির ব্লু কোর ইঞ্জিন এবং বিভিন্ন আকর্ষণীয় ফিচারস সমূহ দিয়ে স্কূটারটিকে বেশ ভালো ভাবেই সাজানো হয়েছে যা সকলের হৃদয় স্পর্শ করবে। ইউজারদের জন্য এখানে প্রচুর আকর্ষণীয় ফিচারস থাকছে যা অলস বাইকারদের মনে আরও প্রফুল্লতা এনে দিবে। তাই আর সময় নষ্ট না করে চলুন এক পলক দেখে নেওয়া যাক নতুন এই স্কুটারটিতে কী কী আধুনিক ফিচারস বিদ্যমান রয়েছে।


Yamaha-Ray-ZR-Street-Rally-Feature-Review-Design

স্কুটারটির স্পেশাল যে ফিচারসগুলো রয়েছে তা হল-
-ব্লু কোর ইঞ্জিন
-আকর্ষণীয় ও নজরকাড়া লুক
-ইউবিএস ব্রেকিং সিস্টেম
-ডিজিটাল ইন্সট্রুমেন্ট প্যানেল
-সিটিং পজিশনের নিচে অনেক প্রশস্থ জায়গা এবং সামনের দিকে বড় পকেট
-অধিক আরামের জন্য দুইটা লেভেলের সিট
-ইউএসবি চারজিং অপশন
-বাইক চুরি রোধের জন্য রয়েছে কি শাটার লকিং সিস্টেম।

লুক এবং ডিজাইন
এই স্কুটারটি মুলত ডিজাইন করা হয়েছে তাদের জন্য যারা একটু স্বস্তি ও আরামদের সাথে রাইড করতে চান। র‍্যাজর আকৃতির সাথে আগ্রেসিভ লুক বাইকটিকে অন্যান্য মেশিনের থেকে ভিন্ন আউটলুক এনে দিয়েছে। ইয়ামাহার
মতে এই স্কুটারটি গ্রাহকদের শিহরিত করে তুলতে আউটলুকের দিক থেকে। এডজ শেপের পেছনের দিকটা ধার নেওয়া হয়েছে ইয়ামাহা ২৫০ সিসির দানব এফযেড ২৫ এর কাছ থেকে। স্ট্রিট শার্প লুক বৃদ্ধি করার ফলে এর আকর্ষণ আরও বেড়ে গেছে।

শক্তিশালী ব্লু কোর ইঞ্জিন
রে যেডআর স্ট্রিট র‍্যালীতে পাওয়ার আপ করা হয়েছে এয়ার কুল্ড, ৪ স্ট্রোক, ২ ভালভ, ১১৩ সিসির ব্লু কোর প্রযুক্তির সাথে সিভিটি সম্পন্ন ইঞ্জিন যা তাৎক্ষনিক শক্তি ও স্মুথ রাইডিং অনুভূতি দিবে। এই প্রযুক্তির ফলে ইঞ্জিন থেকে অধিক শক্তি উৎপন্ন করা সম্ভব হবে এবং মাইলেজও অনেক বৃদ্ধি পাবে। ইঞ্জিন শক্তি হিসেবে রয়েছে ম্যাক্স পাওয়ার ৭.১ পিএস/৭৫০০ আরপিএম এবং ম্যাক্স টর্ক রয়েছে ৮.১ এনএম/ ৫০০০ আরপিএম যা রাইডারকে সম্পূর্ণ স্বস্তি এনে দিবে। ইঞ্জিন চালু করার জন্য রয়েছে কিক এবং সেলফ স্টার্ট অপশন।

ডাইমেনশন
স্কুটারটির ডাইমেনশন রয়েছে লম্বায় ১৮২০ মিমি পাশাপাশি চওড়ায় রয়েছে ৭০০ মিমি এবং লম্বায় রয়েছে ১১১৫ মিমি । এছাড়াও রয়েছে ৭৭৫ মিমি সিটের উচ্চতা এবং হুইলবেজ রয়েছে ১২৭০ মিমি । স্কুটারটিরতে গ্রাউন্ড ক্লিয়ারেন্স রয়েছে ১৩০ মিমি এবং ওজন ১০৩ কেজি। এছাড়াও লক্ষ্যনীয় আরেকটি বিষয় হচ্ছে যে বাইকের ফুয়েল ট্যংকে তেল ধারণ ক্ষমতা রয়েছে ৫.২ লিটার।

ব্রেকিং এবং সাসপেনশন
সামনের চাকায় রয়েছে ১৭০ মিমি এর হাইড্রোলিক সিংগেল ডিস্ক ব্রেক। অন্যদিকে মেকানিক্যাল লিডিং ট্রালিং ড্রাম ব্রেক পেছনের চাকায় স্থাপন করা হয়েছে। রে যেড স্কুটারটির সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে এর সাথে সংযুক্ত আছে ইউবিএস ব্রেকিং সিস্টেম। ইউবিএস টা হচ্ছে মুলত দুই চাকার বাহনের গতিকে কমিয়ে নিয়ে আসার জন্য ব্যবহার করা হয়। এটি সামনের এবং পেছনের দুটি চাকার সাথে সংযুক্ত থাকে। যখন একজন রাইডার পেছনের ব্রেকে চাপ প্রয়োগ করবে তখন সামনের চাকার অংশটাতেও ব্রেকটা সক্রিয় হয়ে যাবে। সম্পূর্ণ ব্রেকিং পারফরমেন্স পাবার জন্য দুইটা গিয়ার লিভার এবং ব্রেক প্যাডেল এক সাথে প্রয়োগ করতে হবে। ইউবিএস ব্রেকিং এর দুরুত্ব অনেক কমিয়ে নিয়ে আসে এবং ব্রেকিং এর সময় উন্নত কন্ট্রোলিং নিশ্চিত করে।

এই স্কুটারটিতে শুধু উন্নতমানের ব্রেকিং সিস্টেম ব্যবহার করা হয়নি বরং এখানে উন্নতমানের সাসপেনশনও ব্যবহার করা হয়েছে যা যে কোন পরিস্থিতিতে খুব ভালো পারফরমেন্স নিশ্চিত করে। সামনের দিকে রয়েছে টেলিস্কোপিক ফরক এবং পেছনের দিকে ইউনিক সুইং রেয়ার সাসপেনশন যা সর্বত্তোম পারফরমেন্স নিশ্চিত করে।

টায়ার ও হুইল
প্রিমিয়াম পারফরমেন্স পাওয়ার জন্য রয়েছে উভয়দিকেই টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে। এখানে আরও রয়েছে নতুন ডিজাইনের লাইটওয়েট কাস্ট অ্যালুমিনিয়াম এলয় হুইল। সামনের এবং পেছনের চাকার সাইজ রয়েছে ৯০/১০০-১০ ৫৩ এবং সামনের ও পেছনের হুইলের সংমিশ্রণ একটু কম ওজনের যার ফলে ব্যালেসিংটা অনেক দারুন পাওয়া যাবে।



Yamaha-Ray-ZR-Street-Rally-Feature-Review-Meter

ইন্সট্রুমেন্ট কনসোল এবং ইলেকট্রিক্যাল
এই স্কুটারটির সাথে রয়েছে সম্পূর্ণ ডিজিটাল ইন্ট্রুমেন্ট প্যানেল আরও রয়েছে ফিচারসে পরিপূর্ণ ককপিট ডিজাইন , মিটার কনসোলে প্রয়োজনীয় সকল ফিচারস রয়েছে যেমন ফুয়েল গেজ, স্পীডোমিটার আরপিএম মিটার সহ ইত্যাদি আরও ডিজিটাল ফাংশন।

ইলেকট্রিক্যাল ফিচারসের মধ্যে রয়েছে হ্যালোজিন হেডল্যাম্প, ১২ ভোল্ট, ২১/৫ এলিডি টেল ল্যাম্প, ১২ ভোল্ট, ১০ সামনের এবং পেছনের সাইড ইন্ডিকেটর, পাস লাইট ইত্যাদি। এছাড়াও রেগুলার ফিচারস ছাড়াও এখানে রয়েছে ইউএসবি চারজিং পোট।

নতুন এই স্কুটারের রয়েছে দুটি ভিন্ন রঙ – র‍্যালী রেড এবং আইকোনিক ইয়ামাহা রেসিং ব্লু। তাই সমস্ত ফিচারস নিয়ে আলোচনা করার পর আমরা বলতে পারি যে স্কুটারটি প্রথম দর্শনেই যে কারও নজর কাড়বে।


Rate This Review

Is this review helpful?

Rate count: 12
Ratings:
Rate 1
Rate 2
Rate 3
Rate 4
Rate 5

More reviews on Yamaha Ray ZR Street Rally

ইয়ামাহা রে জেডআর স্ট্রিট র‍্যালি ব্যবহারিক অভিজ্ঞতা ৪০০০০কিমি সিয়াম
2022-07-17

মোটরবাইকের মধ্যে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে স্কুটার, কারণ এটা নিয়ে আমি খুব স্বাছন্দ্যে চলাচল করতে পারি এবং আ...

Bangla English
ইয়ামাহা রে জেডআর স্ট্রিট র‍্যালি ব্যবহারিক অভিজ্ঞতা ৬০০০কিমি ফুয়াদ
2022-07-06

আমি ফুয়াদ, বর্তমানে আমি ব্যবহার করছি ইয়ামাহার একটি স্কুটার যার নাম Yamaha Ray ZR Street Rally. এই স্কুটারটা কেনার আগে আমি অনেকগুলো...

Bangla English
ইয়ায়ামাহা রে জেড আর স্ট্রীট র‍্যালী ২১০০কিমি ব্যবাহারিক অভিজ্ঞতা আব্দুল বাতিন
2021-05-20

বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ড রয়েছে এবং ব্র্যান্ড ভেদে অনেক বাইক রয়েছে। আমার কাছে স্কুটার অনেক পছন্দের ক...

Bangla English
ইয়ামাহা রে জেডআর স্ট্রিট র‍্যালি ব্যাবহারিক অভিজ্ঞতা রিফা
2020-08-19

বাইক চালানোর শখ অনেক ছোটবেলা থেকেই ছিলো কিন্তু পারিপার্শ্বিক অবস্থার কারণে ঠিকভাবে বাইক রাইড করার ইচ্ছাটা সেভা...

Bangla English
ইয়ামাহা রে জেডআর স্ট্রীট র‌্যালী ফিচার রিভিউ
2019-03-30

ইয়ামাহা নিয়ে এসেছে তাদের নতুন স্কূটার রে যেডআর স্ট্রিট র‍্যালী। এই মডেলটি বাজারে নিয়ে আনার পূর্বে আরেকটি মডেল ...

Bangla English
Filter