Yamaha Banner
Search

English Version
2017-08-30

Yamaha Ray Z Feature Review


yamaha-ray-z-front-right


ইয়ামাহা, পৃথিবীজুড়ে বিশ্বস্ত একটি ব্র্যান্ডের নাম। এই মোটরসাইকেল কোম্পানী সর্বদা তাদের গ্রাহকদের ভাল মানের প্রোডাক্ট সরবরাহ করে এবং তাদের প্রোডাক্টগুলো আগে যেমন গুনে ও মানে টেকসই ছিল, বর্তমানেও তেমনি আছে। তাদের সেই পুরাতন প্রভাব কে কাজে লাগিয়ে তারা নতুন নতুন প্রোডাক্ট বাজারে নিয়ে আসছে। তারা গ্রাহকদের জন্য আপডেটেড এবং ভাল ফিচার সমৃদ্ধ প্রোডাক্ট নিয়ে আসার চেষ্টা করে এবং এই প্রোডাক্ট গুলো মার্কেটে বেশ সফলতার সাথে চলে।এই কোম্পানীর একটি ভাল দিক হল প্রোডাক্টের সাথে নতুন নতুন প্রযুক্তি নিয়ে আসা। প্রযুক্তির কথা বলতে গেলে আমরা সকলেই ইয়ামাহার ব্লু-কোর প্রযুক্তি সম্বদ্ধে অবগত আছি। ভাল মাইলেজ , অসাধারণ পারফরমেন্স তারা এই প্রযুক্তির মাধ্যমে নিয়ে এসেছে এবং এই প্রযুক্তি নিয়ে তারা বেশ সফলতার সাথে বাজারে ব্যবসা করে আসছে।

দিনে দিনে তারা শুধুমাত্র মোটরসাইকেল পাশাপাশি তাদের কিছু স্কুটার আছে সেগুলো নিয়ে তারা গ্রাহকদের সামনের হাজির হচ্ছে যেগুলোর বেশ ভাল কোয়ালিটি ফিচার রয়েছে। তাদের নতুন একটি স্কূটার যেটা খুব সম্প্রতি বাজারে এসেছে তার নাম হল
Yamaha Ray Z । ইয়ামাহা দাবি করে যে তাদের এই স্কুটারটিতে গ্রাহকদের প্রয়োজনীয় সকল ফিচার রয়েছে এবং সেই সাথে ব্লু-কোর প্রযুক্তি যোগ করা হয়েছে। চলুন দেখে আসি কি কি ফীচার দিয়ে সমৃদ্ধ স্কুটার।





yamaha-ray-z-design-dimension

ডিজাইন এবং ডাইমেনশন
ইয়ামাহা চেষ্টা করেছে তাদের এই স্কূটারটিতে বেশ ভাল ডিজাইন এবং বডি ডাইমেনশন দেওয়ার কারণ দুটো একে অপরের সাথে সম্পর্কযুক্ত। বডি ডাইমেনশনের দিক বলতে গেলে স্কূটারটিতে রয়েছে লম্বায় ১৮৩৫ মিমি, চওড়ায় ৬৭৫মিমি এবং উচ্চতায় ১০৯০ মিমি।এর পাশাপাশি স্কুটারটিতে রয়েছে ১২৭০ মিমি এর হুইলবেজ, ১২৮ মিমি গ্রাউন্ড ক্লিয়রারেন্স এবং সিট হাইট ৭৬০ মিমি। সব কিছু মিলিয়ে ডাইমেনশনে কোন প্রকার ঘাটতি নেই বলা চলে।
অন্যদিকে স্কুটারটিতে চমৎকার ডিজাইন রয়েছে। ইয়ামাহা স্কূয়ারটি আরও আকর্ষণীয় করা জন্য ভাল আউটলুক এবং ডিজাইন দেওয়ার চেষ্টা করেছে। সুন্দর ডুয়েল টোন কালার, বড় কার্বন প্যাটার্ন এর সাথে আরামদায়ক সিটিং পজিশন স্কুটারটির সিট কে একজন রাইডারের জন্য বেশ আরামদয়ক করে তুলেছে। টেল ল্যাম্প জুড়ে অ্যালুমিনিয়াম রেয়ার উইন্ড গ্র্যাব বার স্কুটারটির ডিজাইনকে আরও সুন্দর করে তুলেছে সাথে স্পোর্টস গ্রাফিক্স , মোটা হেড ল্যাম্প ও স্টাইলিশ মিটার বেশ ভাল লুক এনে দিয়েছে। সব মিলিয়ে ডিজাইন এবং ডাইমেনশন দিক দিয়ে স্কুটারটি বেশ আপডেটেড।

ইঞ্জিন
ইঞ্জিনের বিষয় বলতে গেলে ইয়ামাহা সবসময়ই তাদের প্রোডাক্ট গুলোতে ভাল মানের ইঞ্জিন সরবরাহ করে থাকে। RAY Z রয়েছে পাওয়ারফুল ১১৩ সিসির এয়ার কুল্ড, ৪ স্ট্রোক ইঞ্জিন যেটা ম্যাক্স পাওয়ার ৭.২ পিএস দিয়ে ৭৫০০ আরপিএম ৮.১ এন এম দিয়ে ম্যাক্স টর্ক তৈরি করতে সক্ষম। এই ইঞ্জিন খুব ভাল স্টার্ট-আপ এক্সসেলেরেশন এবং ভাল মাইলেজের সাথে ভাল পিক আপ রেসপন্স সরবরাহ করে থাকে। ইঞ্জিনটি তৈরি করা হয়েছে ইয়ামাহা নতুন ইঞ্জিন ধারনা নিয়ে যেটার নামকরন করা হয়েছে ব্লু-কোর টেকনোলজি হিসেবে পরিচিত । এই ব্লু-কোর টেকনোলজি ভাল পারফরমেন্সের পাশাপাশি ভাল মাইলেজ সরবরাহ করে। স্কুটারটির ইঞ্জিন চালু করার জন্য ইলেকট্রিক এবং কিক দুটি স্টার্ট অপশন রয়েছে।




yamaha-ray-z-meter-tire-brake-seat

সাসপেনশন এবং ব্রেকিং
সাসপেনশনের দিক বলতে গেলে সামনের দিকে রয়েছে টেলিস্কোপ ফ্রক সাসপেনশন যেটা বেশ ভাল ঝাঁকুনি সহ্য করে নিতে পারে যার ফলে সুন্দর ভাবে সামনের হ্যান্ডেল কন্ট্রোল করা যায়। পেছনের দিকে রয়েছে ইউনিট সুয়িং সাসপেনশন যেটা পেছনের ঝাঁকুনি স্মুথলি কমিয়ে নিয়ে আসে।
অন্যদিকে এই স্কূটারটিতে বেশ ভাল মানের স্কূটার টায়ার লক্ষ্য করা যায়। উভইদিকেই 90/100-10 (53J) টিউব লেস টায়ার রয়েছে। দুটি টায়ারই ১০ ইঞ্চি সিট মেটাল টাইপ হুইলে অবস্থিত।

ইলেক্ট্রিক্যাল এবং ইন্সট্রুমেন্ট প্যানেল
এই স্কূটারের ইলেক্ট্রিক্যাল সাইড বলতে গেলে বেশ আপডেটেড। 12V, 35W/35W X1 এর সামনের হ্যালোজিন বাল্ব , এলিডি সাইড ইনডিকেটর, পাওয়ারফুল এলিডি টেল ল্যাম্প, 12V এর ইলেক্ট্রিক স্টার্ট অপশন, AH(10H) এর মেন্টেনেন্স ফ্রি ব্যাটারি যেগুলো এই স্কুটারটির ইলেক্ট্রিক দিক একেবারেই পরিপূর্ণ করে তুলেছে। স্পীডো মিটারে কিছু গুরুত্বপূর্ণ ফিচারস রয়েছে যেমন এনালগ স্পিডোমিটার, ফুয়েল গেজ, লো ব্যাটারি ইনডিকেটর ইত্যাদি এবং পুরো মিটার প্যানেলটিতে রয়েছে এনালগ ডিজাইন।





yamaha-ray-z-front-view

স্কুটারটিতে নতুন কি আছে?
- টেকসই করার জন্য আছে টেলিস্কোপ সাসপেনশন
- মিটারটি দেখতে স্টাইলিশ
- পেছনের উইং গ্র্যাব বার অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি।
- কার্বন প্যাটার্ন মিটার ডিজাইন
- কার্বন প্যাটার্নের সাথে আরামদায়ক সিটিং পজিশন।




yamaha-ray-z-rear-left

শেষকথা
সমস্ত ফিচার দেখে বলা যেতে পারে যে এই স্কুটারটিতে বেশ আধুনিক ফিচার এবং প্রয়োজনীয় সকল ফিচার রয়েছে যেটা খুব সহজেই একজন রাইডারকে আকৃষ্ট করবে। এই স্কুটারটির ইঞ্জিন বেশ ভাল এবং শহরে চলাচলের জন্য বেশ উপযোগী এবং যার ফলে এর মাইলেজ আনুমানিক ৬০ কিমি প্রতি লিটারে ও টপ স্পীড ৮০ কিমি প্রতি ঘন্টায় দিয়ে থাকে। ইয়ামাহার এই স্কুটারটির ৪ টি ভিন্ন ভিন্ন কালার রয়েছে। সেগুলো হল Regal Red, Astral Blue, Moon Walk White এবং True Blue।


Rate This Review

Is this review helpful?

Rate count: 12
Ratings:
Rate 1
Rate 2
Rate 3
Rate 4
Rate 5

More reviews on Yamaha Ray Z

2017-08-30

ইয়ামাহা, পৃথিবীজুড়ে বিশ্বস্ত একটি ব্র্যান্ডের নাম। এই মোটরসাইকেল কোম্পানী সর্বদা তাদের গ্রাহকদের ভাল মানের প...

Bangla English
2017-08-30
Filter