Sunra
Yamaha Banner
Search

Yamaha R15 V3 ব্যবহারিক অভিজ্ঞতা Al-Amin Hasan

English Version
2024-09-23

Rating Parameters (out of 10)

Design

Comfort

Fuel Efficiency

Technology

Value For Money

About The Reviewer

Owned For1 Year+

yamaha-r15-v3-user-exprience-al-amin-hasan-1727079026.webp

Yamaha R15 V3 বাইক টি প্রত্যেক রাইডার এর জন্য এক স্বপ্নের বাইক। আমার ক্ষেত্রেও এর কোন বাতিক্রম নয় । আমিও বাইক রাইড করতে অনেক পছন্দ করি আমারও অনেক পছন্দের বাইক ড্রিম বাইক এক কথায়। বাইক প্রত্যেকটি ছেলের জন্য আবেগ যা আমার কাছে অনেক বেশি ।বাইক নিয়ে কিছু তথ্য শেয়ার করবো বাইকের ভালো মন্দ দিক নিয়ে আমার অভিজ্ঞতা তুলে ধরবো এখন পর্যন্ত ২ বছরে আমি ৩২০০০ কিলোমিটার রাইড করেছি বাইক

বাইকের ভালো দিকঃ

* ইয়ামাহা বাইক ভালো লুকের পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করে ।সামনের হেডল্যাম্প থেকে শুরু করে পেছনের টেল ল্যাম্প পর্যন্ত সব কিছু একদম নিখুঁতভাবে ডিজাইন করেছে ইয়ামাহা ।

*এদিকে এই বাইকের কালার কম্বিনেশনটাও অনেক সুন্দর। আমার বাইকটার রঙ ডার্ক নাইট যেটা আমার অনেক ভালো লাগে দেখতে।

*ভালো পারফরমেন্স এর পাশাপাশি ভালো মাইলেজ দিচ্ছে আমাকে যা নিয়ে আমি সন্তুষ্ট সিটির মধ্যে ৪৫+ এবং হাইওয়ে তে ৫০+ কিলোমিটার মাইলেজ পাচ্ছি ।

*টপ স্পিড অর্থাৎ যা আমার কাছে রাইডার হিসেবে অনেক ভালো লাগে বাকি ভার্সন গুলতে সমস্যা হলেও হতে পারে কিন্ত আমার কাছে সব সময় টপ স্পীড দেই আমি সর্বোচ্চ ১৩৫ কিলোমিটার পর্যন্ত গতি উঠিয়েছি ।

* এসিস্ট ক্লাচ স্লিপার সব মিলিয়ে ইঞ্জিন থেকে আমি খুব ভালো শক্তি ও এক্সেলেশন পাই।




বাইকের মন্দ দিকঃ

*বাইকের ভালো দিকের পাশাপাশি মন্দ দিক রয়েছে তবে আমার কাছে বাইকের যে বিষয় তা একটু খারাপ লেগেছে বাইকের সিটিং পজিশন ও হ্যান্ডেলবার।

*হ্যান্ডেলবারটা বেশ নিচু এবং সিটিং পজিশনের সাথে একটু হেলে রাইড করতে হয় যার ফলে কব্জিতে অনেক ব্যথা অনুভব করি।

*বিশেষ করে শহরের রাস্তায় আমি এটা বেশি অনুভব করি কারণ শহরের ট্র্যাফিকের মধ্যে চলাচল করতে গেলে কব্জি অনেক বেশি ব্যথা করে। যা আমার কাছে একটু বিরক্তিকর ও কষ্ট সাধ্য মনে হয়েছে ।

এই বাইকটা কিনতে চান তারা অবশ্যই এই বাইক কিনতে পারেন ।আশা করি আপনাদের কাছে আমার রিভিউ ভালো লেগেছে, ধন্যবাদ সবাইকে।

Rate This Review

Is this review helpful?

Rate count: 1
Ratings:
Rate 1
Rate 2
Rate 3
Rate 4
Rate 5

More reviews on Yamaha R15 V3 Dark Knight

Yamaha R15 V3 Dark Night ফিচারস রিভিউ
2026-01-01

ইয়ামাহা মোটরসাইকেল ব্র্যান্ড তাদের স্পোর্টস বাইকের জন্য বিশ্বব্যাপী সুপরিচিত, বিশেষ করে তাদের R15 সিরিজটি তরুন ...

Bangla English
Yamaha R15 V3 ব্যবহারিক অভিজ্ঞতা Al-Amin Hasan
2024-09-23

Yamaha R15 V3 বাইক টি প্রত্যেক রাইডার এর জন্য এক স্বপ্নের বাইক। আমার ক্ষেত্রেও এর কোন বাতিক্রম নয় । আমিও বাইক রাইড করতে ...

Bangla English
ইয়ামাহা আর১৫ ভি৩ ডার্ক নাইট ৪৬০০কিমি ব্যবহারিক অভিজ্ঞতা হাসিবুর রহমান
2021-04-11

ইয়ামাহা আরওয়ানফাইভ ভার্সন ৩ বাইকটা কেনার শখ আমার অনেক আগে থেকেই ছিলো। আমি অনেক বাইক ব্যবহার করেছি এবং সেই সকল বাই...

Bangla English
ইয়ামাহা আর১৫ ভি৩ ডার্ক নাইট ২৬০০কিমি ব্যবহারিক অভিজ্ঞতা রাজিব হোসেন
2021-03-21

যে কোন বাইক প্রেমী কে যদি জিজ্ঞেস করা হয় যে ইয়ামাহা কেমন ব্র্যান্ড। তাহলে আমার মতে তাদের থেকে উত্তর আসবে ইয়ামাহা ...

Bangla English
Filter