Is this review helpful?
Rate count: 7Ratings:
Rating Parameters (out of 10)
About The Reviewer
| Owned For | 3 Months to 1 Year |
| Ridden for | 1000-5000km |

আমি অনেক দিন যাবত বাইক রাইড করি। অনেকগুলো বাইক রাইড করার পর আমি TVS Apache RTR 4V ABS বাইকটা নজরে আসে। এরপর থেকেই আমার ভালো লাগা শুরু হয় এবং বাইক রাইড করার পর আমার এই বাইকটা কেনার ইচ্ছা জাগে। সব কিছু বিবেচনা করে আমি বাইকটা কিনি এবং বিগত ৪ মাস যাবত আমি ব্যবহার করছি। এই ৪ মাসে আমি বাইকটা ৩৮০০ কিমি রাইড করেছি এবং কিছু ভালো মন্দ দিক পেয়েছি। আমার এই বাইকটা ব্যবহার করে কেমন মনে হয়েছে সেগুলো আপনাদের সাথে আলোচনা করবো।
TVS Apache RTR 4V ABS বাইকটা ব্যবহার করে আমি যে সকল ভালো দিক লক্ষ্য করেছি
TVS Apache RTR 4V ABS বাইকটা ব্যবহার করে আমি যে সকল সমস্যা পেয়েছি
এইছিলো আমার বাইক TVS Apache RTR 4V ABS নিয়ে আমার ভালো মন্দ অভিজ্ঞতা। আমি যে মন্দ দিকগুলো পাচ্ছি সেগুলো আপনারা নাও পেতে পারেন। ধন্যবাদ সবাইকে।
Is this review helpful?
Rate count: 7
আমি অনেক দিন যাবত বাইক রাইড করি। অনেকগুলো বাইক রাইড করার পর আমি TVS Apache RTR 4V ABS বাইকটা নজরে আসে। এরপর থেকেই আমার ভালো লাগা...
Bangla Englishকেন এপাচি ৪ভি এবিএস বাইক নিলাম? টিভিএস এপাচি আরটিআর ৪ভি এবিএস বাইকটার লুক প্রথমেই নজর কেড়ে ছিল। সেই সাথে মাত্র ২...
Bangla English