
আমি মোঃ বোরহান, একজন ছাত্র। ছাত্র জীবনে সবারই কম বেশি বাইকের প্রতি একটা টান থাকে এবং এর ব্যতিক্রম আমিও নই। যখন থেকে বাজারে সুজুকি জিক্সার সিরিজ বাজারে আসে থার পরে থেকেই এ বাইকগুলোর প্রতি ভালোলাগা কাজ করতো এবং মনে হতো বাইক কিনলে আমি সুজুকি কিনবো বিশেষ করে Gixxer SF. যখন বাসা থেকে বাইক কিনে দেয়ার জন্য রাজি হলো তখন আর কিছু চিন্তা না করে Gixxer SF FI ABS বাইক টা কিনেছিলাম এবং বেশ কিছুদিন খুব ভালোভাবেই রাইড করি তার পরে বিষেষ কিছু কারনে আমাকে বাইক টা বিক্রয় করে দিতে হই। যখন আবার বাইক কেনার সময় হল তখন বাজারে হাইয়ার সিসি বাইকের সমারহ। এতো বাইকের ভিড়ে আমার চোখ আবার আটকে গেলো Suzuki Gixxer SF 250 তে। ঠিক আগের মতোই কোন কিছু না ভেবে বাইক টা ক্রয় করি প্রায় তিন মাস আগে এবং এ পর্যন্ত প্রায় ২৫০০ কিমি রাইড করি। আজ আমার দেখা এ বাইকের কিছু ভালো আপনাদের সাথে শেয়ার করবো।
ভালো দিক সমুহঃ
১। এ বাইকের কন্ট্রোল এক কথাই অসাধারন। যে কোন পরিস্থিতিতে খুব সহজে কন্ট্রোল করা যায়।
২। বাইকের ব্রেকিং অনেক গুরুত্বপূর্ন একটি জিনিস এবং আমি জোর দিয়ে বলতে পারি এ বাইকের ব্রেকিং অনেক ভালো।
৩। বাইকের লুক অনেক মাস্কুলার এবং আকর্ষনীয় সাথে পারফরমেন্স ও অনেক ভালো।
যেহেতু আমি মাত্র ২৫০০ কিমি রাইড করেছি এবং এ সময়ের মধ্যে এ বাইক থেকে আমি খারাপ বলার মতো কোন দিন খুজে পাই নি। তবে ক্লাচ এবং গিয়ার টা একটু হার্ড যা আমার মনে হই আস্তে আস্তে ঠিক হয়ে যাবে।
২৫০সিসি হিসেবে আমি আমার বাইক থেকে যে মাইলেজ পাই তা সত্যিই সন্তোষজনক। আমার বাইক থেকে আমি শহরে মাইলেজ পাই ৩৩ এবং হাইওয়েতে ৩৫+ যা আমার কাছে যথেষ্ট বলে আমি মনে করি।
আমি একদিনে প্রায় ১৪০ কিমি রাইড করেছি এবং এ যাত্রাই আমার সর্বোচ্চ গতি ছিলো ৯৫। ১৪০ কিমি রাইড করার পরে আমি কোন ধরনের ক্লান্তি বা ব্যাক পেইন অনুভব করি নি এবং ৯৫ গতিতে বাইক অনেক স্ট্যাবল ছিলো।
পরিশেষে বলতে চাই, যারা ভালো লুক, পারফর্মেন্স এবং মাইলেজের কমপ্লিট প্যাকেজ চান তারা এ বাইক টার কথ মাথাই রাখতে পারেন।