
Suzuki Gixxer SF বর্তমানে যে বাইকগুলো বাইকারদের বেশি আকার্ষন করে সে সকল বাইকগুলোর মধ্য অন্যতম একটি বাইক হচ্ছে Suzuki Gixxer SF। আমি শুভো একজন বাইক প্রেমী। আমি গতো দেড় বছর আগে আমার এই Suzuki Gixxer SF বাইক টি কিনেছিলাম এবং এখন পর্যন্ত প্রায় ১৫,০০০কিমি রাইড করেছি কোন ধরনের বড় কোন প্রব্লেম ছাড়া।
এ বাইকের আগে আমার Pulsar NS160 ছিলো, যা আমি বিক্রি করে আমার Suzuki Gixxer SF কিনেছি। আমার শুরু থেকেই Suzuki Gixxer SF বাইক্টি পছন্দ ছিলো, তাহলে এখন প্রশ্ন করতে পারেন আমি কেন Pulsar NS160 কিনেছিলাম। আসলে যখন আমি বাইক কেনার সিদ্ধান্ত নিয়েছিলাম তখন আমার জেনার আশে পাশে কোথাও Suzuki Gixxer SF বাইক পাও্যা যাচ্ছিলো না। ফলে আমি Pulsar NS160 কিনি পরে যখন বাইক পরিবর্তন করার কথা মাথায় আসে তখন আমি আমার পছন্দের বাইকে সিফট করি।
আমি আগেই বলেছি আমি প্রায় দেড় বছর ধরে আমার এই Suzuki Gixxer SF বাইক্টি ব্যবহার করছি এবং এই দেড় বছরে প্রায় ১৫,০০০কিমি রাইড করেছি। এই দীর্ঘ যাত্রাই আমার বাইকের ভালো এবং খারাপ অভিজ্ঞতাগুলো আপনাদের সামনে তুলে ধরছি।

বাইকের ভালো দিক গুলোর মধ্যে প্রথমেই আমি বলতে চাই, এ বাইকের ইঞ্জিনের সাউন্ড এর কথ। আমার এ বাইকের সাউন্ড অনেক স্মুদ যা আমার অনেক ভালো লাগে। যে কোন রাস্তায় বাইকের সকাপ থেকে অনেক ভালো সাপোর্ট পাই। ১৫০ সিসি হিসেবে অনেক শক্তিশালী একটা বাইক এবং অনেক বেশি কম্ফোর্টেবল।
আসলে এ বাইকের বলার মতো তেমন খারাপ কোন দিক নেই, তবে গিয়ার লিভার টা অনেক শক্ত এবং গিয়ার চেঞ্জের সময় যে শব্দটা হয় তা অনেক বেশি বিরক্ত লাগে।
আমার বাইক থেকে আমি শহরের মধ্যে ৩৮ এবং হাইওয়েতে ৪০+ মাইলেজ পাই যা আমার কাছে পারফেক্ট বলে মনে হই।
আমি আমার Suzuki Gixxer SF একটানা ১১০ কিমি চালিয়েছি এবং এ পুরো যাত্রায় ইঞ্জিন একটু ওভারহিট ছাড়া আর কোন প্রব্লেম আমি ফেস করিনি।
আমার এ বাইকের মেন্টেনেন্স কষ্ট অন্যন্য ব্র্যান্ডের তুলোনায় অনেক কম, যার জন্য আমি অনেক খুশি এবং আমি ভবিষ্যতে আমি যদি আমার এই বাইক টা পরিবর্তন করি তাহলে আমি Suzuki GSXR নোট চাই।