বেশ কিছুদিন ধরেই খুজছিলাম ভালো পারফর্মেন্স এর পাশা পাশি ভালো মাইলেজ দিবে এমন একটা বাইক। এবং কিছুদিনের মধ্যে পেয়ে ও যায় মাইলেজ ভালো সাথে পারফরমেন্স ও বেশ ভালো HONDA SP 125 বাইক । তাই দেরি না করে ক্রয় করে ফেলি আমার নিকটবর্তী বাইক শোরুম থেকে। প্রায় ৮ মাস এ আমি ৫৫০০ কিলোমিটার রাইড করেছি তাই আজ আমার বাইক সম্পর্কে কিছু অভিজ্ঞতা শেয়ার করবো।
HONDA SP 125 বাইকের ভালো দিকঃ
● সর্ব প্রথম যেটা সেটা হল বাইকের মাইলেজ অসাধারণ লেগেছে আমি সিটিতে ৬০ এবং হাইওয়েতে ৬২+ মাইলেজ পাচ্ছি ।
● HONDA SP 125 এর আউটলুক যে কারো নজর কারবে বলে আমি মনে করি মাইলেজ দেখে নিলেও বাইকে আউটলুক বেশ ভালো।
● ব্রেকিং নিয়ে আমার কোনধরনের বিরুপ মন্তব্য নেই আমাকে ভালো সাপোর্ট দিয়ে যাচ্ছে।
● HONDA SP 125 বাইকে ডিজিটাল মিটার রয়েছে যা অন্যান্য বাইকে নেই বলতে গেলে সেই দিক থেকে ভাবলে বিষয়টি অনেক ভালো লাগে।
● ফুয়েল ইনজেকশন অর্থাৎ Fi রয়েছে যা বাইকের পারফর্মেন্স কে ধরে রাখে জ্বালানি সাশ্রয় করতে সফল হয়।
HONDA SP 125 কিছু মন্দ দিকঃ
● Gear shifting এ বেশ কিছু সমস্যা পেয়েছি রাইডিং করা অবস্থায় যা বেশ বিরক্তিতে ফেলছে।
● আমার কাছে সিটিং পজিশন ভালো লাগেনি পিলিওনের সিটিং পজিশন ভালো হলেও রাইডিং এর সিটিং পজিশন ভালো হতে পারতো।
● বেশ কিছুদিন ধরে পিছনের চাকায় সাস্পেন্সনের একটু সমস্যা পাচ্ছি।
● সেই সাথে ইঞ্জিন হিটিং এর একটু সমস্যা পাচ্ছি যা বেশ সময় ধরে ভোগাচ্ছে।
সব মিলিয়ে বলতে গেলে আমার কাছে বেশ ভালো লেগেছে HONDA SP 125 বেশ ভালো পারফর্মেন্স দিচ্ছে মাইলেজের পাশাপাশি যারা ক্রয় করতে চান ক্রয় করতে পারেন । আমি এই বাইক নিয়ে সন্তুষ্ট। আশা করি সবার ভালো লাগবে আমার অভিজ্ঞতা। ধন্যবাদ সবাইকে।