Yamaha Banner
Search

English Version
2016-07-17

KEEWAY RKS125 Motorcycle Ownership Review by Maruf Rumi


KEEWAY RKS125আমার মোটরসাইকেল হাতেখড়ি সেই ২০০৪ সালে হোন্ডা সিডি৮০ দিয়ে। পরবর্তিতে পরিবারের আত্নীয়স্বজনদের পালসার, আরটিআর, এফজেড ব্যবহরা করেছি অনেকদিন। নিজের প্রথম বাইক কেনা ২০১২ সালে KEEWAY RKS125। বাইকটার লুকটা খুউবই ভালো লেগেছিলো। শোরুমে গিয়ে দেখার পর সাইজ দেখে মনে হলো খুব ভালো ডিজাইন কারন বাইকটার সাইজ, শেপ খুব স্ট্যান্ডার্ড মনে হচ্ছিলো। প্রথম দেখাতেই ১টা KEEWAY RKS125 নিয়ে নিলাম। কয়েকদিন খুব খাপার লেগেছিলো, যেই শুনে সেই বলে চায়না বাইক কখনও ভালো হয় না।৩মাসও টিকবে না।

ব্যবহার করে তেমন মনে হচ্ছিলো না। পিকআপ, স্পীড, কন্ট্রোল, ব্রেকিং, ব্যালেন্স সবই ভালো মনে হচ্ছঠিলো। তারপরেও সময় নিলাম, কাউকে কিছু বললাম না। মনে হয় এবার একটু বলা দরকার। ১,৪৫,০০০ কিমি এরও বেশি চালেয়ছি। এবারের ঈদের আগে প্ল্যান করেছিলাম এটাকে নতুন করে সাজাবো। যা ভাবা সেই কাজ, ঈদের ৩-৪দিন আগে প্রায় ৫০হাজার টাকার পার্টস চেন্জ করলাম Speedoz Ltd এ গিয়ে। ১,৪৫,০০০ চলার পরেও ইজনজিনে তেমন কিছু করা হয়নি। নতুন পার্টসগুলো সেট করার পরে মনে হচ্ছিলো বাইকটা আবার নতুন করে চালানো শুরু হলো। ৪বছর পরে আবার কিছু পার্টস চেন্জ করে এটাকে রিচার্জ করে নিলে আবারো নতুনের মতো চলবে মনে হয়।

মেজর প্রবলেম এর মধ্যে ১,৩২,০০০ কিলোমিটার এ মিটার নষ্ট হয়ে গেছিলো। এরমধ্যে ৪বছরে ব্যাটারী ১বারের জায়গায় ৩বার চেন্জ করা লাগছে। এছাড়া আর তেমন কোনো প্রবলেমে পড়ি নাই।

বাইক একটা মেকানিক্যাল জিনিস, যত্ন নিলে টিকে অনেকদিন। সাথে প্রোডাক্টের কোয়ালিটি থাকলে আরো বেশি টেকে। KEEWAY RKS125 ব্যবহার করে মনে হলো বাইকটি চায়না থেকে নয়, যেন ইটালী থেকেই আসা :) ।

অধিকাংশ চাইনিজ ইলেকট্রনিক্স পন্য ব্যবহার করলে কারো সমস্যা হয় না, কিন্তু চাইনিজ বাইক ব্যবহার করলেই এতো এর পিছনে লাগা ঠিক না। চায়না ভালো খারাপ সবই বানায়, যেমন চাই, তেমনটাই বানায়ে দেয়। KEEWAY এর মতো ব্রান্ড যেটা পুরা পৃথিবীতে ব্যবসা করে। তারা তাদের কোয়ালিটি ঠিক রাখবে, প্রোডাক্ট যেখানই বানাক। আমার KEEWAY RKS125 দিয়ে বহুদিন পালসার, আরটি্আর এফজেডএস এর সাথে কমপিটিশন করেছি এবং সব সময়ই বিষয়টি চালেন্জিং ছিলো। ১২৫সিসি বাইক হিসেবে তাদের সাথে প্রায় সমান ভাবেই পাল্লা দিয়ে গেছে।

দাম বেশি আর ইনডিয়ান বাইক হলেই ভালো বাইক হবে এমন কোনো কথা নাই, আমার আর আমার KEEWAY RKS125 এর জন্য দোয়া করবেন যেন আরো অনেক বছর একসাথে থাকতে পারি।



Rate This Review

Is this review helpful?

Rate 1
Rate 2
Rate 3
Rate 4
Rate 5

More reviews on Keeway Superlight 125

2016-07-17

আমার মোটরসাইকেল হাতেখড়ি সেই ২০০৪ সালে হোন্ডা সিডি৮০ দিয়ে। পরবর্তিতে পরিবারের আত্নীয়স্বজনদের পালসার, আরটিআর, এফ...

Bangla English
2016-07-17
Filter