Sunra
Yamaha Banner
Search

Honda Hornet 2.0 ব্যবহারকারী রিভিউ আবিদসিদ্দিক

English Version
2024-10-26

Rating Parameters (out of 10)

Design

Comfort

Fuel Efficiency

Technology

Value For Money

About The Reviewer

Owned For0 to 3 months
Ridden for0-1000km

honda-hornet-2-0-user-review-by-abid-siddique-1729926071.webp

আসসালামুয়ালাইকুম, আমি আবিদ সিদ্দিকি, আমি নওগাঁ জেলার একজন বাসিন্দা, আমার নিত্য দিনের কাজের জন্য বাইক ব্যবহারকরি, তবে বাইকের প্রতি আগ্রহ আমার ছোটবেলা থেকেই, এছাড়া আমিআমার বাইক নিয়ে দেশের বিভিন্ন জায়গায় ট্যুর দিয়েছি, এবং এটি আমার শখের বিষয়। আজকে আমিআপনাদেরসাথেশেয়ার করবো আমারনতুন বাইক Honda Hornet 2.0 ব্যবহারের অভিজ্ঞতা নিয়ে, এবং পূর্বের বাইকের চেয়েকেনোআমি এই বাইকে শিফট হয়েছি এই সব নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করবো, চলুন শুরু করি।

পূর্বের বাইক থেকে এই বাইকেশিফট হওয়ার কারনঃ

এর পূর্বে আমি বাংলাদেশের মধ্যে বেশ জনপ্রিয় একটি বাইক Yamaha FZ-S V3 বাইকটিব্যবহার করতাম, তবে ওই বাইকের সব কিছু ঠিক থাকার সত্ত্বেও আমার কাছে এর ইঞ্জিন পাওয়ার কমানো হয়েছে, বিশেষ করে আমি যখন ট্যুরে থাকি এবং হাইওয়েতে বাইক রাইড করি তখন অন্য যানবাহনকে অভার টেক করার ক্ষেত্রে আমার কাছে বাইকের পাওয়ার কমমনে হতো, বিশেষ করে বড় যানবাহনের ক্ষেত্রে এটিল ক্ষকরেছি ,তাই এই বাইকটি পরিবর্তনের সিধান্ত নেই এবং বর্তমানে এই বাইকে শিফট হই।

এখনআমিআপনাদেরসাথেHonda Hornet 2.0বাইকটির কিছু ভালো ও মন্দদিকশেয়ার করবো।

ভালো দিকঃ

• এই বাইকের লুকসআমারকাছেবেশ ভালো লেগেছে, বাইকটিযখনইন্ডিয়াতেলঞ্চহয়তখনইআমি এই বাইকটিকেনারসিধান্তনেই, এর লুকস এবং ডিজাইনআমারকাছেসবচেয়ে ভালো লেগেছে।

• বাইকটির Front USD Suspension বাইকের লুকসআরো বেশি আকর্ষণীয় ও সুন্দর করে তোলে, এবং এটিবেশস্মুথমনেহয়েছেআমারকাছে, ভাঙা রাস্তায় খুবসহজেইএটির মাধ্যমে চলাচলকরা যায়।

• Honda Hornet 2.0 এর ব্রেকিংআমারকাছেখুবই ভালো লেগেছে এর Single Channel ABS বাইক নিরাপদেব্রেক করতে হেল্প করে, এছাড়া এর রেয়ারব্রেক ও বেশ ভালো এবং সহজেইচাকালকহয়না।

• এই বাইকটিব্যবহার করে আমিএখন পর্যন্ত ভালো মাইলেজপাচ্ছি, আমিশহরে ৪৫ এবং হাইওয়েতে ৪৮ এর মতমাইলেজপেয়েছি, যা একটি ১৮৫ সিসি বাইক হিসাবেযথেষ্ট ভালো মনেহয়েছে।

• বাইকটির ইঞ্জিন অনেক বেশি স্মুথ এবং এর পাওয়ার এবং টর্ক আমার কাছে পর্যাপ্ত মনে হয়েছে, বিশেষ করে ৬০-৭০ স্পিডের পরে এর স্মুথনে সঅনেকাং শেবেড়ে যায়।

• বাইকের বিল্ড কোয়ালিটি এবং এর কালারকোয়ালিটিআমারকাছেবেশপছন্দহয়েছে এবং ১৫০ সিসি বাইকের তুলনায়বেশ ভালো মনেহয়েছে।

• এই বাইকের মেইন্টেনেন্স খরচ কম মনেহয়েছে, এবং সবমিলিয়ে আমার কাছে মনে হয়ে এটিএকটি ভ্যালুফর মানি বাইক।



মন্দদিকঃ

• এখন পর্যন্ত আমারকাছে এই বাইকের তেমন খারাপ কোনো দিক লক্ষকরিনি, তবে নতুন বাইক হওয়ায় এর ইঞ্জিন বেশ গরম হচ্ছে।

• পেছনে রব্রেক হিসাবে ABS থাকলে ভালো হতো।

এই ছিলোবাইকটি আমার ব্যবহারে রঅভিজ্ঞতা, যেহেতু বাইকটি নতুন তাই এই বাইকটি অনেকেই কিনতে আগ্রহী, আপনারা যদি কিনতেচান তবে আমি সবাইকে রেকোমেন্ড করবো,আমার কাছে বাইক টিবেশ ভালো লেগেছে, আশা করি আমার রিভিউ দেখে কেউ উপকৃত হয়েছেন, ধন্যবাদ।

Rate This Review

Is this review helpful?

Rate count: 5
Ratings:
Rate 1
Rate 2
Rate 3
Rate 4
Rate 5

More reviews on Honda Hornet 2.0

হোন্ডা হরনেট ২.০ রিভিউ - গাজিউর রহমান
2025-12-28

আমার Horent 2.0 বাইকটি আমি প্রায় ১৪ মাসে ১২,০০০ কিমি রাইড করেছি। আমার মনেহই একটা বাইক কে জানা বা বোঝার জন্য এ সময় টা যথেষ্...

Bangla English
Honda Hornet 2.0 ব্যবহারকারী রিভিউ আবিদসিদ্দিক
2024-10-26

আসসালামুয়ালাইকুম, আমি আবিদ সিদ্দিকি, আমি নওগাঁ জেলার একজন বাসিন্দা, আমার নিত্য দিনের কাজের জন্য বাইক ব্যবহারকর...

Bangla English
Filter