Yamaha Banner
Search

হোন্ডা সিবি শাইন এসপি ফীচার রিভিউ

English Version
2019-07-24

হোন্ডা সিবি শাইন এসপি ফীচার রিভিউ


Honda-CB-Shine-SP-Features-Review

কমবেশি আমরা সকলেই হোন্ডা মোটরসাইকেলের কোয়ালিটি নিয়ে অবগত আছি। সারা বিশ্বব্যাপী ব্যাপক গ্রাহক এই কোম্পানীর রয়েছে এবং সকল গ্রাহকদের তাদের প্রডাক্টগুলো নিয়ে বেশ সন্তুষ্ট। হোন্ডা শাইন এসপি( স্পেশাল) হচ্ছে হোন্ডার ১২৫ সিসি প্রিমিয়াম মোটরসাইকেল। এটা পুরাতন হোন্ডা শাইনের সাথে নতুন একটি ধারণা যোগ করেছে এবং এখানে একই ইঞ্জিন ব্যবহার করা হয়েছে যা কমিউটার প্রেমি বাইকাদের টার্গেট করে তৈরি হয়েছে। শাইন এসপি তৈরি করার পেছনে কারণ হচ্ছে পূর্বের থেকে আরও বেশি শাইনি লুক,মাস্কুলার বডি, তেল সাশ্রয়ী পাশাপাশী হোন্ডার মজবুত বিল্ড কোয়ালিটি ও টেকসইয়ত্ত্ব। পূর্বের মডেলের থেকে এখানে কী কী ভিন্নতা রয়েছে তা এক পলক দেখে নেওয়া যাক।

মুল ফিচারসের মধ্যে রয়েছে
-স্প্লিট এলয় হুইল
-স্পোর্ট গ্রাফিক্স
-ডিজিটাল এনালগ মিটারের সাথে সার্ভিস ডিউ ইন্ডিকেটর এবং ঘড়ি
-৫ স্পীড ট্রান্সমিশন গিয়ার বক্স
-লো রোলিং রেসিস্টেন্টস টায়ার
-১২৫ সিসি এইচইটি ইঞ্জিন
-লো মেইন্টেনেন্স সিল চেইন সেট
-স্পোর্ট ট্যংকার


লুকস
বাইকটির ফুয়েল ট্যংক পূর্বের মডেলের থেকে আরও বেশি মাস্কুলার করা হয়েছে যা বাইকটির লুক আরও সুন্দর করে তুলেছে। স্ট্যান্ডার্ড শাইনের থেকে লুকিং এর দিক দিয়ে যে পরিবর্তনগুলো লক্ষ্য করা যায় তার মধ্যে রয়েছে – স্প্লিট এলয় হুইল, নতুন স্পোর্ট গ্রাফিক্স, একটি স্টিল ডাইমন্ড টাইপ ফ্রেম, ম্যাট এডিশন এবং গ্লসি রং এর সংমিশ্রণ, নতুন সংযুক্ত ডিস্ক প্লেট, ডিজিটাল ও এনালগ কনসোল এর সংমিশ্রণ । এই সকল বিষয় বাইকটিকে লুকিং এর দিক থেকে ভিন্ন মাত্রা যোগ করেছে।


Honda-CB-Shine-SP-Features-Review-Engine

ইঞ্জিন
এই বাইকের ইঞ্জিনে যোগ করা হয়েছে সিংগেল সিলিন্ডার ১২৪.৭৩ সিসি এয়ার কুল্ড, ৪ স্ট্রোক , এস এই ইঞ্জিন যা ১০.৫৭ বিএইচপি@৭৫০০ আরপিএম ম্যাক্স পাওয়ার এবং ১০.৩এনএম@৫৫০০ আরপিএম ম্যাক্স টর্ক উৎপন্ন করতে পারে। ইঞ্জিনের সাথে নতুন একটি বিষয় সংযোজিত হয়েছে তা হল ৫ স্পীড গিয়ার বক্স যা পূর্বের মডেলটিতে ছিলো না। ভেসকাস পেপার টাইপ এয়ার ফিল্টার রয়েছে এবং ইঞ্জিনটি ইলেকট্রিক ও কিক স্টার্ট এর মাধ্যমে চালু করা যাবে।


Honda-CB-Shine-SP-Features-Review-Fuel-Tank

বডি ডাইমেনশন
একটি স্টিল ডাইমন্ড টাইপ ফ্রেম এই বাইকটির সাথে রয়েছে এবং বাইকটি লম্বায় ২০০৭মিমি, চওড়ায় ৭৬২ মিমি এবং উচ্চতায় ১০৮৫মিমি। সার্বিক দিক থেকে গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৬০ মিমি এবং হুইলবেজ ১২৬৬ মিমি। ১০.৫ লিটার তেল ধারন ক্ষমতা সম্পন্ন ফুয়েল ট্যাংক নিয়ে বাইকটির ওজন ১২০ কেজি।


Honda-CB-Shine-SP-Features-Review-Front-Wheel

টায়ার এবং ব্রেকিং
হোন্ডা সিবি শাইন এসপি এর ক্রেতাগণ তাদের পছন্দের ব্রেকিং সিস্টেম বেছে নিতে পারেন । লক্ষ্য করলে দেখা যায় যে সামনে ডিস্ক এবং ড্রাম দুইটা ভার্সনই এই বাইকের রয়েছে। সামনের ডিস্ক ব্রেক এর সাইজ হচ্ছে ২৪০ মিমি এবং ড্রাম ব্রেক হলে সেটা ১৩০ মিমি এবং পেছনের ড্রাম ব্রেকের সাইজ হচ্ছে ১৩০ মিমি। টায়ারের দিকে লক্ষ্য করলে দেখা যায় যে সামনের দিকে ব্যবহার করা হয়েছে ১৮ ইঞ্চি এলয় রিম সমৃদ্ধ ৮০/১০০ সাইজের টায়ার এবং পেছনের দিকেও একই টায়ার ব্যবহার করা হয়েছে।

সাসপেনশন
সামনের দিকে ব্যবহার করা হয়েছে উন্নতমানের টেলিস্কোপিক ফরক সাসপেনশন এবং পেছনের দিকে ব্যবহার করা হয়েছে টু স্প্রিং লোডেড হাইড্রুলিক শক যা আপনি আপনার রাইডিং অনুযায়ী এডজাস্ট করে নিতে পারবেন।


Honda-CB-Shine-SP-Features-Review-Digital-Meter

মিটার কনসোল এবং ইলেক্ট্রিক্যাল
স্টাইলিশ ডিজিটাল ও এনালগ মিটার সাথে সার্ভিস ডিই ইন্ডিকেটর এবং ঘড়ি গ্রাহকদের সঠিক তথ্য প্রদানে সহায়তা করবে। পাশাপাশি আরও রয়েছে আরপিএম কাউন্টার, লো ফুয়েল ইন্ডিকেটর, স্পিডোমিটার ইত্যাদি।
ইলেক্ট্রিক্যাল দিকের মধ্যে রয়েছে ১২ ভোল্ট ৩ এম্পায়ার ( মেইন্টেনেন্স ফ্রী ব্যাটারী) যা ইন্ডিকেটর ইলেকট্রিক স্টার্ট , ১২ভোল্ট ৩৫/৩৫ ওয়াট হেডল্যাম্প পরিচালনায় সহায়তা করে।

হোন্ডা সিবি শাইন এসপি বর্তমানে ৫টি ভিন্ন রংএ বাজারে পাওয়া যাচ্ছে – কালো, এথলেটিক ব্লু মেটালিক, ইম্পেরিয়াল রেড মেটালিক, গেনি গ্রে মেটালিক এবং পিয়ারেল সাইরেন ব্লু। আমরা দেখেছি যে পূর্বের হোন্ডা শাইন বাজারে ভালোভাবেই গ্রাহকদের সার্ভিস দিয়েছে এবং আশা করা যায় এই নতুন ভার্সনের হোন্ডা শাইন এসপি গ্রাহকদের আরও আধুনিক সার্ভিস দিতে সক্ষম হবে।

Rate This Review

Is this review helpful?

Rate count: 521
Ratings:
Rate 1
Rate 2
Rate 3
Rate 4
Rate 5

More reviews on Honda CB Shine SP

হোন্ডা সিবি সাইন এসপি ব্যবহারিক অভিজ্ঞতা ১৪০০কিমি আবুল কালাম আজাদ
2022-07-02

আমি আমার দৈনন্দিন প্রয়োজনে বাইক ব্যবহার করে থাকি। যখন একটি বাইক কিনবো বলে সিদ্ধান্ত নিয়েছিলাম তখন অনেকেই বলেছিল...

Bangla English
HONDA CB SHINE SP বাইকের সুবিধা ও অসুবিধা
2022-04-13

বাংলাদেশে অতি পরিচিত মোটরসাইকেল ব্রান্ডের মধ্যে Honda অন্যতম আর Honda CB Shine SP মডেল কমিউটার বাইক প্রেমীদের পছন্দ তালিকার শ...

Bangla English
হোন্ডা সিবি সাইন এসপি ৪,৮০০কিমি ব্যাবহারিক অভিজ্ঞতা মোঃ শফিকুল ইসলাম
2020-11-21

আমার নিজের চলাফেরার সুবিধার জন্যে একটা মোটরসাইকেলের প্রয়োজন অনেক দিন থেকেই বোধ করছিলাম কিন্তু ঠিক কোন বাইকটা ক...

Bangla English
হোন্ডা সিবি শাইন এসপি ২০০০কিমি ব্যাবহারিক অভিজ্ঞতা মো আরিফুল ইসলাম
2020-09-23

আমি মো আরিফুল ইসলাম একজন সৌখিন বাইকারও বলতে পারেন। আমি নিজেকে সৌখিন বাইক বলতে বললাম এজন্য যে বাইক নিয়ে আমার বিভি...

Bangla English
হোন্ডা সিবি শাইন এসপি ফীচার রিভিউ
2019-07-24

কমবেশি আমরা সকলেই হোন্ডা মোটরসাইকেলের কোয়ালিটি নিয়ে অবগত আছি। সারা বিশ্বব্যাপী ব্যাপক গ্রাহক এই কোম্পানীর রয়...

Bangla English
Filter