Is this review helpful?
Rate count: 1Ratings:
This user provides ratings about this bike

Design
Comfort & Control
Fuel Efficient
Service Experience
Value for moneyThis bike is purchased from Shuvo Enterprise, Rajshahi


শহরের মধ্যে সুন্দরভাবে চলাচলের জন্য স্কুটারের জুড়ি নেই। স্কুটার নিয়ে আমার শহরের মধ্যে রাইড করতে খুব ভালো লাগে এবং আমার কর্মস্থল থেকে শুরু করে যে কোন স্থানে আরামে যাতায়াত করতে পারি। আমি প্রায় ১ বছর ধরে স্কুটার ব্যবহার করছি এবং খুব ভালোভাবেই স্কুটার রাইড করছি। আমার কাছে স্কুটারের মজা অন্যরকম মনে হয়। কোন গিয়ার শিফটিং এর ঝামেলা নাই, কোন রিস্ক নাই । স্কুটার পছন্দ করার জন্য আমি অনেক ব্র্যান্ডের স্কুটার দেখেছি এবং অন্যান্য ব্রান্ডের থেকে আমার কাছে হিরো প্লেজার বাজেট অনুযায়ী ভালো মনে হয়েছে। এখন পর্যন্ত এই বাইক নিয়ে আমি প্রায় ৮০০০ কিমি রাইড করেছি। আজকে আমি এই বাইকের বিস্তারিত বিষয় আপনাদের সামনে তুলে ধরবো।
হিরো প্লেজার থেকে আমি যে সকল সুবিধা পেয়েছি
-স্কুটার নিয়ে যে কোন স্থানে খুব ভালোভাবে এবং নিরাপদে যে কোন স্থানে যাতায়াত করা যায়।
-মাইলেজ অনেক ভালো
-ডিজাইন খুব সুন্দর
-সিটিং পজিশন অনেক বেশি আরামদায়ক
-শহরের মধ্যে মাইলেজ পেয়েছি ৫৫ কিমি প্রতি লিটারে এবং হাইওয়েতে পেয়েছি ৬০ কিমি প্রতি লিটারে। আমার কাছে স্কুটারের মাইলেজ ভালো লেগেছে
এখন বলি এই স্কুটারের একটা সমস্যার কথা
-স্কুটারের চাকা আকারে ছোট হওয়ার কারণে ঝাঁকুনি অনেক বেশি মনে হয় এবং আমি ভাঙ্গা রাস্তায় রাইড করতে একটু সমস্যা বোধ করি। তাছাড়া আল্লাহ্র রহমতে মেজর কোন সমস্যা নিয়ে এখনও পরিনি। আমার কাছে স্কুটারের পারফরমেন্স ভালো লেগেছে।
সবশেষে এটাই বলবো যে আপন যদি শহরের মধ্যে নিরাপদে রাইড করতে চান কিংবা একটু রিল্যাক্সে রাইড করতে চান তাহলে স্কূটার আপনার বেস্ট পছন্দ হবে। আর আমি এই স্কূটারটি ব্যবহার করে স্বাছন্দ্যবোধ করছি আপনাদের যদি অন্য ব্র্যান্ডের কোন স্কুটার পছন্দ ত্থাকে তাহলে নিতে পারেন তা না হলে এটাও আপনার বেস্ট পছন্দ হতে পারে।
Is this review helpful?
Rate count: 1
আমার অবসরের পর থেকে আমি আমার চাষের জমি দেখা শোনা করা শুরু করলাম সাথে সাধারন কিছু ব্যবসার কাজে আমাকে এক উপজেলা থেক...
Bangla Englishশহরের মধ্যে সুন্দরভাবে চলাচলের জন্য স্কুটারের জুড়ি নেই। স্কুটার নিয়ে আমার শহরের মধ্যে রাইড করতে খুব ভালো লাগে এ...
Bangla Englishমোটরসাইকেলের সাথে আমার যাত্রা শুরু হয়েছিল ক্লাস নাইন থেকে। এখন আমি ভার্সিটির ছাত্রী এবং একজন স্কুটার রাইডার। ...
Bangla English