Yamaha Banner
Search

GPX Demon GR250R এর ফিচারস রিভিউ

English Version
2025-09-03

GPX Demon GR250R এর ফিচারস রিভিউ

gpx-demon-gr250r-features-review-1756880911.webp

GPX Demon হলো থাইল্যান্ডের মোটরসাইকেল ব্র্যান্ড GPX (Grand Prix Motor Co. Ltd.) এর একটি জনপ্রিয় স্পোর্টস বাইক সিরিজ। GPX প্রতিষ্ঠিত হয় ২০০৭ সালে থাইল্যান্ডে।২০১৫ সাল থেকে তারা “GPX Demon” সিরিজ চালু করে, যেটি ছোট ইঞ্জিন ক্ষমতার হলেও স্পোর্টস বাইকের এগ্রেসিভ লুক ও ডিজাইনের কারণে তরুণদের মধ্যে দ্রুত জনপ্রিয় হয়। Demon GR165R বর্তমানে GPX এর সবচেয়ে আলোচিত মডেল।বাংলাদেশে স্পোর্টস বাইকের নতুন এন্ট্রি হিসেবে Demon তরুণদের মধ্যে স্টাইলিশ ও বাজেট ফ্রেন্ডলি অপশন তৈরি করেছে। দেশের বাজারে GPX নতুন ২৫০ সিসি বাইক নিয়ে এসেছে এবং এর ফিচারস নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব।

design-gpx-1756880930.webp
ডিজাইন
এই বাইকটি মুলত ফুল ফেয়ারড বডি, আধুনিক ডিজাইন ও এরোডাইনামিক শেপের জন্য পরিচিত। ডিজাইনের দিকে লক্ষ্য করলে দেখা যায় যে ফুল ফেয়ারড বডি, ডুয়াল এলিডি হেডলাইট, স্লিম ও শার্প ফ্রন্ট কাওল , TFT ডিসপ্লে ও স্প্লিট ক্লিপ-অন হ্যান্ডেলবার, পাফড ফুয়েল ট্যাংক ও স্প্লিট সিট এই সব মিলিয়ে বাইকটার ডিজাইন একদম ভালোভাবে ফুটে উঠেছে। ডিজাইনের দিক থেকে এক কথায় বলা যায় যে বাংলাদেশের বাজারে ২৫০ সিসি সেগমেন্টে সেরা একটা ডিজাইন রয়েছে এই GPX Demon GR250R বাইকে।

gpx-demon-gr250r-dimensions-1756880950.webp
ডাইমেনশন
ডাইমেনশনের দিকে লক্ষ্য করলে দেখা যায় যে এর বাইকটি দৈর্ঘ্যে 2,020 মিমি, প্রস্থে 747 মিমি, এবং উচ্চতায় 1,145 মিমি।এদিকে গ্রাউন্ড ক্লিয়ারেন্স 159 মিমি, যা সকল রাস্তায় রাইডে সহায়তা করে। হুইলবেস প্রায় 1,350 মিমি, যা ব্যালেন্স ও স্থিতিশীলতা নিশ্চিত করে।সিটের উচ্চতা 815 মিমি, যা অধিকাংশ চালকের জন্য সহজে পৌঁছনোর উপযোগী, কিন্তু খুব ছোট উচ্চতার চালকের জন্য একটু চ্যালেঞ্জিং হতে পারে। বাইকের মোট ওজন 158 কেজি। ফুয়েল ট্যাংক ধরে 11 লিটার, দৈনন্দিন রাইড বা মাঝারি দূরত্বের জন্য যথেষ্ট।

gpx-demon-gr250r-engine-1756880968.webp
ইঞ্জিন
GPX বাংলাদেশের বাজারে এই প্রথম তাদের ২৫০ সিসির ইঞ্জিন সমৃদ্ধ বাইক বাজারে নিয়ে এসেছে। এই GPX Demon GR250R বাইকের ইঞ্জিনে রয়েছে ২৪৯ সিসির লিকুইড কুল্ড ৪ ভালভ একটি ইঞ্জিন যা ম্যাক্স পাওয়ার 29 BHP @ 9,500 RPM এবং ম্যাক্স টর্ক 23 Nm @ 7,500 RPM উৎপন্ন করতে পারে। ফুয়েল সিস্টেম হিসেবে আছে অত্যাধুনিক প্রযুক্তির ইএফআই প্রযুক্তি। ইঞ্জিনের ফিচারসে আরও রয়েছে ৬ স্পীড গিয়ার বক্স সিস্টেম , ইলেকট্রিক স্টার্ট অপশন। আশা করা যায় বাংলাদেশের বাজারে এই বাইকের ইঞ্জিন ভালো সাপোর্ট দিবে।

gpx-demon-gr250r-braking-and-suspension-1756880983.webp
ব্রেকিং ও সাসপেনশন
GPX Demon GR250R এর ব্রেকিং এ ব্যবহার করা হয়েছে সিংগেল ডিস্ক ব্রেকিং সিস্টেম যার সাইজ ২৭৬মিমি রেডিয়াল ক্যালিপার যুক্ত অন্যদিকে পেছনের দিকে রয়েছে সিংগেল ডিস্ক ব্রেকিং সিস্টেম যার ডিস্ক সাইজ: প্রায় 220 মিমি । ব্রেকিং এর দিকে বিশেষ ফিচারস হিসেবে আছে ডুয়াল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম যা রাস্তায় চলাচলকে আরও নিরাপদ করে তুলবে। GPX Demon GR250R এর বিশেষ ফিচারস হিসেবে ট্রাকশন কন্ট্রোল সিস্টেম যা ব্রেকিং ও ব্রেক-ওভারস্টেবিলিটি হ্রাসে সহায়ক যা অতিরিক্ত স্থায়িত্ব দেয়।





GPX Demon GR250R এর সামনের দিকে রয়েছে আপ সাইড ডাউন সাসপেনশন যেটা স্ট্যাবিলিটি এবং কর্নারিং-এ ভালো পারফরম্যান্স, হাই স্পিডে কম্পন কমায়, স্পোর্টি ও প্রিমিয়াম বাইক ফিল দেয়, অন্যদিকে পেছনের দিকে রয়েছে 7-step adjustable মনোশক সাসপেনশন যা ব্যালান্স ও কমফোর্ট বজায় রাখে, সিংগেল রাইডার এবং পিলিয়ন—উভয়ের জন্য উপযুক্ত অনিয়মিত রাস্তাতেও সাসপেনশন কার্যকর। আশা করা যায় বাংলাদেশের রাস্তায় এই সাসপেনশন ভালো পারফরমেন্স দিবে।

gpx-demon-gr250r-tires-1756880999.webp
টায়ার
GPX Demon GR250R টায়ারের দিকে তারা রাইডারের নিরাপত্তার কথা চিন্তা করে বিশেষ নজর দিয়েছে। সামনের দিকে তারা ব্যবহার করেছে ১০০/৭০-১৭ সেকশনের টায়ার এবং পেছনের দিকে ব্যবহার করা হয়েছে ১৫০/ ৬০-১৭ সেকশনের টায়ার। এই টায়ারগুলো টিউবলেস রেডিয়াল কাঠামোর যার ফলে হাই স্পীড , রাইড কম্ফোরট এর জন্য বেশ উপযোগী। আশা করা যাচ্ছে বাংলাদেশের রাস্তায় এই টায়ার ভালো পারফরমেন্স দিবে।

gpx-demon-gr250r-electrical-and-meter-console-1756881012.webp
ইলেকট্রিক্যাল ও মিটার কনসোল
ইলেকট্রিক্যাল ও মিটার কনসোল এর দিকে কোম্পানী বিশেষ খেয়াল রেখেছে এবং আপডেট করার চেষ্টা করেছে। এই GPX Demon GR250R বাইকের ইলেকট্রিক্যাল দিকে রয়েছে 12V, 5Ah মেইনটেন্যান্স‑ফ্রি ব্যাটারী, ইলেকট্রিক স্টার্ট অপশন, পুরোপুরি LED হেডলাইট যা রাতের রাইডকে আরও সহজ করে তুলবে।

এদিকে মিটার কনসোলের মধ্যে রয়েছে টিএফটি মিটার কনসোল (TFT) যেখানে একজন রাইডারের সকল দরকারী ফিচারস রয়েছে যেমন স্পিডোমিটার ও ট্যাচোমিটার, গিয়ার ইনডিকেটর,ফুয়েল গেজ,ট্রিপ মিটার (কম্পিউটার-সহ),ক্লক ও বাইকের তাপমাত্রা,ABS ইনডিকেটর ও সার্ভিস রিমাইন্ডার । অর্থাৎ এই দিক থেকে বাইকের ফিচারস একদম পরিপুর্ন করেছে।



সবশেষে
GPX Demon GR250R বাইকটি GPX তাদের ২৫০ সিসি সেগমেন্টে এই প্রথম বাংলাদেশের বাজারে তাদের বাইক নিয়ে এসেছে এবং এই বাইকের সাথে সুন্দর সুন্দর ফিচারস রেখেছে যা একজন রাইডারকে খুব ভালো সাপোর্ট দিতে সক্ষম। আশা করা যাচ্ছে GPX Demon GR250R বাইকটা বাংলাদেশের রাইডারদের রাস্তায় চলাচলের ক্ষেত্রে ভালো সাপোর্ট দিবে।

Rate This Review

Is this review helpful?

Rate 1
Rate 2
Rate 3
Rate 4
Rate 5

More reviews on GPX Demon GR 250R

GPX Demon GR250R এর ফিচারস রিভিউ
2025-09-03

GPX Demon হলো থাইল্যান্ডের মোটরসাইকেল ব্র্যান্ড GPX (Grand Prix Motor Co. Ltd.) এর একটি জনপ্রিয় স্পোর্টস বাইক সিরিজ। GPX প্রতিষ্ঠিত হয় ...

Bangla English

Related Motorcycles


No bike found
Filter