কখন ব্রেক ওয়েল পরিবর্তন করবেন

2022-09-07

কখন ব্রেক ওয়েল পরিবর্তন করবেন


Brake Fluid-1662544138.jpg

ব্রেক ওয়েল একটি বাইকের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সাধারন একটি লুব্রিকেন্ট যা মুলত বাইকের ব্রেক এর জন্য ব্যবহার করা হয়। তবে আমাদের মধ্যে অনেকেই এর সঠিক ব্যবহার সম্পর্কে জানেন না এবং পরিবর্তনের সময় হওয়ার পরেও তা পরিবর্তন করেনা এবং এর ফলে ব্রেক পারফর্মেন্স ভালো পাওয়া যায় না, এথেকে বড় দুর্ঘটনা হতে পারে, এরজন্য আমাদের উচিত এবিষয়ে সচেতন হওয়া। ব্রেক ওয়েল সঠিক সময়ে পরিবর্তন না করলে এর ঘনত্ব কমে আশে, এবং ব্রেকিং পারফর্মেন্স ভালো পাওয়া যাবে না, নিম্নে আমরা ব্রেক ওয়েল ও এর ব্যবহার সম্পর্কে আপনাদের কিছু তথ্য দিবো এবং এটি পরিবর্তনের সঠিক সময় সম্পর্কে জানাবো।

• ব্রেক ওয়েলের কিছু গ্রেড যেমন; DOT3, DOT4, DOT5.1 ইত্যাদি এর মধ্যে DOT3 ও DOT4 ব্যবহারের জন্য বলা হয়, DOT5.1 সব বাইকে ব্যবহারের জন্য নয়।

• ওয়েল পরিবর্তনের সময় সর্বদা নিয়ম মেনে সঠিক ওয়েল ব্যবহার করবেন, এতে করে দীর্ঘদিন ব্যবহার করা যাবে এবং ব্রেকিং পারফর্মেন্স ও ভালো পাওয়া যাবে।

• ব্রেক ওয়েলের ড্রেন পিরিয়ড ১০,০০০-২০,০০০ কিলোমিটার এর বেশি ব্যবহার করলে এর ঘনত্ব কমে যায় এবং পারফর্মেন্স ভালো পাওয়া যায় না, ভালো ব্রেকিং এর জন্য প্রতি ১০,০০০ কিলোমিটার পরপর ব্রেক ওয়েল পরিবর্তন করে নেয়া উচিত।

• DOT3 ব্রেক ওয়েলের চেয়ে DOT4 ব্রেক ওয়েল ব্যবহার করা ভালো এবং বেশিরভাগ কোম্পানি ব্রেক ওয়েল হিসাবে DOT4 ব্যবহারকে বেশি প্রাধান্য দিয়ে থাকে, এছাড়া এটি বেশিদিন ব্যবহার করা যায়।

• ব্রেক ওয়েল এসিডিক পদার্থ হওয়ায় এটি বাইকের পেইন্ট বা অন্য কোনো অংশে ছড়িয়ে গেলে বাইকের রঙ ও পেইন্ট নষ্ট হয়ে যেতে পারে তাই এটি ব্যবহারের সময় সতর্ক থাকা জরুরী, এর সাথে কোনো কিছু দিয়ে বাইক কভার করে নিলে কোনো প্রকার সমস্যার সম্মুখীন হবেন না।

• ভালো ব্র্যান্ডের ওয়েল ব্যবহার করার চেষ্টা করবেন। কারন কমদামী ওয়েল বেশি সময় ব্যবহার করা যায় না এছাড়া এটি ব্যবহার করলে ব্রেক ক্যালিপার এর সমস্যা হতে পারে, তাই ভালো মানের ব্রেক ওয়েল ব্যবহারের পরামর্শ রইল।

উপরে আমরা ব্রেক ওয়েল ব্যবহারের কিছু টিপস ও ট্রিক সম্পর্কে বলা হলো, এসব মেনে চললে কোনো প্রকার সমস্যার সম্মুখীন হবেন না এবং বাইক থেকে ভালো ব্রেকিং পারফর্মেন্স পাবেন, এসকল মেইন্টেনেন্স দীর্ঘসময় ব্যবহার নিশ্চিত করে।
Rate This Tips

Is this tips helpful?

Rate 1
Rate 2
Rate 3
Rate 4
Rate 5

Oil Tips

ইঞ্জিন ফ্ল্যাশ কি এবং কিভাবে করবেন?
2023-07-22

ইঞ্জিন এর ভেতরের পার্টস পরিস্কার এর জন্য অয়েল সময়মত ড্রেন দেয়া প্রয়োজন, কিন্তু বিভিন্ন কারনে আমরা বাইকের মেইন্...

Bangla English
বাইকের কোন কোন পয়েন্ট থেকে ইঞ্জিন অয়েল লিক করতে পারে
2023-07-17

ইঞ্জিন অয়েল বাইকের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি জিনিস, বাইকের ইঞ্জিনের ভিতরের পার্টস লুব্রিকেট অর্থাৎ পিচ্ছিল...

Bangla English
ইঞ্জিন অয়েলের গ্রেডিং কেন গুরুত্বপুর্ন ?
2023-05-27

একটা সময় ছিলো যখন বাংলাদেশের বাইক ব্যবহারকারীরা ইঞ্জিন অয়েলের ব্যাপারে উদাসীন ছিলো , অর্থাৎ কোন ইঞ্জিন অয়েল বা ...

Bangla English
বাইকে কম বা বেশি ইঞ্জিন অয়েল ব্যবহার করলে কি সমস্যা হতে পারে
2023-04-25

ইঞ্জিন অয়েল বাইকের জন্য ঘুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, প্রতিটি বাইকের জন্য তার নির্দিষ্ট পরিমানের ইঞ্জিন অয়েল প্...

Bangla English
ইঞ্জিন ওয়েল ড্রেন দেয়ার সময় কেন কম ওয়েল পাওয়া যায়?
2022-09-13

ইঞ্জিন ওয়েল একটি বাইকের জন্য নিত্য প্রয়োজনীয় ও অতি জরুরী একটি পণ্য, এটি ইঞ্জিনের ভিতরের সকল পার্টসকে লুব্রিকেট ...

Bangla English