বাইকের সাসপেনশন অয়েল নিয়ে বিস্তারিত তথ্য

2022-08-14

বাইকের সাসপেনশন অয়েল নিয়ে বিস্তারিত তথ্য


fork oil banner-1660477758.jpg

সাসপেনশন অয়েল একটি বাইকের সাধারন লুব্রিকেন্ট এর মধ্যে অন্যতম এবং খুবই গুরুত্বপূর্ণ লুব্রিকেন্ট, সাসপেনশন বাইককে ভাঙ্গা রাস্তায় চালাতে সাহায্য করে এবং ঝাকুনিবিহিন ভাবে আমাদের বাইক চালানোতে সাহায্য করে, এবং আমাদের বাইক চালানোর অভিজ্ঞতাকে ভালো করে। বেশির ভাগ মোটরসাইকেল ব্যবহারকারী সাসপেনশন অয়েল সম্পর্কে প্রয়োজনীয় তথ্য জানেন না, যার ফলে তাদের মেকানিক এর উপর নির্ভর থাকতে হয়, মেকানিক নিজেদের পছন্দমত ও অনেকসময় লোকাল ও অপরিশুদ্ধ অয়েল ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন, এতে করে বাইকের ক্ষতি হয় ও পারফর্মেন্স ড্রপ করে, এছাড়া অনেকেই সাসপেনশন অয়েল শুধুমাত্র অয়েল সিল কেটে গেলেই তা চেঞ্জ করেন, অয়েলের নিজস্ব ড্রেন পিরিয়ড আছে এর বেশি ব্যবহার করলে তা পারফর্মেন্স ড্রপ করবে, তাই এসকল বিষয় সম্পর্কে সঠিক জ্ঞান থাকা জরুরি, আজ আমরা সাসপেনশন অয়েল ও এর ব্যবহার সম্পর্কে জানবো।

• প্রতিটি বাইক প্রস্তুতকারী প্রতিষ্ঠান তাদের বাইকের জন্য নির্দিষ্ট গ্রেডের সাসপেনশন অয়েল ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন, গ্রেডের চেয়ে কম বা বেশি কোনোটাই ব্যবহার করা ঠিক নয়, এতে করে বাইকের পারফর্মেন্স ভালো পাওয়া যায় না।

• এছাড়া সর্বদা সঠিক মাপের অয়েল দিন যা কোম্পানি পরামর্শ দিয়ে থাকেন, এক্ষেত্রে কম বা বেশি দিয়ে থাকলে তা সাসপেনশনকে হার্ড বা বেশি মুভমেন্ট করে এর ফলেও বাইকের সঠিক পারফর্মেন্স পাওয়া যায় না।

• কখনই লোকাল বা অপরিশুদ্ধ অয়েল ব্যবহার করা ঠিক নয় কারন এর কোনো নির্দিষ্ট গ্রেড নেই এটি ব্যবহার করলে আপনার বাইকের পারফর্মেন্স ড্রপ করতে পারে এছাড়া অয়েল সিল তারাতারি নস্ট হতে পারে, তাই কোম্পানির পরামর্শ অনুযায়ী কোনো ভালো ব্র্যান্ডের অয়েল ব্যবহার করা ভালো, এছাড়া কোম্পানির সার্ভিস সেন্টারে যদি অয়েল থাকে তবে তা ব্যবহার করা যেতে পারে, অয়েলের মান তারা সবসময় ঠিক রাখে।

• সাসপেনশন অয়েলের নিজস্ব ড্রেন পিরিয়ড আছে যা ১২০০০-২০০০০ কিলোমিটারে এর মধ্যে পরিবর্তন করে ফেলতে হবে। এর বেশি ব্যবহার করলে এর ঘনত্ব কমে যাবে এবং সাসপেনশন এর কার্যক্ষমতা কমে যাবে।

• আমাদের দেশের শহরের ও গ্রামের রাস্তা ভালো না হওয়ায় বাইকের অয়েল সিল বেশি দিন ভালো থাকে না, অয়েল পরিবর্তনের সময় হলে একসাথে ২টি পরিবর্তন করা ভালো এতে করে অয়েল সিল দীর্ঘদিন ভালো থাকবে এবং বাইকের ব্যালেন্স ঠিক থাকবে।

• যেকোনো একটি অয়েল সিল পরিবর্তন করলে অন্যটি দ্রুত নস্ট হয়ে যাওয়ার সম্ভবনা থাকে এবং পরবর্তীতে অয়েল ছড়িয়ে পড়ার সম্ভবনা থাকে এর ফলে দুর্ঘটনার সম্ভবনা থাকে, তাই দুটি অয়েল সিল একবারে পরিবর্তন করা ভালো।

উপরে সাসপেনশন অয়েলের ব্যবহার ও এর সম্পর্কিত বিস্তারিত উল্লেখ করা হলো। এসব কিছু মেনে চললে এবিষয়ে কোনও সমস্যার সম্মুখীন হবেন না। এসব তথ্য একজন বাইক ব্যবহারকারীর জানা প্রয়োজন, তবে বেশির ভাগ এসব জানে না এবং গুরুত্ব দেয়না, তবে এসব পরিচর্যা বাইক দীর্ঘদিন ব্যবহারের উপযোগী করে তোলে এবং আপনার বাইক চালানোর অভিজ্ঞতাকে ভালো করে।
Rate This Tips

Is this tips helpful?

Rate 1
Rate 2
Rate 3
Rate 4
Rate 5

Oil Tips

ইঞ্জিন ফ্ল্যাশ কি এবং কিভাবে করবেন?
2023-07-22

ইঞ্জিন এর ভেতরের পার্টস পরিস্কার এর জন্য অয়েল সময়মত ড্রেন দেয়া প্রয়োজন, কিন্তু বিভিন্ন কারনে আমরা বাইকের মেইন্...

Bangla English
বাইকের কোন কোন পয়েন্ট থেকে ইঞ্জিন অয়েল লিক করতে পারে
2023-07-17

ইঞ্জিন অয়েল বাইকের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি জিনিস, বাইকের ইঞ্জিনের ভিতরের পার্টস লুব্রিকেট অর্থাৎ পিচ্ছিল...

Bangla English
ইঞ্জিন অয়েলের গ্রেডিং কেন গুরুত্বপুর্ন ?
2023-05-27

একটা সময় ছিলো যখন বাংলাদেশের বাইক ব্যবহারকারীরা ইঞ্জিন অয়েলের ব্যাপারে উদাসীন ছিলো , অর্থাৎ কোন ইঞ্জিন অয়েল বা ...

Bangla English
বাইকে কম বা বেশি ইঞ্জিন অয়েল ব্যবহার করলে কি সমস্যা হতে পারে
2023-04-25

ইঞ্জিন অয়েল বাইকের জন্য ঘুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, প্রতিটি বাইকের জন্য তার নির্দিষ্ট পরিমানের ইঞ্জিন অয়েল প্...

Bangla English
ইঞ্জিন ওয়েল ড্রেন দেয়ার সময় কেন কম ওয়েল পাওয়া যায়?
2022-09-13

ইঞ্জিন ওয়েল একটি বাইকের জন্য নিত্য প্রয়োজনীয় ও অতি জরুরী একটি পণ্য, এটি ইঞ্জিনের ভিতরের সকল পার্টসকে লুব্রিকেট ...

Bangla English