Yamaha Banner
Search

2017-03-14

Yamaha-Test-Ride-Started


মোটরসাইকেলভ্যালীর সংবাদ টীম যখন নওহাটা, রাজশাহীতে পৌছে তখন সেখানে রীতিমতো ভীড় জমে আছে। ভীড় ঠেলে সামনে এগিয়ে দেখা গেলো কেউ সিরিয়ালে নিজের নাম লেখাচ্ছেন, অনেকে একটি মোটরসাইকেলের চারপাশ ঘুরে ঘুরে দেখছেন, প্রশ্ন করছেন। ধৈর্য্য ধরে প্রশ্ন শুনে সে প্রশ্নের জবাব দিচ্ছেন ইয়ামাহা কর্মকর্তা জনাব জাহিদ আকতার নোমান। এরই মধ্যে একজন একটি মোটরসাইকেল চালিয়ে এসে দাড়ালেন। জানা গেলো তিনি টেস্ট রাইড দিয়ে আসলেন। সব মিলিয়ে একটি উৎসব মুখর পরিবেশ। উৎসবটি যাকে ঘিরে তার নাম ইয়ামাহা স্যালুটো, আয়োজনে ইয়ামাহা(এসিআই মটরস) এবং রাজশাহীর ইয়ামাহা ডিলার কেআর বাইক সেন্টার।

আজ ১৪ই মার্চ ২০১৭ থেকে দেশব্যাপী শুরু হলো ইয়ামাহা টেস্ট রাইড, চলবে ২৭শে মার্চ পর্যন্ত। ইকো ফ্রেন্ডলী এবং শক্তিশালী ব্লু-কোর ইনজিন দিয়ে তৈরী ইয়ামাহা স্যালুটো। ১২৫সিসি এই মোটরসাইকেলটি প্রচন্ডরকম তেল সাশ্রয়ী। লিটারে ৭৮কিমি পথ পাড়ি দেবার নিশ্চয়তা রয়েছে। মজবুত গঠন, আধুনিক ফীচার এবং তেল সাশ্রয়ী ইনজিনের কারনে এমনিতেই ক্রেতাদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে মোটরসাইকেলটি। ক্রেতাদেরকে মোটরসাইকেলটি সম্পর্কে আরো বেশি অবগত করা এবং এর পারফরমেন্স এর সাথে পরিচয় করিয়ে দেবার জন্য ইয়ামাহা দেশব্যাপী টেস্ট রাইডের আযোজন করেছে। রাজশাহী , যশোর এবং ময়মনসিংহে একযোগে টেস্ট রাইড পর্ব শুরু হলো।





Yamaha-Test-Ride-Started

জনাব লুৎফর রহমান, পেশায় ব্যবসায়ী। টেস্টরাইড দিয়ে এসে তিনি খুবই উৎফুল্ল। তার দৃষ্টিতে মোটরসাইকেলটি রেডী পিকআপ, সুন্দর কন্ট্রোল, চোখে পড়ার মতো ডিজাইন এবং চওড়া টায়ার তাকে মুগ্ধ করেছে। তিনি মোটরসাইকেলটি কেনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করলেন। বর্তমান একটি চাইনিজ মোটরসাইকেল ব্যবহারকারী জনাব জয়নাল আবেদিন টেস্টরাইডের পারফরমেন্সে মুগ্ধ হয়ে স্বল্পতম সময়ে মোটরসাইকেলটি কেনার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানালেন।




Yamaha-Test-Ride-Started

ইয়ামাহার এই টেস্স্ট রাইড ইভেন্ট সম্পর্কে কেআর বাইক সেন্টার এর কর্ণধার জনাব আবু হোসাইন সিদ্দিকী কোয়েল জানালেন “ এধরনের টেস্টরাইড ইভেন্ট ক্রেতাদেরকে একটি মোটরসাইকেল সম্পর্কে ধারনাপেতে খুবই কার্যকরী। ক্রেতাদের আগ্রহ তৈরী হয় ব্র্যান্ড এবং মডেল সম্পর্কে। তার মতে- স্বপ্ন পূরন হবে তখন, ইয়ামাহা মোটরসাইকেল চালাবে যখন। মাঝে মাঝে এমন ইভেন্ট আয়োজন হলে ক্রেতাদের মাঝে কার্যকরী মনোভাব তৈরী হয় বলে তিনি মনে করেন।“




Yamaha-Test-Ride-Started

জাহিদ আকতার নোমান (টেরিটরী ম্যানেজার, এসিআই মটোরস লিমিটেড) এর কাছে ইভেন্টটি নিয়ে জানতে চাইলে তিনি বলেন – “আশাতীত সাড়া পাচ্ছি, সকাল থেকেই ভীড় লেগে আছে, ইয়ামাহা মোটরসাইকেলের কোয়ালিটি নিয়ে এমনিতেই সবার ধারনা পজিটিভ। টেস্টরাইড দিয়ে এসে প্রায় সবাই তাদের সন্তুষ্টির কথা প্রকাশ করেছেন। কেনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন। বিশেষকরে মোটরসাইকেলটির ইনজিনটি ব্লু-কোর এবং খুবই জ্বালানি সাশ্রয়ী (৭৮কিমি/লিটার) হওয়াতে এই সেগমেন্টে অন্য সব মোটরসাইকেল থেকে তাকে আলাদা করেছে। টিউবলেস টায়ার, হাই গ্রাউন্ড ক্লিয়ারেন্স এবং নরম সাসপেনশন কমিউটার মোটরসাইকেল হিসেবে অসাধারন করে তুলেছে। মোটরসইকেলটি ভিক্টরী রেড এবং ব্রেভ ব্ল্যাক রংয়ে পাওয়া যাচ্ছে।“

এ ধরনের ইভেন্টের জন্য ইয়ামাহা অবশ্যই প্রশংসার দাবীদার। মোটরসাইকেল চালক আগ্রহী ক্রেতার মধ্যে সুসম্পর্ক তৈরী এবং কেনার ব্যাপারে আগ্রহ তৈরীর জন্য এমন ইভেন্ট খুবই কার্যকর। মোটরসাইকেলভ্যালীর সংবাদ টীম যখন ইভেন্ট প্রাংগন ত্যাগ করে তখন সেখানে ভীড়ের পরিমান আরো বেড়েছে।


টেস্ট রাইড হবার শিডিউলঃ
১৪ই মার্চ =রাজশাহী , যশোর এবং ময়মনসিংহ।
১৫ই মার্চ = টাঙ্গাইল , তাহেরপুর এবং সিলেট।
১৬ মার্চ = চুকনগর এবং হবিগঞ্জ ।
১৭ই মার্চ = খুলনা , ঠাকুরগাঁ এবং ব্রাহ্মণবাড়ীয।
১৮ই মার্চ = কুমিল্লা এবং সেতাবগঞ্জ-দিনাজপুর।
১৯ই মার্চ = বরিশাল এবং ফেনী।
২০ই মার্চ = নরসিংদী এবং রংপুর সদর।
২২ই মার্চ = বগুড়া সদর।
২৫ই মার্চ = চট্রগ্রাম।
২৭ই মার্চ = মানিকছড়ি-খাগড়াছড়ি।

(সকাল ১০টা থেকে বিকাল ৫টা)

টেস্ট রাইড নিয়ে তথ্য পেতে কল করুনঃ
মিঃ সুমনঃ ০১৭০৮৪৬৭৬০৫ (ঢাকা)
মিঃমেহেদি হাসানঃ ০১৭০৮৪৬৭৫৩১ (দক্ষিণবঙ্গ)
মিঃ জাহিদঃ ০১৭০৮৪৬৯১০৭ (উত্তরবঙ্গ)
তাহরিম জাফরঃ ০১৭০৮৪৬৭৬০৬ (সিলেট এবং চট্রগ্রাম)

Bike News

Bajaj Bike Price in Bangladesh August 2025
2025-08-13

Bajaj is one of the most well-known and favorite bike brands among bike lovers in Bangladesh, each model of which is highly ap...

English Bangla
TAILG’s Battery Revolution and the Journey of Sodium-Ion as an Alternative to Lithium
2025-08-09

Generally, e-bikes and electric motorcycles use lead-acid, lithium-ion, and nickel-metal hydride batteries. However, alongside...

English Bangla
Yamaha Bike Price in Bangladesh August 2025
2025-08-07

Yamaha is a motorcycle brand in Bangladesh whose reputation and recognition are equally known by all levels of bikers in Ban...

English Bangla
QJ MOTOR Bike Price in Bangladesh July 2025
2025-07-31

Since the approval of Higher CC bikes in the Bangladesh market, new brands and models have started coming to Bangladesh one af...

English Bangla
Hyosung Bike Price in Bangladesh July 2025
2025-07-30

To give bike lovers in Bangladesh a taste of different bikes in higher cc, Hyosung Bangladesh has launch a few completely diff...

English Bangla
Filter