ব্যতিক্রমী সব আয়োজন দিয়ে ইয়ামাহা বাইক প্রেমী এবং ইয়ামাহা রাইডারদের সবসময়ই রোমাঞ্চিত রাখে বিভিন্ন উৎসব এবং উপলক্ষ্যে তবে এবার শুধুমাত্র Yamaha FZX রাইডারদের নিয়ে।
Yamaha FZX Morning Cruise – ৯ মে, ২০২৫
এই Weekend-এ, ঢাকা এবং চট্টগ্রামে সকালের শীতল আমেজে চলুন বেরিয়ে পড়ি FZX রাইডাররা মিলে একসাথে!
কিছু স্মরণীয় মুহূর্ত কাটানোর আয়োজন করেছে ইয়ামাহা, আপনার ভালোবাসার বাইক FZX–এর সাথে।
এই ইভেন্টের জন্য সাইন আপ সম্পূর্ণ কমপ্লিমেন্টারি! শুধুমাত্র আপনার ভালবাসা আর রাইডিং স্পিরিট নিয়ে চলে আসুন আপনার FZX নিয়ে!
রেজিস্ট্রেশন করতে ক্লিক করুন নিচের লিংকেঃ
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfAl0psCEjW2A2se7IxTQ348JVLeEdAL1x8drB6v__VjVJoTA/viewform
অথবা সরাসরি ডিলার পয়েন্টে যোগাযোগ করে নিশ্চিত করুন আপনার রেজিস্ট্রেশন।
রেজিস্ট্রেশনের শেষ সময়ঃ ৭ মে, ২০২৫
ইভেন্টের কার্যক্রম (ঢাকার জন্য প্রযোজ্য):
তারিখ: ৯ মে, ২০২৫
০৯:০০: রিপোর্টিং – ICCB, ৩০০ ফিট রোডের সামনে
০৯:১৫: যাত্রা শুরু – The Spot (Restaurant), ঠিকানা: সেক্টর ২৮, প্লট ৪৭, পূর্বাচল, ঢাকা
Google link: https://maps.app.goo.gl/JvPHMVo6amCmCh9S9
১০:০০: ব্রেকফাস্ট
১১:০০: গেইম শো
১২:০০: সমাপ্তি
ইভেন্টের কার্যক্রম (চট্টগ্রাম-এর জন্য প্রযোজ্য):
তারিখ: ৯ মে, ২০২৫
বিস্তারিত জানতে (চট্টগ্রাম) নিম্নে উল্লেখিত ডিলার পয়েন্টে যোগাযোগ করুন।
যোগাযোগ (ডিলার পয়েন্ট):
ঢাকা: Crescent Enterprise, Mirpur – 01322-920340, 01704-114394
চট্টগ্রাম: Motorcycle Gallery – 01819-625297
কোনো প্রশ্ন থাকলে, আমাদের Yamaha Motorcycle Bangladesh ফেসবুক পেজে যোগাযোগ করতে পারবেন।
*এই ইভেন্ট-টি শুধুমাত্র FZX রাইডারদের জন্য প্রযোজ্য।