Honda X Blade 160 ABS বাংলাদেশের জনপ্রিয় একটি ১৬০ সিসির মোটরসাইকেল। প্রায় ১ বছরেরও বেশি সময় ধরে এই বাইকটি বাংলাদেশের বাজারে আসছে এবং অনেক জনপ্রিয়তা লাভ করেছে। আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই যে এই বাইকের চাহিদা ও জনপ্রিয়তা দিন দিন বাড়ছে এবং গ্রাহকেরা এই বাইকের প্রতি আকৃষ্ট হচ্ছে। এর প্রধান কারণ হল হোন্ডা তাদের বাইক খুব নিখুঁতভাবে তৈরি করে, তারা কোন বিষয় নিয়ে আপোষ করে না এবং সর্বপরি তারা বাংলাদেশের গ্রাহকদের চাহিদা ও বাজেট মাথায় রেখে বাইক সরবরাহ করে। Honda X Blade 160 কম বাজেটের মধ্যে অনেক ভালো একটি বাইক এবং হোন্ডা চেষ্টা করেছে যে এই বাইকের সাথে ভালো ফিচারস ও কোয়ালিটি যুক্ত করার। এই জনপ্রিয়তা আরও বাড়াতে এবং গ্রাহকদের নতুন ধারণা দিতে এবারে বাংলাদেশের বাজারে আসছে Honda X Blade 160 ABS।
নতুন এই Honda X Blade 160 ABS বাইকের কী কী ফিচারস থাকবে এবং দাম কেমন হবে ?
এই বাইকটি ডিজাইনের দিক থেকে কোন পরিবর্তন করা হবে না এবং আগের মতই এই বাইকের রোবোটিক্স লুকস বজায় রাখা হবে।
ইঞ্জিন ফিচাসের দিক থেকে সামান্য পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে যেমন পুর্বের থেকে ইঞ্জিন বিএইচপি ও টর্ক বৃদ্ধি করতে পারে। নতুন এই বাইকটিতে ব্যবহার করা হতে পারে ম্যাক্স পাওয়ার ১৪.১২ বিএইচপি @ ৮৫০০ আরপিএম এবং ম্যাক্স টর্ক ১৩.৯ @ ৬০০০ আরপিএম। পূর্বের থেকে এই বাইকের ইঞ্জিন পারফরমেন্স ভালো পাওয়া যাবে বলে আশা করা যায়।
ব্রেকিং এর দিক থেকে এই বাইকের বেশ ভিন্নতা রয়েছে পূর্বের ভার্সন থেকে। Honda X Blade 160 ABS বাইকের হোন্ডা ব্রেকিং এর দিকে বিশেষ নজর দিয়েছে তা ABS ও ডাবল ডিস্ক ব্রেকিং ব্যবহার করা দেখলেই বুঝা যায়। এবারে এই বাইকের সামনে ও পেছনে থাকছে ডাবল ডিস্ক ব্রেক সাথে সিংগেল চ্যানেল এবিএস। ব্রেকিং এর দিক থেকে আশা করা যায় Honda X Blade 160 ABS বাইকের আর কোন সমস্যা থাকলো না।
এছাড়াও অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো আগের মতই রাখা হয়েছে এবং বাইকটি বাংলাদেশের বাজারে আসলে কী কী টেকনিক্যাল বিষয় পরিবর্তন করা হয়েছে তা ভালোভাবেই জানা যাবে।
এইবার আসি দামের ক্ষেত্রে, নতুন এই Honda X Blade 160 ABS বাইকের দাম এখনও বাংলাদেশের বাজারে নির্ধারন করা হয়নি তবে আমরা যেহেতু বাইক প্রেমী এবং বাইক নিয়ে মতামত প্রদর্শন করতে ভালোবাসি তাই দাম নিয়ে কিছুটা বলাই যায়। যেহেতু এই বাইকের সাথে ইঞ্জিন ও ব্রেকিং এর দিকে পরিবর্তন আনা হয়েছে তাই দামটা একটু বেশি হবে সবার জানা কথা। আমাদের ধারণা যে এই বাইকটি যদি মার্কেটে আসে তাহলে এর দাম ১, ৮০,০০০ থেকে ২, ০০,০০০ টাকার মধ্যেই সীমাবদ্ধ থাকবে। এখন দেখা যাক বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড কত দাম নির্ধারন করে।
বাইকের দাম, ফিচারস এবং বাইক সম্পর্কিত যে কোন তথ্য পেতে সর্বদা ভিজিট করুন মোটরসাইকেল ভ্যালী ডট কম।
On July 16, 2025, in a joyful event, TAILG Bangladesh's distributor Hasan & Co. officially began operations in Natore — a ra...
English BanglaBajaj is one of the most well-known motorcycle brands among the root level bike lovers in Bangladesh. Almost every bike of whi...
English BanglaOn July 15, 2025, EV Pabna, the distributor of TAILG Bangladesh, started its journey in Pabna with a joyful moment, which is a...
English BanglaYamaha is a very well-known bike brand among bike lovers worldwide, which has been achieved mainly due to Yamaha's excellent q...
English BanglaYamaha is one of the top brands in the premium motorcycle brand segment in Bangladesh, and as part of its efforts to maintain ...
English Bangla