নতুন প্রতিটা বিষয়ের প্রতি মানুষের আলাদা রকমের একটা আকর্ষন কাজ করে আর তা যদি সারাজীবনের লালিত সখ তা হলে তো সেটার ব্যাপারে জানার ইচ্ছাটা সেই পর্যায়েই থাকবে। মোটরসাইকেল এমনই একটি বস্তু যা সবার জীবনে প্রয়োজনের আগে সখ হিসেবে আবির্ভুত হয়ে আসে।
সখের যে বস্তুই হউক না কেন তা আমাদের খুব যত্নের হয়ে থাকে। ঠিক তেমনই মোটরসাইকেল কেনার আগে আমরা সবাই ই খুব সতর্ক এবং দেখেশুনে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিই আর এই কারনেই বাজারে সদ্য আসা বাইকের ব্যাপারে জানার আমাদের সবার অন্যরকম একটা ইচ্ছা কাজ করে।
আমাদের পুর্ববর্তী একটি লিখায় আমরা লিখেছিলাম বাংলাদেশের মোটরসাইকেল বাজারে সদ্য প্রবেশ করা মোটরসাইকেল সমুহ নিয়ে আর আজকে আমরা জানবো বাংলাদেশে আসন্ন বাইকের ব্যাপারে।
বাংলাদেশে আসন্ন সবচেয়েআকর্ষনীয় বাইক সমুহ হলোঃ
হোন্ডা ব্রান্ডের নতুন মোটরসাইকেল মানেই সারা বাংলাদেশের বাইক প্রেমীদের কাছে একটা পরম আকর্ষন, সাম্প্রতিক সময়ে হোন্ডার সবচেয়ে আকর্ষনীয় বাইক হিসেবে উল্লেখ করা হতো হোন্ডা হর্নেটকে যা ১৬০সিসি সেগমেন্টে বাংলাদেশে সেরা বাইকের মধ্যে একটি। বর্তমানে হোন্ডার সবচেয়ে আকর্ষনীয় বাইক হলো Honda X Blade মডেলটা যেখানে হোন্ডা তাদের সকল আকর্ষনীয় ফিচারের সাথে অসাধারন আউটলুক দিয়েছে যা যে কারই মনযোগ আকর্ষন করতে সক্ষম। এই বাইকটি ১৬২.৭১সিসি ইঞ্জিন দিয়ে সাজানো হয়েছে যা সর্বোচ্চ শক্তি ১৪.১২ বিএইচপি @ ৮৫০০ আরপিএম উৎপন্ন করে এবং এর সর্বোচ্চ টর্ক ১৩.৯ এনএম @ ৬০০০ আরপিএম। XBlade ABS প্রতি ঘন্টায় ১১০ কিলোমিটার গতিতে চলতে পারে এবং এটি প্রতি লিটারে ৫৯ কিলোমিটার পর্যন্ত চলতে পারে বলে কোম্পানীর দাবী। হোন্ডার এই মডেলটা বাংলাদেশে আসন্ন বাইকের মধ্যে সবার আগে উল্লেখ করা যেতে পারে। তার ব্রান্ড এবং মডেলের নামডাক বিবেচনায় রেখে।
এটি মুলত একটি নামকরা ইটালীয়ান ব্রান্ড যা খুব অল্প সময়ে বাংলাদেশে সুনাম অর্জন করলেও চলার পথে অন্যান্য ব্রান্ডের সাথে তাল মিলাতে গিয়ে বেগ পাচ্ছে। Benelli TNT 150i অসাধারন আউটলুক সমৃদ্ধ একটি মোটরসাইকেল যা যে কেউই পছন্দ করবে তাও আবার প্রথম দেখাতেই। ইতোমধ্যে এই কোম্পানির বেশ কয়েকটি বাংলাদেশের বাজারে বেশ ভালই সাড়া ফেলেছে। এই বাইকটি ১৪৯.৫সিসি ইঞ্জিন দিয়ে তৈরি যা ৯০০০ আরপিএম এ সর্বোচ্চ ১৪বিএইচপি শক্তি উৎপন্ন করে এবং এর সর্বোচ্চ টর্ক ৭০০০ আরপিএম এ ১১.৫ এনএম। Benelli TNT 150i প্রতি ঘন্টায় ১৩৫ কিলোমিটার গতিতে চলতে পারে এবং এটি প্রতি লিটারে ৪৫ কিলোমিটার মাইলেজ দিতে পারবে বলে কোম্পানি আশা করে। অপেক্ষমান বাইকের তালিকায় বেনেলির এই মডেলটা ২য় স্থানে রাখা যায়।
কমিউটার সেগমেন্টে হোন্ডার অন্যতম চমক হলো Honda SP 125। যদিও হোন্ডার পন্যসম্ভারে ইতোমধ্যে নামকরা কয়েকটি ১২৫সিসি মোটরসাইকেল আছে যা বেশিরভাগ কমিউটার বাইক প্রেমীরা পছন্দের শীর্ষেই রাখেন। এই বাইকটি ১২৪সিসি ইঞ্জিন দিয়ে সাজানো হয়েছে যা সর্বোচ্চ শক্তি ১০.৬ বিএইচপি @ ৭৫০০ আরপিএম উৎপন্ন করে এবং এর সর্বোচ্চ টর্ক ১০.৯ এনএম @ ৬,০০০ আরপিএম এবং এটি প্রতি লিটারে ৪৫ কিলোমিটার বা তার চেয়ে বেশি চলবে বলে কোম্পানী আশা করে।
কমিউটার এবং স্কুটারের সমন্বয়ে তৈরি অসাধারন একটি মোটরসাইকেল হলো Lifan KPV 150. মুলত যারা অল্প পরিসরে বাইক নিয়ে বের বিশেষ প্রয়োজন সেরে আবার বাড়ি ফিরেন, তাদের জন্যে এই ধরনের বাইক অনেক আরামদায়ক। তবে লিফানের এই বাইকটাতে একটু পার্থক্য আছে তা হলো লিফান কেপিভি হল ১৫০সিসি ইঞ্জিন দিয়ে তৈরি যা সাধারনত অন্যান্য স্কুটারে দেখা যায় না। এই বাইকটি ১৪৯.৩সিসি ইঞ্জিন দিয়ে চালিত যা সর্বোচ্চ শক্তি ১২.১ পিএস @ ৮৫০০ আরপিএম উৎপন্ন করে এবং এর সর্বোচ্চ টর্ক ১১.৮ এনএম @ ৫৫০০ আরপিএম এবং এটি প্রতি লিটারে ৪৫ কিলোমিটার চলতে পারবে বলে কোম্পানি আশা করে।
আসন্ন আকর্ষনীয় বাইকের তালিকা করতে গেলে অনেক নামই উল্লেখ করতে হবে তবে উপরে উল্লেখিত বাইকগুলিই হলো অনেকের অপেক্ষার কারন। আপনি আসন্ন বাইক নিয়ে আরও জানতে চান বা তথ্যের সাথে আপডেটেড থাকতে চান তবে অবশ্যই এই লিংকে ক্লিক করে আমাদের আপকামিং বাইক পেজে চোখ রাখুন।
Generally, e-bikes and electric motorcycles use lead-acid, lithium-ion, and nickel-metal hydride batteries. However, alongside...
English BanglaYamaha is a motorcycle brand in Bangladesh whose reputation and recognition are equally known by all levels of bikers in Ban...
English BanglaSince the approval of Higher CC bikes in the Bangladesh market, new brands and models have started coming to Bangladesh one af...
English BanglaTo give bike lovers in Bangladesh a taste of different bikes in higher cc, Hyosung Bangladesh has launch a few completely diff...
English BanglaIndia’s iconic motorcycle manufacturer, Royal Enfield, is set to enter the 250cc segment for the first time. However, the mo...
English Bangla