Sunra
Yamaha Banner
Search

টিভিএস মোটরসাইকেলের দাম আগষ্ট ২০১৭

2017-08-27

টিভিএস মোটরসাইকেলের দাম আগষ্ট ২০১৭


TVS-Motorcycle-Prices-August-2017


বাংলাদেশে দুই চাকার বাহনগুলোর জনপ্রিয়তা দ্রততার সাথে বেড়েই চলেছে। বর্তমান বাজারে জাপানিজ মোটরসাইকেলের পাশাপাশি ইন্ডিয়ান মোটরসাইকেলের বেশ চাহিদা রয়েছে। ইন্ডিয়ান মোটরসাইকেলের গুলোর বিক্রয় আগের তুলনায় বেশ উন্নতি হয়েছে এর কারন হল তারা কমদামে ভাল মানের মোটরসাইকেল সরবরাহ করছে। বর্তমানে আমাদের দেশে জনপ্রিয় একটি ইন্ডিয়ান মোটরসাইকেল ব্র্যান্ড হল টিভিএস। টিভিএস মোটরসাইকেলের জনপ্রিয়তার মুল কারণ হল তারা কমদামের মধ্যে খুব ভাল ফিচার সমৃদ্ধ এবং ইউজার ফ্রেন্ডলি বাইক গ্রাহকদের হাতে তুলে দিচ্ছে। TVS Auto Bangladesh Ltd হচ্ছে বাংলাদেশে টিভিএস এর একমাত্র পরিবেশক। বিভিন্ন কারণে মোটরসাইকেলের দাম পরিবর্তন হচ্ছে। নীচে টিভিএস মোটরসাইকেলের বর্তমান মুল্য তালিকা দেওয়া হল।

TVS Metro KS: বেশ চাহিদা সম্পন্ন একটি কমিউটার বাইক। চাহিদার কারণ হল এটি আকারে ছোট, স্টাইলিশ আউটলুক সেই সাথে দুর্দান্ত মাইলেজ। এছাড়াও ১০০ সিসি বাইক হিসেবে চমৎকার ডিজাইন রয়েছে। এই কমিউটার বাইকটির দাম ৯৯৯০০ টাকা।

TVS Metro ES: এই মডেলটি TVS Metro KS এর মতই একই ফিচার রয়েছে তবে অতিরিক্ত একটি ফিচার যোগ করা হয়েছে সেটা হল ইলেকট্রিক স্টার্ট অপশন। যার ফলে দামটা আগের মডেলের তুলনায় সামান্য বেশী। বাইকটির দাম ১০৯৯০০ টাকা।

TVS Metro Plus: গ্রাহকদের চাহিদা ও সুবিধার কথা বিবেচনায় নিয়ে টিভিএস নিয়ে এসেছে আপডেটেড ফিচার সমৃদ্ধ TVS Metro Plus। ১০৯ সিসির ইঞ্জিন, ভাল ম্যাক্স পাওয়ার ও টর্ক, স্টাইলিশ গ্রাফিক্স এবং একই ক্যাটাগরির ফুয়েল ইকোনমি যে কোন কমিউটার লাভার বাইকারকে আকৃষ্ট করবে। বাইকটির ডিস্ক ব্রেক এবং ড্রাম ব্রেক এই দুটি মডেল বাজারে পাওয়া যাচ্ছে। ডিস্ক ব্রেক এর দাম ১৩২৯০০ এবং ড্রাম ব্রেকের দাম ১২৩৯০০ টাকা।

TVS Phoenix: এই বাইকটা তেমন একটা স্টাইলিশ বাইক না খুব সাধারণ ডিজাইনের সাথে মার্জিত কালার কম্বিনেশন তবে ১২৫ সিসির বাইক হিসেবে বেশ আপডেটেড ফিচার রয়েছে। বাইকটির দাম ১৪৮৯০০ টাকা।

TVS Stryker: TVS Stryker বর্তমানে বেশ চাহিদা সম্পন্ন একটি বাইক। বাইকটিতে স্টাইলিশ কালার কম্বিনেশন,সুন্দর ডিজাইন রয়েছে এবং ফিচার গুলো গ্রাহকদের চাহিদা পুরন করবে। বাইকটির দাম ১৩৭৯০০ এবং বিভিন্ন কালার বাজারে পাওয়া যাচ্ছে।

Apache RTR 150: RTR 150 বাইকটি অনেক সুন্দর একটি স্পোর্টস ক্যাটাগরির বাইক যেটা প্রথম দর্শনেই যে কোন বাইকারের নজর কাড়বে। বাইকটির স্পীড এবং আউটলুক নিয়ে প্রত্যেকটি RTR 150 ব্যবহারকারী বেশ সন্তুষ্ট। বাইকটিতে চমৎকার বিন্ড কোয়ালিটি রয়েছে। এই বাইকটির ২ ধরণের মডেলে রয়েছে তবে প্রত্যেকটির বিল্ড কোয়ালিটি এবং ফিচার একই আছে কিন্তু ব্রেকিং এবং সাসপেনশনের জন্য বিভিন্ন রকমের দাম রয়েছে। RTR 150 (Single Disc) এবং RTR 150 (Double Disc)। RTR 150 (Single Disc) এর তুলনায় RTR 150 (Double Disc) তে সাসপেনশন এবং ব্রেকিং বেশ ভাল মানের আছে। RTR 150 (Single Disc) এর দাম ১৭৯৯০০ টাকা এবং RTR 150 (Double Disc) এর দাম ১৯৮৯০০ টাকা।

Apache RTR 150 (Matte Series): ম্যাট সিরিজ বাইকগুলো আগের মডেলের মতই বডি আকার রয়েছে তবে কালার কম্বিনেশন, ইঞ্জিন কোয়ালিটি এবং অন্যান্য সকল ফিচার আগের মডেলের তুলনায় বেশ উন্নত করা হয়েছে। নতুন কালার, ব্রেকিং সিস্টেম, পাওয়ারফুল ইঞ্জিন, মাইলেজ এবং স্পীড সব কিছু মিলিয়ে বাংলাদেশের বাজারে বেশ ভাল পজিশন ধরে রেখেছে। বাইকটির দাম ১৮৪৯০০ টাকা।

TVS Wego: টিভিএস এর স্কুটার ক্যাটাগরির একটি হল Wego। দেখতে সুন্দর, ১০৯ সিসির ইঞ্জিন যেটা বেশ ভাল আউটপুট দিয়ে থাকে, বিভিন্ন কালার সব কিছু মিলিয়ে খুব সুন্দর একটি স্কুটার। এই স্কূটার এর বাজারমুল্য ১৬২৯০০ টাকা।

TVS XL: টিভিএস এর আরেকটি স্কুটার হল XL। স্কুটারটিতে ১০০ সিসির ইঞ্জিন আছে যেটা ম্যাক্স পাওয়ার ৪.২ পি এস এবং ম্যাক্স টর্ক ৬.৩ রয়েছে এর পাশাপাশি স্কুটারটির আরেকটি ভাল দিক হল এর অসাধারণ মাইলেজ যেটা ৬৭ কিমি প্রতি লিটারে। স্কুটারটির দাম ৬৪৯০০ টাকা।
ঈদকে সামনে রেখে টিভিএস নিয়ে এসেছে ফ্রি রেজিস্ট্রেশন,রোড ট্যাক্স এবং ইন্সুরেন্স যেটা গ্রাহকদের প্রায় ৮০০০ টাকা বাঁচিয়ে দিবে। এই অফারটি ম্যাট সিরিজ বাদে অন্যান্য প্রত্যেকটি বাইকের ক্ষেত্রে প্রযোজ্য। অফারটি চলবে ঈদের আগের দিন অর্থাৎ চাঁদ রাত পর্যন্ত।

Bike News

Hyosung Bike Price in Bangladesh October 2025
2025-10-19

Hyosung Bangladesh, which is basically a South Korean motorcycle brand, is operating in Bangladesh with some popular models acco...

English Bangla
CFMoto Bike Price in Bangladesh October 2025
2025-10-16

The world-famous bike brand CFMoto has carved an indelible place in the minds of young bike enthusiasts in Bangladesh, mainly due ...

English Bangla
New Era of E-Mobility in Bangladesh: Global E-Bike Brand ‘Sunra’ Officially Launches
2025-10-15

Bangladesh has entered a new chapter in electric mobility with the official launch of the world-renowned Chinese e-bike brand Su...

English Bangla
GPX Bike Price in Bangladesh October 2025
2025-10-15

Among the few foreign premium sports category motorcycle brands that do business in Bangladesh, one of the most renowned motorcy...

English Bangla
Yamaha Bike Price in Bangladesh October 2025
2025-10-13

Yamaha is a very well-known brand among bike lovers and this recognition is worldwide. Yamaha's reputation in Bangladesh is not ...

English Bangla
Filter