
বাংলাদেশের বাজারে স্কুটারের ব্যাপক চাহিদা রয়েছে। গ্রাহকদের চাহিদা ও অভিরুচিকে প্রাধান্য দিয়ে কোম্পানীগুলো নিত্য নতুন ডিজাইনের স্কুটার বাজারে নিয়ে আসছে। এদিকে বলে রাখা ভালো যে জাপানিজ, ইন্ডিয়ান, চাইনিজসহ অন্যান্য দেশের বাইক প্রস্ততকারক কোম্পানী তাদের স্কুটারগুলো খুব ভালোভাবে গ্রাহকদের সামনে তুলে ধরছে। আজকে আমরা টিম মোটরসাইকেল ভ্যালী আপনাদের সাথে আলোচনা করবো বাংলাদেশের বাজারে যে স্কুটারগুলো রয়েছে সেগুলোর দাম নিয়ে। চলুন তাহলে দেখে নেওয়া যাক বাংলাদেশের বাজারে বিদ্যমান স্কুটারগুলোর দাম।
Aprilia SR 125

Aprilia SR 125 হল ১২৫ সিসির সুন্দর একটি স্কুটার। এই স্কুটারের রয়েছে আধুনিক সব ফিচারস এবং রাইডারের জন্য সকল সুবিধা। Aprilia SR 125 স্কুটারের দাম ১,৭৯,০০০ টাকা।
Aprilia SR 150 Race

১৫০ সিসির এই স্কুটারটি যে কোন গ্রাহকদের আকৃষ্ট করতে সক্ষম । এই স্কুটারটি বাজারে পাওয়া যাচ্ছে মাত্র ১, ৯২,০০০ টাকায়।
Atlas Zongshen ZS 110 56

বাংলাদেশের বাজারে খুব কম দামের মধ্যে সুন্দর একটি স্কুটার হল এই AtlasZongshen ZS 110 56। এই স্কুটারটিতে কম দামের মধ্যে একজন রাইডারের সকল সুবিধা দেওয়া আছে। দেশের বাজারে এই স্কুটারের দাম মাত্র ৯৫,৫০০ টাকা।
Atlas Zongshen ZS 110 72

খুবই কম দামের মধ্যে বাজারে আরেকটি সুন্দর একটি স্কুটার হল এই AtlasZongshen ZS 110 72। এই স্কুটারের রয়েছে কম দামের মধ্যে নজরকাড়া ডিজাইন ও প্রয়োজনীয় সব ফিচারস। বাংলাদেশের বাজারে এই স্কুটারের দাম মাত্র ৭৮,০০০ টাকা।
H Power HP125

H Power এর সুন্দর স্কুটারগুলোর মধ্যে একটি হল এই H Power HP125। এই স্কুটারটিতে রয়েছে ১২৫ সিসির ইঞ্জিন এবং রাইডারদের প্রয়োজনীয় সব ফিচারস এখানে রয়েছে। H Power HP125 এর দাম ১, ২৫,০০০ টাকা।
H Power Super R 100

H Power এর সুন্দর ও কম দামের মধ্যে একটি স্কুটার হল এই H Power Super R 100। এই স্কুটারটিতে রয়েছে সুন্দর ডিজাইন ও রাইডারদের জন্য প্রয়োজনীয় সব ফিচারস। বাংলাদেশের বাজারে এই স্কুটারের দাম ৮৫,০০০ টাকা।
Hero Maestro Edge

Hero বাংলাদেশের অনেক স্বনামধন্য একটি ব্যান্ড এবং এই ব্রান্ডের রয়েছে অনেক সুন্দর সুন্দর স্কুটার । তাদের বিদ্যমান স্কুটারগুলোর মধ্যে একটি হল Hero Maestro Edge। বাংলাদেশের বাজারে এই স্কুটারের দাম ১, ৩১,৯৯০ টাকা।
Hero Pleasure

Hero এর আরেকটি সুন্দর স্কুটারের নাম হল Hero Pleasure। এই স্কুটারের রয়েছে সুন্দর ডিজাইনের সাথে সুন্দর ফিচারস। বাংলাদেশের বাজারে এই স্কুটারের দাম ১, ২৪,৯৯০ টাকা।
Honda Dio

আমরা জানি যে Honda অনেক জনপ্রিয় একটি ব্র্যান্ড এবং বাংলাদেশের বাজারে তাদের অনেক সুন্দর সুন্দর বাইক রয়েছে। তাদের স্কুটার সেগমেন্টে একটি সুন্দর স্কুটার আছে যার নাম Honda Dio। বাংলাদেশের বাজারে এই স্কুটারের দাম ১,৫০,৯০০ টাকা।
Lifan Blink 125

১২৫ সিসি সেগমেন্টের মধ্যে লিফানের একটি সুন্দর স্কুটার হল এই Lifan Blink 125। এই স্কুটারটি লিফান কম বাজেটের মধ্যে খুব সুন্দর ডিজাইন দেওয়ার চেষ্টা করেছে। Lifan Blink 125 এর বর্তমান দাম ১,৩৫,০০০ টাকা।
Lifan KPV 150

স্কুটার সেগমেন্টে অত্যাধুনিক একটি স্কুটার হল এই Lifan KPV 150 । এই স্কুটারটিতে রয়েছে অত্যাধুনিক সব ফিচারস এবং নজরকাড়া ডিজাইন। বাংলাদেশের বাজারে এই স্কুটারের দাম ২,৮০,০০০ টাকা।
Lifan KPV 150 ABS

স্কুটার সেগমেন্ট বলতে আমরা জানি যে একটু ছোটখাট ও কম ফিচারসের বাইক কিন্তু লিফান তাদের Lifan KPV 150 ABS দ্বারা প্রমান করেছে যে স্কুটারের মধ্যে নামীদামী ফিচারস দেওয়া সম্ভব যা হাই সিসির বাইকগুলোতে থাকে। বাংলাদেশের বাজারে Lifan KPV 150 ABS স্কুটারের দাম ২, ৯৯,০০০ টাকা।
Lifan KPV 150 Queen & Youth Edition

লিফানের আরেকটি সুন্দর স্কুটার হল এই Lifan KPV 150 Queen & Youth Edition। এই স্কুটারে রয়েছে তাদের Lifan KPV 150 মতই আধুনিক সব ফিচারস । এদিকে এই স্কুটারের রয়েছে আকর্ষণীয় ডিজাইন ও কালার কম্বিনেশন। বাংলাদেশের বাজারে Lifan KPV 150 Queen & Youth Edition এর দাম ৩,১০,০০০ টাকা।
Lifan Razor 100

Lifan Razor ১০০ সিসির মধ্যে খুব সুন্দর একটি স্কুটার যা লিফান বাংলাদেশের বাজারে বাজারজাত করছে। এই স্কুটারে রয়েছে কম দামের মধ্যে অত্যাধুনিক সব ফিচারস। বাংলাদেশের বাজারে এই স্কুটারের দাম ১,১৫,০০০ টাকা।
Meiduo Lily Super Power

Meiduo এর সুন্দর স্কুটারগুলোর মধ্যে একটি হল এই Meiduo Lily Super Power। কম দামের মধ্যে এই স্কুটারে রয়েছে অত্যাধুনিক সব ফিচারস ও প্রযুক্তি। বাংলাদেশের বাজারে এই স্কুটারের দাম ১,০০,০০০ টাকা।
Meiduo M Spark 125cc

বাজারে সুন্দর স্কুটারের কাতারে এই স্কুটারটি রাখা যাবে এটি নিশ্চিতভাবে বলা যায় কারণ এই স্কুটারে রয়েছে আকর্ষণীয় ডিজাইনের সাথে অত্যাধুনিক সব ফিচারস। বাংলাদেশের বাজারে এই স্কুটারের দাম রাখা হয়েছে ১,৪০,০০০ টাকা।
Meiduo M6 150cc

Meiduo বাজারে কম দামের মধ্যে অনেক সুন্দর সুন্দর স্কুটার নিয়ে আসছে সেজন্য তারা গ্রাহকদের থেকে বেশ ভালো সাড়া পাচ্ছে। Meiduo M6 150cc হল এমন একটি স্কুটার যার রয়েছে সুন্দর ডিজাইন ও আকর্ষণীয় দাম। বাংলাদেশের বাজারে এই স্কুটারের দাম ১,৭০,০০০ টাকা।
Meiduo S Max 150cc

গ্রাহকদের চাহিদা বৃদ্ধির সাথে সাথে বাজারে বিভিন্ন ধরনের স্কুটার নিয়ে আসছে Meiduo । ঠিক তেমনি একটি স্কুটার হল Meiduo S Max 150cc। এই স্কুটারের দাম ১,৬০,০০০ টাকা।
Runner Kite+

স্বদেশী ব্র্যান্ড রানার এর রয়েছে অনেক সুন্দর সুন্দর স্কুটার এবং সেগুলো অনেক কম দামে। তাদের স্কুটারগুলো মধ্যে রয়েছে Runner Kite+ যার দাম বাংলাদেশের বাজারে মাত্র ৮৮,০০০ টাকা।
Runner Skooty 110

রানার এর সুন্দর সুন্দর স্কুটারগুলোর মধ্যে আরেকটি হল Runner Skooty 110। এই স্কুটারের রয়েছে আকর্ষণীয় ডিজাইন সাথে সুন্দর সব ফিচারস একদম কম বাজেটের মধ্যে। বাংলাদেশের বাজারে এই স্কুটারের দাম ১,০৮,০০০ টাকা।
Suzuki Access 125 Fi

সুজুকি জাপানিজ স্বনামধন্য একটি কোম্পানী এবং তাদের বহরে সুন্দর সুন্দর কিছু স্কুটার রয়েছে। ঠিক তেমনি একটি স্কুটার হল Suzuki Access 125 Fi । এই স্কুটারের রয়েছে ক্লাসিক্যাল ডিজাইন এবং এফআই প্রযুক্তি। বাংলাদেশের বাজারে এই স্কুটারের দাম ১,৬৪,৯৫০ টাকা।
Suzuki Burgman Street

সুজুকি নতুন ডিজাইনের বাইক বাজারে সরবরাহ করার জন্য বেশ পারদর্শী। এদিকে তারা সুন্দর সুন্দর ফিচারস দিয়ে তাদের স্কুটার পরিপুর্ন করেছে , ঠিক তেমনি একটি স্কুটার হল Suzuki Burgman Street। এই স্কুটারের দাম ২,৪৯,০০০ টাকা।
Suzuki Lets

সুজুকির আরেকটু সুন্দর স্কুটার হল Suzuki Lets। এই স্কুটারটির রয়েছে সুন্দর ডিজাইন সাথে সহনীয় দাম। বাংলাদেশের বাজারে এই স্কুটারের দাম ১,৩৬,৯১৭ টাকা।
Taro F16 CT Max

আমরা জানি যে দেশের বাজারে Taro অনেক সুন্দর সুন্দর বাইক নিয়ে আসে সেই সাথে তারা আবার সুন্দর একটি স্কুটারও এনেছে যার নাম Taro F16 CT Max । বাংলাদেশের বাজারে এই স্কুটারের দাম ১,৭০,০০০ টাকা।
TVS Jupiter

টিভিএস বাংলাদেশের বাজারে গ্রাহকদের চাহিদা অনুযায়ী অনেক সুন্দর সুন্দর বাইক নিয়ে এসেছে। তারা স্কুটার সেগমেন্টে একটি সুন্দর স্কুটার রেখেছে যার নাম TVS Jupiter। এই স্কুটারটির দাম ১,৩৭,৯০০ টাকা।
TVS Ntorq 125

যুগের সাথে তাল মিলিয়ে গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে টিভিএস আধুনিক ফিচারস সমৃদ্ধ একটি স্কুটার নিয়ে এসেছে যার নাম TVS Ntorq 125। এই স্কুটারটির বর্তমান দাম ১,৭৯,৯০০ টাকা।
TVS Rockz

স্কুটার সেগমেন্টে আরও বেশি অপশন রাখার জন্য টিভিএস নিয়ে এসেছে সুন্দর এই স্কুটার। TVS Rockz এর বাংলাদেশের বাজারে দাম ১,৫২,৯০০ টাকা।
TVS Wego 110

১১০ সিসির সুন্দর একটি স্কুটার হল এই TVS Wego 110। সুন্দর ডিজাইনের এই স্কুটারটিতে রয়েছে রাইডারের প্রয়োজনীয় সব ফিচারস। দেশের বাজারে এই স্কুটারের দাম ১,৪৪,৯০০ টাকা।
Vespa

ভেসপা একটি ইতালিয় কোম্পানি এবং বাংলাদেশের বাজারে স্কুটার সেগমেন্টে অনেক জনপ্রিয়তা রয়েছে। সম্প্রতি তারা দেশের বাজারে অনেকগুলো স্কুটার নিয়ে এসেছে এবং সেগুলোর চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। চলুন তাদের বিদ্যমান স্কুটারগুলোর দাম এক নজরে দেখে নেওয়া যাক।
Vespa Elegante VXL 150 স্কুটারের দাম ২,৪০,০০০ টাকা।
Vespa Elegante VXL 150 ABS স্কুটারের দাম ২,৪৫,০০০ টাকা।
Vespa LX 125 স্কুটারের দাম ১,৭৭,০০০ টাকা।
Vespa Notte 125 স্কুটারের দাম ১,৭৭,০০০ টাকা।
Vespa SXL 125 স্কুটারের দাম ১,৯৯,০০০ টাকা।
Vespa SXL 150 স্কুটারের দাম ২,২৮,০০০ টাকা।
Vespa VXL 125 স্কুটারের দাম ১,৯৭,০০০ টাকা।
Vespa VXL 150 স্কুটারের দাম ২,৩০,০০০ টাকা।
Yamaha NMax

ইয়ামাহার জনপ্রিয়তা আমরা সবাই জানি এবং তারা বাংলাদেশের বাজারে সুন্দর সুন্দর বাইকের পাশাপাশি অত্যাধুনিক মানের স্কুটার নিয়ে আসে। Yamaha NMax স্কুটারের দাম ৪, ২৫,০০০ টাকা।
Yamaha Ray ZR Street Rally

স্কুটার প্রেমিদের কাছে সহনীয় দামের মধ্যে ভালো মানের স্কুটার তুলে দিতে বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে Yamaha Ray ZR Street Rally । এই স্কুটারের দাম ১, ৬৫,০০০ টাকা।
Yamaha Ray ZR Street Rally Fi

পুর্বের Yamaha Ray ZR Street Rally এর মত এই স্কুটারের ডিজাইন ও ফিচারস একই আছে এবং এডিশনাল ফিচারস হিসেবে যুক্ত আছে নতুন কালার কম্বিনেশন ও এফআই প্রযুক্তি। দেশের বাজারে এই স্কুটারের দাম ২,২০,০০০ টাকা।
Znen

বাংলাদেশের স্কুটার প্রেমিদের নতুন নতুন স্কুটারের স্বান দিতে Znen শুধুমাত্র দেশের বাজারে তাদের সুন্দর সুন্দর স্কুটার সরবরাহ করে থাকে। কম দামের মধ্যে এই সুন্দর সুন্দর স্কুটারগুলোতে রয়েছে আধুনিক সব ফিচারস এবং সুযোগ সুবিধা। দেশের বাজারে তাদের যে স্কুটারগুলো রয়েছে সেগুলো হল-
Znen Delivery 125cc স্কুটারের দাম ১,৩৫,০০০ টাকা
Znen Jog স্কুটারের দাম ১,২০,০০০ টাকা।
ZNEN RX 150 Offroad স্কুটারের দাম ১,৪৫,০০০ টাকা।
Znen T6 স্কুটারের দাম ১,৬৫,০০০ টাকা।
ZNEN T9 স্কুটারের দাম ২,১৫,০০০ টাকা।
এই ছিলো বাংলাদেশের বাজারে বিদ্যমান সুন্দর সুন্দর স্কুটারের দাম এবং তাদের লেটেস্ট ফিচারস সম্পর্কে সামান্য ধারণা। আপনারা যদি এই স্কুটারগুলোর আরও বিস্তারিত ফিচারস দেখতে ক্লিক করুন এখানে।
Bajaj is one of the few motorcycle brands that are at the top of the commuter segment in Bangladesh, each of whose models is wel...
English BanglaIn the sports bike segment of Bangladesh, one of the most admired and fast-growing brands is the Thai motorcycle manufacturer GP...
English BanglaThe South Korean motorcycle brand Hyosung has officially entered the Bangladeshi market, bringing with it a highly anticipated l...
English BanglaOne of the few brands that has received a great response from the bike lovers and biker community since the increase in the CC l...
English BanglaBajaj is one of the most well-known motorcycle brands in Bangladesh, one of the reasons for which is the excellent combination o...
English Bangla