
বাংলাদেশের বাজারে সম্প্রতি এসেছে R15M বাইক। এই বাইকটি গ্রাহকদের মাঝে তুমুল সাড়া ফেলেছে এবং অবশেষে সকল প্রতিক্ষার অবসান ঘটিয়ে বাজারে অফিশিয়ালি আসছে Yamaha R15M। এই বাইকের আছে নতুন গ্রাফিক্স, 3D লোগো এবং বিশেষ রাইডিং সীটসহ, 155 CC LC4V SOHC FI ইঞ্জিন যেখানে আছে VVA সহ ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম এই বাইককে করে তুলেছে লো সেগমেন্টেড রেসিং মেশিন। এছাড়াও রয়েছে কুইক শিফটার ।
স্পেশাল ফিচারস হিসেবে রয়েছে
এদিকে এই স্পোর্টস বাইকের ইঞ্জিনে রয়েছে লিকুইড কুল্ড সিঙ্গেল সিলিন্ডার ওভার হেড ক্যামশ্যাফট ১৫৫ সিসি LC4V SOHC এফআই ইঞ্জিন সর্বোচ্চ যা 13.5kW/ 18.4 PS/ 20 HP @ 10000 rpm এবং সর্বোচ্চ টর্ক 14.2N.m @ 7500 rpm উৎপন্ন করে। এখানেই শেষ নয়,এই নতুন ইঞ্জিনটিতে একটি ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম এবং একটি কুইক শিফটার (আপ-শিফট) রয়েছে। বাইকের অন্যান্য গুরত্বপুর্ন ফিচারস হিসেবে আছে ভেরিয়েবলভালভঅ্যাকচুয়েশন (VVA)। ডাইমেনশনে আছে দৈর্ঘ্য 1,990 মিমি, সামগ্রিক প্রস্থ 725 মিমি, সামগ্রিক উচ্চতা 1,135 মিমি। সীটের উচ্চতা 815 মিমি। এদিকে সাসপেনশনের দিকে আছে টেলিস্কোপিক আপসাইড ডাউন ফর্ক (ইউএসডি) সাসপেনশন সামনের দিকে এবং পিছনের দিকে লিঙ্কড-টাইপ মনোক্রস সাসপেনশন । উভয় সাসপেনশন কার্যকর এবং উন্নত রাইডিং অভিজ্ঞতার দিতে সক্ষম. এই বাইকের টায়ারের পরিমাপ 100/80-17M/C 52P এবং পিছনের পরিমাপ 140/70R17M/C 66H। । R15 M এর এই নতুন সংস্করণটিও ডুয়াল ডিস্ক প্লেট সহ বাজারে এসেছে। সামনের ডিস্ক ব্রেক 282 মিমি এবং পিছনেরটি 220 মিমি। ব্রেকিংয়ের অগ্রগতির জন্য ডুয়াল চ্যানেল এবিএস ইয়ামাহা R15 M এর দুটি ভেরিয়েন্টের সাথে সরবরাহ করা হবে।
বাংলাদেশের বাজারে R15 M বাইকের দাম ৫,৫৫,০০০ টাকা।
বাংলাদেশের সকল অথরাইজড ইয়ামাহার শোরুমে এই বাইকের প্রি বুকিং অফার চলছে এবং প্রি বুকিং দিলেই স্পেশাল ক্যাশব্যাক অফার ও রয়েছে। তাই দেরি না করে আপনার পছন্দের বাইকটি কিনুন এবং আপনার রাইড উপভোগ করুন।
Hyosung Bangladesh, which is basically a South Korean motorcycle brand, is operating in Bangladesh with some popular models acco...
English BanglaThe world-famous bike brand CFMoto has carved an indelible place in the minds of young bike enthusiasts in Bangladesh, mainly due ...
English BanglaBangladesh has entered a new chapter in electric mobility with the official launch of the world-renowned Chinese e-bike brand Su...
English BanglaAmong the few foreign premium sports category motorcycle brands that do business in Bangladesh, one of the most renowned motorcy...
English BanglaYamaha is a very well-known brand among bike lovers and this recognition is worldwide. Yamaha's reputation in Bangladesh is not ...
English Bangla