৭০,০০০ টাকার মধ্যে মানসম্পন্ন বাইকসমুহ
সাম্প্রতিক সময়ে বাংলাদেশে জ্বালানী তেলের মুল্যবৃদ্ধি এবং আনুসাংগিক সকল পন্যের মুল্যবৃদ্ধির কারনে বাইকার এবং বাইক প্রেমী সকলেই জ্বালানী এবং মুল্য সাশ্রয়ী বাইক খুজে চলেছেন। বলাবাহুল্য আমাদের দেশে মোটরসাইকেল মার্কেটে শুরু থেকেই কমদামে বেশভালমানের অনেকগুলি মোটরসাইকেল আছে আর এই সকল বাইকের ব্যাপারে আমাদের কাছে ব্যবহারকারীদের ইতিবাচক মতামতও আছে।
নিম্নে ৫০,০০০ টাকা থেকে শুরু করে ৭০,০০০ টাকার মধ্যে থাকা বাংলাদেশের মোটরসাইকেল মার্কেটের সকল বাইক উল্লেখ করা হলোঃ
১০০সিসির H Power Premio বাইকটির দাম ৭০,০০০ টাকা আর বলে রাখা ভাল যে এই বাইকটির মুল্য এখনও বৃদ্ধি করেনি H Power কর্তৃপক্ষ। এই বাইকটি গ্রাহক পর্যায়ে কারও সাথে আমাদের এখনও কথা না হলেও কোম্পানীর দাবী অনুযায়ী এই বাইকটি প্রায় ৬০ কিলোমিটার মাইলেজ দিতে সক্ষম যা এই মুল্যে একটি ১০০সিসি বাইক থেকে যথেষ্ট বলেই আমাদের এক্সপার্টরা বলেন।
বাংলাদেশে Victor R ব্রান্ডের আমদানীকারক হলো Rasel Industries Ltd অর্থাৎ যে কোম্পানীকে আমরা Lifan নামে চিনি তারাই এই বাইকের আমদানীকারক। Victor R V80 Xpressবাইকটি মুলত একটি ৮০সিসির বাইক যা স্বল্প দুরুত্বের পথে বেশ দারুন পারফর্ম করে থাকে। বর্তমানে Victor R V80 Xpress বাইকের দাম ৭০,০০০ টাকা।
সারাবাংলাদেশেররুটলেভেলেরবাইকারদেরস্বল্পদুরুত্বেব্যবহারেরজন্যরানারেরএকটিসুবিখ্যাতমডেলহলোRunner AD80S Alloy। বললে ভুল হবে না যে বাংলাদেশে ৮০সিসির সর্বাধিক ব্যবহৃত এবং সর্বাধিক বিক্রিত একটি মডেল হলো Runner AD80S Alloy আর অফারের আওতায় থাকা রানারের এই মডেলটির দাম ৬৯,০০০ টাকা। মাইলেজের দিক দিয়েও রানারের ৮০সিসির এই বাইকটার রয়েছে বিশেষ পরিচয় যা প্রায় ৫৫ কিলোমিটার প্রতি লিটার বা তারও বেশি।
কমিউটারসেগমেন্টেরঅন্যতমসেরাব্র্যান্ড H Power এরআরেকটিস্বল্পমুল্যেরমডেলহলোH Power Star 80 এবং আমাদের হাতে থাকা সবশেষ তথ্যমতে এই বাইকটিও অফারের আওতায় আছে যার বর্তমান মুল্য ৬৮,০০০ টাকা।
১০০সিসিবাইকেরবাজারেসবচেয়েকমদামীবাইকহলোPegasus Victory 100 আর এই বাইকটিও বর্তমানে অফারে আওতাধীন যার কারনে এই বাইকটি এখন পাওয়া যাচ্ছে মাত্র ৬৫,০০০ হাজার টাকায় তাছাড়া অফারের বাইরে থাকলে এই বাইকের দাম ৭৫,০০০ টাকা।
মাইলেজেরদিকদিয়ে৮০সিসিরবাইকেরমধ্যেসেরাএকটিমোটরসাইকেলহলোRoadmaster Prime যার মাইলেজ অনেক সময় ১০০সিসির অনেক নামকরা ব্রান্ডের মোটরসাইকেলকেও হার মানিয়ে দেয়, এই বাইকের পারফরমেন্স নিয়ে আমাদের সাথে কথা হয়েছে ৭ জন ব্যবহারকারীর আর তাদের প্রত্যকের অভিজ্ঞতা অনুযায়ী এই বাইকটা তাদের অনেক ভাল পারফরমেন্স দিয়েছে আর মাইলেজ নিয়ে বলতে গেলে গড়ে সবাই মাইলেজ পাচ্ছেন ৬০ কিলোমিটার প্রতি লিটার। ছোট একটা মুল্যছাড়ের কারনে এই বাইকটির বর্তমান দাম ৫৯,৯০০ টাকা। পারফরমেন্স বিচারে অন্যান্য যেকোন বাইকের থেকে এই বাইকের দাম অনেকই কম বলা যায়।
স্ট্যান্ডার্ড বাইক সেগমেন্টে বাংলাদেশে সবচেয়ে কমদামী বাইক হলো রানারের Runner Bike RT দেখতে ছোটখাঠো হলেও সাধারন বাইক ব্যবহারকারীদের একটি শ্রেনী আছে যাদের কাছে এই বাইকটি অনেক প্রিয়। এই বাইকের সবমিলিয়ে ৫ জন ব্যবহারকারীর সাথে আমাদের কথা হয়েছে এবং তাদের সকলেই গড়ে মাইলেজ পাচ্ছেন ৫০ কিলোমিটার প্রতি লিটার আর এই বাইকটি বর্তমানে অফারের আওতায় আছে যার কারনে বর্তমান মুল্য ৫৫,০০০ টাকা।
Generally, e-bikes and electric motorcycles use lead-acid, lithium-ion, and nickel-metal hydride batteries. However, alongside...
English BanglaYamaha is a motorcycle brand in Bangladesh whose reputation and recognition are equally known by all levels of bikers in Ban...
English BanglaSince the approval of Higher CC bikes in the Bangladesh market, new brands and models have started coming to Bangladesh one af...
English BanglaTo give bike lovers in Bangladesh a taste of different bikes in higher cc, Hyosung Bangladesh has launch a few completely diff...
English BanglaIndia’s iconic motorcycle manufacturer, Royal Enfield, is set to enter the 250cc segment for the first time. However, the mo...
English Bangla