Sunra
Yamaha Banner
Search

৩ লক্ষ টাকার মধ্যে বাংলাদেশের জনপ্রিয় বাইকসমূহ

2021-10-24

৩ লক্ষ টাকার মধ্যে বাংলাদেশের জনপ্রিয় বাইকসমূহ

bike-within-3-lac-1635057225.jpg
বর্তমান সময়ে ১৫০ সিসি বাইকের চাহিদা অনেক বাড়ছে। গ্রাহকের চাহিদা বাড়ার পাশাপাশি বিভিন্ন কোম্পানী গুলো চেষ্টা করছে গ্রাহকদের চাহিদা মোতাবেক ও যুগের সাথে তাল মিলিয়ে নিত্য নতুন ডিজাইন, ফিচারস ও আউটলুকের বাইক সরবরাহ করতে। আমরা জানি যে ১৫০ সিসি থেকে ১৬৫ সিসি বাইকের দাম অন্যান্য বাইকের তুলনায় একটু বেশি। আপনাদের সুবিধার্থে আজকে আমরা টিম মোটরসাইকেল ভ্যালী আলোচনা করতে যাচ্ছে বাংলাদেশের বাজারে বিদ্যমান ৩ লক্ষ টাকার মধ্যে জনপ্রিয় বাইকগুলো নিয়ে।


Bajaj:
Bajaj-1635057261.jpg
বাজাজ বাংলাদেশের বাজারে অনেক জনপ্রিয় ব্রান্ড। তাদের সিরিজে ৩ লক্ষ টাকার মধ্যে বর্তমানে ২ টি বাইক দেখতে পাওয়া যায় সেগুলো হল Bajaj Avenger 160 ABS এবং Bajaj Pulsar NS160 TD ABS


Bajaj Avenger 160 ABS বাইকটি একটি ক্রুজার সেগমেন্টের বাইক। এই বাইকে ডিজাইনের দিক থেকে আলাদা একটি ভাব রয়েছে যেটা অন্যান্য বাইকের থেকে একদম আলাদা।স্পেশাল ফিচারস হিসেবে আছে ABS ব্রেকিং সিস্টেম।


Bajaj Avenger 160 ABS বাইকের বাংলাদেশের দাম ২,৩০,৫০০ টাকা।


Bajaj Pulsar NS160 TD ABS এই বাইকের আছে সুন্দর কালার কম্বিনেশন ও ডিজাইন সেই সাথে স্পেশাল ফিচারস হিসেবে আছে ABS ব্রেকিং সিস্টেম।


Bajaj Pulsar NS160 TD ABS বাইকের বাংলাদেশের দাম ২,১৯,০০০ টাকা।


TVS:
TVS-1635057323.jpg
আমাদের দেশের বাজারে আরেকটি জনপ্রিয় ব্রান্ড লক্ষ্য করা যায় সেটি হল টিভিএস । এই ব্রান্ডটিও সম্প্রতি সময়ে ১৫০ থেকে ১৬৫ সিসির মধ্যে অনেক ভালো ভালো বাইক এনে গ্রাহকদের মন জয় করেছে তার মধ্যে একটি হল TVS Apache RTR 4V ABS


এই TVS Apache RTR 4V সিরিজটা শুরু থেকেই বাজারে অনেক বেশি আলোড়ন সৃষ্টি করেছে । গ্রাহকদের নতুন কিছু উপহার দিতে টিভিএস এনেছিলো TVS Apache RTR 4V ABS। এই বাইকের আছে শক্তিশালী ওয়েল কুল্ড ইঞ্জিন, ABS ব্রেকিং সিস্টেম ও আধুনিক সব ফিচারস ।


TVS Apache RTR 4V ABS বাইকের বাংলাদেশের দাম ২,০৭,৯০০ টাকা।


Suzuki:
Suzuki-1635057358.jpg
সুজুকি আমাদের দেশে অনেক আগে থেকেই অনেক পরিচিত একটি ব্রান্ড। সম্প্রতি সময়ে তারা বাজারে ১৫০ সিসির নতুন কিছু বাইক এনেছে যেগুলোর মাধ্যমে তারা বাজারে অনেক জনপ্রিয়তা অর্জন করেছে। বাইকগুলো হল - Suzuki Gixxer 155 2019, Suzuki Gixxer SF Fi ABS, New Suzuki Gixxer SF Fi ABS, New Suzuki Gixxer SF Special Edition, New Suzuki Gixxer SF Carburetor, Suzuki Gixxer Carburetor, Suzuki Gixxer 155 Fi ABS এবং Suzuki Gixxer SF Carburetor


Suzuki Gixxer 155 2019 বাইকটি ১৫০ সিসির মধ্যে অনেক সুন্দর বাইক। এই বাইকের আছে সুন্দর নেকেড স্পোর্টস ডিজাইন ও কালার কম্বিনেশন । এই Gixxer সিরিজের মধ্যে রয়েছে অনেক ভ্যারিয়েন্ট এবং গ্রাহকেরা তাদের চাহিদা অনুযায়ী সেগুলো পছন্দ করতে পারেন।


Suzuki Gixxer 155 2019 বাইকের বাংলাদেশের দাম ২,২৪,৯৫০ টাকা।


Suzuki Gixxer Carburetor বাইকের বাংলাদেশের দাম ২,২৪,৯৫০ টাকা।


Suzuki Gixxer 155 Fi ABS বাইকের বাংলাদেশের দাম ২,৪৪,৯৫০ টাকা।


Suzuki Gixxer এর পাশাপাশি Suzuki Gixxer SF সিরিজটাও অনেক জনপ্রিয়। যারা বাজেত ফ্রেন্ডলি ফুল ফেয়ারিং রেসিং বাইকের অনুভুতি নিতে চান তারা নিঃসন্দেহে এই বাইকটি পছন্দ করতে পারেন। এই সিরিজটিতে সম্প্রতি সময়ে যুক্ত হয়েছে নতুন নতুন সব ভ্যারিয়েন্ট এবং সেগুলোর স্পেশাল ফিচারস হিসেবে আছে মাস্কুলার ডিজাইন, ABS ব্রেকিং সিস্টেম , স্পোর্টস আউটলুক ।


Suzuki Gixxer SF Fi ABS বাইকের বাংলাদেশের দাম ২,৭৯,৯৫০ টাকা ।


New Suzuki Gixxer SF Fi ABS বাইকের বাংলাদেশের দাম ২,৯১,৯৫০ টাকা।


New Suzuki Gixxer SF Special Edition বাইকের বাংলাদেশের দাম ২,৯১,৯৫০ টাকা ।


New Suzuki Gixxer SF Carburetor বাইকের বাংলাদেশের দাম ২,৭১,৯৫০ টাকা ।


Suzuki Gixxer SF Carburetor বাইকের বাংলাদেশের দাম ২,৫৯,৯৫০ টাকা।


Yamaha:
Yamaha-1635057403.jpg
আমাদের দেশে অন্যান্য জনপ্রিয় ব্রান্ডের পাশাপাশি ইয়ামাহা ব্রান্ডের জনপ্রিয়তাও কিন্তু কম নয়। এই ব্রান্ডটি বাংলাদেশের বাজারে ৩ লক্ষ টাকার মধ্যে অনেক সুন্দর ডিজাইন ও ফিচারসসমৃদ্ধ বাইক নিয়ে এসেছে। বাইকগুলো হল Yamaha FZS v2, Yamaha FZS V3 এবং Yamaha Fazer Fi v2


স্পোর্টস কমিউটার সেগমেন্টে Yamaha FZS v2 এর জনপ্রিয়তা খুবই ভাল রয়েছে। এই বাইকের সাথে ইয়ামাহা দিয়েছে সুন্দর ডিজাইন, এফআই ইঞ্জিন, ব্লু কোর প্রযুক্তি, ডাবল ডিস্ক ব্রেকিং সিস্টেমসহ রাইডারের প্রয়োজনীয় সকল ফিচারস।


এদিকে ভার্শন ২ বাজারে জনপ্রিয়তা অর্জন করার পর গ্রাহকদের নতুন অনুভুতি দিতে ইয়ামাহা বাজারে নিয়ে এসেছিলো Yamaha FZS V3। মাস্কুলার ডিজাইন, ABS ব্রেকিং, এফআই ইঞ্জিন, ব্লু কোর প্রযুক্তি, প্রশস্ত সিটিং পজিশন, রোবোটিক এলিডি হেডল্যাম্প ইত্যাদি এই বাইকের জনপ্রিয়তা আরও বাড়িয়ে দিয়েছিলো।


এক কথায় বলতে গেলে Yamaha FZS v2 এর ফুল ফেয়ারিং ভার্শন হল Yamaha Fazer Fi v2। এই বাইকের সাথে তারা দিয়েছে মাস্কুলার বডি কিটের ধারণা সেই সাথে আছে এফআই ও ব্লু কোর প্রযুক্তি।


Yamaha FZS v2 বাইকের বাংলাদেশের দাম ২,৩০,০০০ টাকা।


Yamaha FZS V3 বাইকের বাংলাদেশের দাম ২,৪০,৫০০ টাকা।


Yamaha Fazer Fi v2 বাইকের বাংলাদেশের দাম ২,৭১,০০০ টাকা।


Honda:
Honda-1635057446.jpg
জাপানিজ ব্রান্ড গুলোর মধ্যে হোন্ডার জনপ্রিয়তা অনেক ভালো। আমাদের দেশের বাজারে হোন্ডা ১৬৫ সিসি পর্যন্ত বাইক সরবরাহ করে থাকে। সেই সকল বাইকের মধ্যে একটি জনপ্রিয় বাইক হল Honda CB Hornet 160R ABS


Honda CB Hornet 160R সিরিজটা আমাদের দেশের অনেক জনপ্রিয়তা লাভ করার পর হোন্ডা চিন্তা করে যে গ্রাহকদের নতুন অভিজ্ঞতা দিতে সেজন্য তারা নিয়ে এসেছে Honda CB Hornet 160R ABS । এই বাইকের রয়েছে মাস্কুলার ডিজাইন, ABS ব্রেকিং সিস্টেম সহ রাইডারের প্রয়োজনীয় সকল দরকারী ফিচারস।


Honda CB Hornet 160R ABS বাইকের বাংলাদেশের দাম ২,৫৫,০০০ টাকা।


Lifan:
Lifan-1635057488.jpg
কম বাজেটে বাংলাদেশের মার্কেটে স্পোর্টস বাইকের ধারণা নিয়ে এসেছে লিফান ব্রান্ড। তাদের রয়েছে কম দামের মধ্যে সুন্দর সুন্দর ডিজাইন ও ফিচারসের বাইক। যার মধ্যে রয়েছে Lifan KPR 165R CBS, Lifan KPR 165R Fi এবং Lifan KPT 150 ABS ।


Lifan KPR 165R Lifan KPR 165R Fi দুইটি একই বাইক এবং এদের ডিজাইনগুলো একই রয়েছে। এই দুটি বাইকের মধ্যে পার্থক্য শুধুমাত্র ইঞ্জিন ফিচারস ও ব্রেকিং এ। একটিতে ব্যবহার করা হয়েছে CBS ব্রেকিং সিস্টেম যা ব্রেকিংকে করবে আরও নিরাপদ এবং আরেকটি বাইকে রয়েছে Fi প্রযুক্তি যা ইঞ্জিনের পারফরমেন্স ও মাইলেজ বৃদ্ধি করবে।


এদিকে লিফানের টুরিং সেগমেন্টের জনপ্রিয় একটি বাইক হল Lifan KPT 150 ABS। এই বাইকের সাথে পুর্বে ABS ব্রেকিং ছিলো না কিন্তু বর্তমানে এই বাইকের সাথে আছে ABS ব্রেকিং সিস্টেম ও স্টাইলিশ লুকস।


Lifan KPR 165R CBS বাইকের বাংলাদেশের দাম ২,০৪,০০০ টাকা ।


Lifan KPR 165R Fi বাইকের বাংলাদেশের দাম ২,১৫,০০০ টাকা।


Lifan KPT 150 ABS বাইকের বাংলাদেশের দাম ২,৭৫,০০০ টাকা


এছাড়াও আপনারা ৩ লক্ষ টাকার মধ্যে অন্যান্য যে বাইকগুলো পেতে পারেন সেগুলো হল:


Speeder Big Monster 165 Fi বাইকের বাংলাদেশের দাম ২,০৪,৯৯৯ টাকা।


Lifan KPT 150 বাইকের বাংলাদেশের দাম ২,৬০,০০০ টাকা ।


UM Runner Renegade Commando বাইকের বাংলাদেশের দাম ২,৬০,০০০ টাকা।


Lifan K19 বাইকের বাংলাদেশের দাম ২,৬০,০০০ টাকা।


Speeder NSX 165R বাইকের বাংলাদেশের দাম ২,৬৯,৯০০ টাকা।


Suzuki Intruder ABS বাইকের বাংলাদেশের দাম ২,৭৫,০০০ টাকা।


Suzuki Intruder Fi ABS বাইকের বাংলাদেশের দাম ২,৯৯,০০০ টাকা।


UM Runner Renegade Sport বাইকের বাংলাদেশের দাম ২,৭৫,০০০ টাকা।


Taro GP 2 বাইকের বাংলাদেশের দাম ২,৮০,০০০ টাকা।


Taro GP 1 বাইকের বাংলাদেশের দাম ২,৯৬,০০০ টাকা।


এই ছিলো আমাদের হাতে থাকা ৩ লক্ষ টাকার মধ্যে জনপ্রিয় বাইকগুলো। আশা করি আপনারা যারা ৩ লক্ষ টাকার মধ্যে বাইক খুঁজছিলেন তারা আমাদের এই আর্টিকেলের মাধ্যমে পছন্দের বাইক খুজে পাবেন। বাইক সম্পর্কিত যে কোন তথ্যের জন্য ভিজিট করুন আমাদের ওয়েব সাইট মোটরসাইকেল ভ্যালী তে।


 


 


 


 


 


 


 


 


 


 


 


 

Bike News

Bajaj Bike Price in Bangladesh November 2025
2025-11-19

Bajaj is one of the most well-known motorcycle brands in Bangladesh, one of the reasons for which is the excellent combination o...

English Bangla
Yamaha Bike Price in Bangladesh November 2025
2025-11-17

Yamaha is one of the few premium quality motorcycle brands in the Bangladeshi motorcycle market, each model of which is extremel...

English Bangla
CFMoto new showroom RS Autos in Bogra
2025-11-15

On November 13, CFMoto's new showroom RS AUTOS was inaugurated with a grand ceremony at Battala, College Road in Bogra Sadar, Bo...

English Bangla
CFMotos in Rangpur PCDT – CFMoto Rangpur
2025-11-09

Today, November 8, a grand ceremony was held to inaugurate the new CFMoto showroom in Rangpur, one of the most important divisiona...

English Bangla
Yamaha presents Rev up before Winter offer for bike lovers
2025-11-09

Yamaha, as always, has brought Rev up before Winter at the beginning of the new month to fulfill the dream of owning a bike for bi...

English Bangla

Related Motorcycles


No bike found
Filter