একটি প্রিমিয়াম বাইক কেনার জন্য প্রয়োজন একটি প্রিমিয়াম শোরুম। আর সুজুকি প্রেমীদের জন্য ঠিক সেই নির্ভরযোগ্য আস্থার জায়গাটি তৈরি করেছে Farhan Autos। বর্তমানে বাজারে অনেক শোরুম থাকলেও সেবার মান এবং আধুনিক প্রযুক্তিতে এই প্রতিষ্ঠানটি নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছে। সুজুকির প্রতিটি মডেল এবং চোখ ধাঁধানো সব কালারের এক বিশাল কালেকশন রয়েছে এখানে। ফলে গ্রাহককে তার পছন্দের মডেল এবং কালারের বাইকটি পাওয়ার জন্য কোথাও অপেক্ষা করতে হয় না।

Farhan Autos গ্রাহকের সময়ের মূল্য দিতে জানে, তাই বাইক কেনার পর রেজিস্ট্রেশনের দীর্ঘসূত্রিতা কমাতে তারা নিশ্চিত করে মাত্র এক দিনেই দ্রুততম রেজিস্ট্রেশন সুবিধা। এমনকি বাজেটের কথা মাথায় রেখে সাধারণ মানুষের হাতের নাগালে পছন্দের বাইকটি পৌঁছে দিতে তারা দিচ্ছে সহজ কিস্তি বা EMI সুবিধা। ফলে স্বপ্নের বাইক কেনা এখন আগের চেয়ে অনেক বেশি সহজ ও সাশ্রয়ী।
বিক্রয়োত্তর সেবায় Farhan Autos দেশের অন্যতম সেরা এবং আধুনিক একটি প্রতিষ্ঠান। বাইকের সর্বোচ্চ যত্ন নিশ্চিত করতে এখানে রয়েছে ৫টি উন্নত সার্ভিস র্যাম্প এবং ১০ জনেরও বেশি অভিজ্ঞ টেকনিশিয়ান। বাইকের ইঞ্জিন যেন সবসময় নতুনের মতো সচল থাকে, সেজন্য এখানে ব্যবহার করা হয় FI Cleaner সহ সব ধরনের আধুনিক যন্ত্রপাতি। এমনকি বাইকের পরিচ্ছন্নতা নিশ্চিত করতে এখানে রয়েছে ডেডিকেটেড বাইক ওয়াশ জোন।
সবচেয়ে বড় বিষয় হলো পার্টসের নিশ্চয়তা। Farhan Autos শতভাগ জেনুইন পার্টস সরবরাহ করে থাকে, যা গ্রাহকের মনে বিশ্বাসের জায়গা তৈরি করেছে। শুধু শোরুমে সীমাবদ্ধ না থেকে গ্রাহকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে তারা দিচ্ছে হোম সার্ভিস এবং হোম ডেলিভারি সুবিধা। ব্যস্ত জীবন বা যাতায়াতের ঝামেলা এড়াতে যারা ঘরোয়া পরিবেশে বাইক বুঝে নিতে চান, তাদের জন্য এটি একটি দারুণ সুযোগ। সব মিলিয়ে আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় এবং উন্নত গ্রাহক সেবায় সুজুকি বাইক কেনার জন্য Farhan Autos এখন সবার প্রথম পছন্দ।