Yamaha Banner
Search

এই ঈদুল আযহায় ৫০০০ থেকে ৩৫০০০ টাকা পর্যন্ত মুল্য ছাড়ের বাইকসমুহ

2021-07-19

এই ঈদুল আযহায় ৫০০০ থেকে ৩৫০০০ টাকা পর্যন্ত মুল্য ছাড়ের বাইকসমুহ

1626719349_Eidul-Azha-Offer-2021.jpg
মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদকে সামনে রেখে প্রায় প্রতিটা মোটরসাইকেল কোম্পানিই সবার স্বাদ এবং সাধ্যের কথা বিবেচনায় রেখে ঈদের আনন্দকে আরও বাড়িয়ে দেওয়ার স্বার্থে তাদের কমবেশি প্রতিটা পন্যেই কিছু না কিছু ছাড় দিয়ে থাকে।

আমাদের অনেক ভিজিটর প্রায়ই আমাদের জিজ্ঞেস করে থাকে “ভাই ঈদে কোন অফার আসছে কি না?” অনেক সময় উত্তর দিতে পারলেও গুছিয়ে উত্তর দেওয়া সম্ভব হয় না প্রতিটা কোম্পানি আলাদা আলাদা সময়ে অফারের তথ্য পাব্লিশ করা কারনে।

আমাদের আজকের এই লিখায় আপনারা সকল কোম্পানির দেওয়া অফারের সকল তথ্য ব্রান্ড এবং অফারের মান অনুযায়ী ক্রমান্বয়ে পাবেন সাথে অফারের মেয়াদও।
আসুন দেখে নিই আপনার পছন্দের ব্রান্ড এবং মডেল ঈদের অফারের আওতায় আছে কি না?

ইয়ামাহার ঈদ অফারঃ

সময়ের ব্যবধানে ইয়ামাহা সবমিলিয়ে তিনটি অফার মোটরসাইকেল প্রেমিদের জন্য ঈদ উপলক্ষ্যে দিয়েছে সেগুলো হলো-
ইয়ামাহা এফজেডএস ভার্সন ২ ডাবল ডিস্ক বাইকটি কিনলেই পাচ্ছেন ৬,০০০ টাকা ক্যাশব্যাক অফার। ইয়ামাহা অথরাইজড ডিলার পয়েন্টে আপনার পছন্দের ইয়ামাহা এফজেডএস ভার্সন ২ ডাবল ডিস্ক মোটরসাইকেলটি আগামী ১৫ থেকে ২২ শে জুলাই এর মধ্যে প্রি-বুক করে ক্যাশব্যাক অফারটি পেতে পারেন। ক্যাশব্যাকের পর এর মূল্য ২, ২৪,০০০ টাকা। এই মডেলে Armada Blue ও Dark Night কালার রয়েছে এবং এই ক্যাশব্যাক অফার এবং প্রি-বুক অফারটি স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য
ঘরে বসেই আপনি আপনার পছন্দের ইয়ামাহা বাইক বুকিং করুন এবং সেই সাথে উপভোগ করুন ক্যাশব্যাক অফার। জুলাই মাসের "Joyful July" এর ক্যাশব্যাক অফারের পাশাপাশি প্রি-বুকিংকৃত মোটরসাইকেলে রয়েছে আকর্ষণীয় ক্যাশব্যাক।
- Yamaha XSR 155, Yamaha R15 V3 Dual Channel ABS এবং Yamaha MT-15 মোটরসাইকেলের উপর থাকছে আরো ৫,০০০ টাকা ক্যাশব্যাক।
- Yamaha FZ-S Fi V3 ABS এবং Yamaha Fazer Fi V2 মোটরসাইকেলের উপর থাকছে আরো ৩,০০০ টাকা ক্যাশব্যাক।
- Yamaha Saluto 125 মোটরসাইকেলের উপর থাকছে আরো ২,০০০ টাকা ক্যাশব্যাক।

প্রি-বুক করার নিয়মাবলীঃ

১. লিংকে ক্লিক করে আপনার পছন্দের ইয়ামাহা অথরাইজড ডিলার পয়েন্টের ফোন নম্বরটি সংগ্রহ করুন এবং ডিলার পয়েন্টে যোগাযোগ করুনঃ t.ly/TjFQ
২. ডিলার পয়েন্টের সাথে যোগাযোগ করার পর ডিলার পয়েন্ট থেকে পাওয়া বিকাশ নম্বরে প্রি-বুক মানি হিসেবে ১০,০০০ টাকা পাঠাতে হবে।
৩. টাকা পাঠানোর পর ডিলার পয়েন্টের সাথে যোগাযোগকৃত নম্বরে আপনার নাম, আপনার মোবাইল নম্বর, আপনার bKash Transaction ID (Trxid) এবং আপনার জাতীয় পরিচয় পত্রের নম্বরটি এস এম এস করতে হবে।
৪. ফিরতি এস এম এস-এ আপনাকে ডিলার পয়েন্ট থেকে আপনার প্রি-বুক নিশ্চিত করা হবে।
৫. সরকারি নীতিমালা অনুযায়ী লকডাউন পরবর্তী সময় আপনার মোটরসাইকেলটি ডিলার পয়েন্ট থেকে সংগ্ৰহ করতে পারবেন। মোটরসাইকেলটি সংগ্রহ করার পূর্বে ডিলার পয়েন্ট থেকে নিশ্চিতকৃত এস এম এস টি অবশ্যই প্রদর্শন করতে হবে।

দেশের সেরা ১২৫ সিসি বাইক ইয়ামাহা স্যালুটো বাইকের সাথে ইয়ামাহা দিচ্ছে ৫,০০০ টাকা ক্যাশব্যাক অফার। এবারে আপনার পথ আরও উপভোগ্য ও নিরাপদ হবে ইয়ামাহা স্যালুটো বাইকের সাথে। ক্যাশব্যক অফারের পর ইয়ামাহা স্যালুটো ১২৫ বাইকের বর্তমান দাম ১,২৪,০০০ টাকা।

ইয়ামাহা আমাদের দেশে খুবই জনপ্রিয় একটি বাইক। বাংলাদেশের বাজারে ইয়ামাহা চেষ্টা করে কম দামের মধ্যে ভালো মানের বাইক সরবরাহ করার। সেই ধারাবাহিকতা বজায় রেখে ইয়ামাহা মার্কেটে নিয়ে এসেছে ১২৫ সিসি বাইক ইয়ামাহা স্যালুটো এবং এই বাইকের সাথে রয়েছে ৫, ০০০ টাকা নগদ ক্যাশব্যাক অফার। যাদের ইচ্ছা ছিলো যে স্যালুটো ১২৫ বাইকটা নিবেন তাদের ইচ্ছাটা অনেকটাই হয়তো পূরণ হতে পারে এই অফারের মাধ্যমে। ইয়ামাহা বাংলাদেশের বাইক প্রেমিদের হাতে ইয়ামাহা স্যালুটো তুলে দিতে এই অফার নিয়ে এসেছে।
অফারটি চলবে ১লা জুলাই থেকে ৩১ শে জুলাই পর্যন্ত।

সুজুকির ঈদ অফারঃ

জনপ্রিয় জাপানিজ ব্র্যান্ড সুজুকি নিয়ে এলো ডাবল ঈদ অফার। এই অফারে থাকছে সুজুকি হায়াতে বাইকের সাথে ৫০০০ টাকা ক্যাশব্যাক, সুজুকি সামুরাই ও সুজুকি জিএসএক্স ১২৫ বাইকের সাথে রয়েছে ১০,০০০ টাকা ক্যাশব্যাক অফার। এই ক্যাশব্যাক অফারগুলো শুধুমাত্র এই মডেলগুলোর জন্য প্রযোজ্য।

কিছুদিন আগে সুজুকি নিয়ে এসেছিলো সুজুকি হায়াতে ১১০ বাইকের সাথে ক্যাশব্যাক অফার । সেই অফারের সাথে তারা এখন আরও দুটি বাইকের ক্যাশব্যাক অফার যুক্ত করেছে যেটাকে সুজুকি বলছে ডাবল ঈদ অফার। আমরা জানি যে সুজুকি অনেক জনপ্রিয় ব্র্যান্ড এবং ১১০ সিসির কমিউটার বাইক থেকে শুরু করে ১৫০ সিসি পর্যন্ত তাদের অনেক মডেলের বাইক রয়েছে। বাংলাদেশের গ্রাহকদের চাহিদা মেটানোর জন্য যুগের সাথে তাল মিলিয়ে তারা নতুন নতুন ফিচারস ও ডিজাইনের বাইক বাজারে নিয়ে আসছে যেগুলো আমরা সম্প্রতি সময়ে দেখতে পেয়েছি। গ্রাহকদের হাতে সুজুকির বাইক আরও সহজলভ্য করে তুলতে এবারে তারা নিয়ে এসেছে ডাবল ঈদ অফার। সুজুকি সামুরাই ১৫০ বাইকের বর্তমান ক্যাশব্যাক অফারমুল্য ১,৩৯,৯৫০ টাকা এবং সুজুকি জিএসএক্স ১২৫ বাইকের বর্তমান ক্যাশব্যাক অফারমুল্য ১,২৪,৯৫০ টাকা ।

এই অফারটি চলবে চাঁদরাত অর্থাৎ ২০ শে জুলাই পর্যন্ত ।

আসন্ন ঈদ উল আযহা কে সামনে রেখে হিরো নিয়ে এলো কুরবানী ঈদ অফার।

এই অফারে থাকছে নগদ ১৩ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার। এই ক্যাশব্যাক অফার নির্দিষ্ট মডেলের ক্ষেত্রে প্রযোজ্য। হিরো এর পূর্বেও বিভিন্ন অফার নিয়ে এসেছে। গ্রাহকদের হাতে হিরো বাইক সহজলভ্য করতে এই অফার আসন্ন ঈদ কে সামনে রেখে ঘোষণা করা হয়েছে। তাদের কোন কোন বাইকে কী পরিমাণে ক্যাশব্যাক অফার রয়েছে চলুন তা এক পলক দেখে নেওয়া যাক।

- হিরো আই স্মার্ট বাইকের বর্তমান অফারমুল্য ৯৮, ৯৯০ টাকা
- হিরো গ্লামার বিএস ৩ বাইকের বর্তমান অফারমুল্য ১, ০৯,৯৯০ টাকা এবং বিএস ৪ এর মুল্য ১, ১৩,৯৯০ টাকা।
- হিরো ইগ্নিটর বাইকের বর্তমান অফারমুল্য ১, ১৭,৯৯০ টাকা এবং ইগ্নিটর টেকনো ১, ২০,৯৯০ টাকা ।
- হিরো হাংক সিঙ্গেল ডিস্ক বর্তমান অফারমুল্য ১,৪০,৯৯০ টাকা , ডাবল ডিস্ক ১,৪৮,৯৯০ টাকা , সিঙ্গেল ডিস্ক ম্যাট ১,৪৩,৯৯০ টাকা এবং ডাবল ডিস্ক ম্যাট ১,৫৩,৯৯০ টাকা ।
- হিরো থ্রিলার বাইকের বর্তমান অফারমুল্য, সিঙ্গেল ডিস্ক ১, ৮৪,৯৯০ টাকা এবং ডাবল ডিস্ক ১, ৯৪,৯৯০ টাকা ।
- হিরো প্যাশন এক্স প্রো বাইকের বর্তমান অফারমুল্য্ , ড্রাম ৯৯,৯৯০ টাকা এবং ডিস্ক ১,০৫,৯৯০ টাকা ।
- হিরো স্পেন্ডর প্লাস বাইকের বর্তমান অফারমুল্য , আইবিএস ৯৪,৯৯০ টাকা, স্পেশাল এডিশন ৯৬,৯৯০ টাকা, সেলফ ৯০,৯৯০ টাকা ।
- হিরো এইচ এফ ডিলাক্স বাইকের বর্তমান অফারমুল্য , সেলফ ৮৮,৯৯০ টাকা এবং বিএস৩ ৯০,৯৯০ টাকা।
- হিরো মাইস্ট্রো এডজ বাইকের বর্তমান অফারমুল্য ,১,২৯,৯৯০ টাকা এবং হিরো প্লেজার বাইকের অফারমুল্য ১,২২,৯৯০ টাকা ।
এই অফারটি চলবে ঈদ উল আযহা পর্যন্ত।

পবিত্র ঈদ উল আযাহা কে সামনে রেখে বাজাজ নিয়ে এসেছে মডেলভেদে সর্বোচ্চ ১০,০০০ টাকা পর্যন্ত মূল্য ছাড়।

নিরাপদে চলার প্রতিশ্রুতি নিয়ে এবার ঈদ জমবে বাজাজের অফারের সাথে। তাদের বাজারে বিদ্যমান সব বাইকের উপর রয়েছে মুল্যছাড়। চলুন দেখে নিই তাদের কোন কোন মডেলে কী পরিমাণে মুল্য ছাড় দেওয়া হয়েছে।

- বাজাজ পালসার এনএস ১৬০ রিফ্রেশ এর অফারমুল্য ২, ০৮,০০০ টাকা (আসল মূল্য - ২, ১৮,০০০ টাকা)
- বাজাজ পালসার ১৫০ টুইন ডিস্ক এবিএস এর অফারমুল্য ১, ৯২,৯০০ টাকা (আসল মূল্য ১, ৯৬,৯০০ টাকা)
- বাজাজ পালসার ১৫০ টুইন ডিস্ক এর অফারমুল্য ১,৭৬,৯০০ টাকা (আসল মূল্য - ১,৮০,৯০০ টাকা)
- বাজাজ পালসার ১৫০ সিঙ্গেল ডিস্ক এর অফারমুল্য ১, ৬৫,৯০০ টাকা (আসল মূল্য - ১, ৬৯,৯০০ টাকা)
- বাজাজ ডিসকাভার ১২৫ ডিস্ক এর অফারমুল্য ১, ৩০,৫০০ টাকা (আসল মূল্য - ১, ৩৩,৫০০ টাকা)
- বাজাজ ডিসকাভার ১১০ ডিস্ক এর অফারমুল্য ১, ১৫,৫০০ টাকা (আসল মূল্য - ১, ১৮,৫০০ টাকা)
- বাজাজ প্লাটিনা ১১০ এইচ-গিয়ার ডিস্ক এর অফারমুল্য ১, ০৫,৯০০ টাকা (আসল মূল্য ১, ১০,৯০০ টাকা)
- বাজাজ প্লাটিনা ১০০ ইএস এর অফারমুল্য ৯৬,৫০০ টাকা (আসল মূল্য - ১, ০১,৫০০ টাকা)
- বাজাজ সিটি ১০০ ইএস এর অফারমুল্য ৯০,৫০০ টাকা (আসল মূল্য - ৯৫,৫০০ টাকা)

তাই আর দেরি না করে দেশজুড়ে ৪০০ টিরও বেশি শোরুম এবং ডিলার পয়েন্ট থেকে সহজেই অনলাইন বুকিং দিন।
অফারটি সীমিত সময়ের জন্য প্রযোজ্য।

বাংলাদেশের জনপ্রিয় মোটরসাইকেল ব্র্যান্ড টিভিএস ঈদ উল আযহা কে সামনে রেখে নিয়ে এসেছে বিশাল ক্যাশব্যাক অফার।

এই অফার থাকছে টিভিএস এর নির্দিষ্ট বাইকের উপর ১৫ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার। তাই টিভিএস ট্যাগলাইন জুড়েছে “এবার হবে বাইক কেনা ঈদ জমবে ষোল আনা”।

বাংলাদেশের বাজারে টিভিএস ব্রান্ডের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। টিভিএস বাংলাদেশের বাজারে খুব স্বল্প দামে ভালো মানের বাইক এবং আধুনিক ফিচারসমৃদ্ধ বাইক সরবরাহ করে যার ফলে গ্রাহকদের চাহিদার শীর্ষে থাকে এই ব্র্যান্ডের মোটরসাইকেল গুলো। চলুন এবারের অফারের তারা কোন বাইকের সাথে কি পরিমান ক্যাশব্যাক অফার নিয়ে এসেছে সেগুলো এক পলক দেখে নেওয়া যাকঃ-
• TVS RTR 160 2V রেস এডিশন ১৬০সিঙ্গেল ডিস্ক, খুচরা মূল্য: ১, ৬৯,৯০০ অফার মূল্য:১৬২,৯০০ টাকা।
• TVS Radeon 110cc খুচরা মূল্য: ১০২,২০০ অফার মূল্য:৯৫,৯০০ টাকা।
• TVS Metro ES 100cc খুচরা মূল্য: ৯৩,৯০০ অফার মূল্য:৮৬,৯০০ টাকা।
• TVS Stryker 125cc খুচরা মূল্য: ১, ১৯,৯০০ অফার মূল্য:১১৪,৯০০ টাকা।
• TVS Max ST-125 cc খুচরা মূল্য: ১, ৩২,৯০০ অফার মূল্য:১১৭,৯০০ টাকা।
• TVS Rockz 125cc খুচরা মূল্য: ১, ৫৫,০০০ অফার মূল্য:১৪০,০০০ টাকা।

অফারটি চলবে ঈদ উল আযহা পর্যন্ত।

জনপ্রিয় ব্র্যান্ড জিপিএক্স ও জেনেরিক এর বাইক কিনলেই থাকছে ৩৫ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার।

আসন্ন ঈদ উল আযহা কে সামনে রেখে জিপিএক্স ডিমোন জিআর ১৬০আর এবং জেনেরিক ক্যাফে রেসার বাইকের সাথে রয়েছে বিশাল এই ক্যাশব্যাক অফার। জিপিএক্স ডিমোন জিআর ১৬০আর বাইকের সাথে রয়েছে ৩৫ হাজার টাকা ক্যাশব্যাক অফার এবং জেনেরিক ক্যাফে রেসার বাইকের সাথে রয়েছে ১০ হাজার টাকা ক্যাশব্যাক।
জিপিএক্স ডিমোন জিআর ১৬০আর এবং জেনেরিক ক্যাফে রেসার বাইক হচ্ছে বাংলাদেশের বাজারে ইউনিক ২ টি বাইক যা স্পীডোজ লিমিটেড পরিবেশন করে থাকে। এই বাইক দুটোর রয়েছে ব্যাপক চাহিদা এবং গ্রাহকদের আকর্ষণ। যে কেউ এক নজরেই এই বাইক পছন্দ করবে। জেনেরিক ক্যাফে রেসার অনেক দিন যাবত বাজারে রয়েছে সেই সাথে স্পীডোজ সম্প্রতি সময়ে নিয়ে এসেছে জিপিএক্স ডিমোন জিআর ১৬০আর যা অভাবনীয় ডিজাইনের বাইক। বাংলাদেশের বাইক প্রেমিদের প্রিমিয়াম অনুভুতি দিতে এই সকল বাইক গ্রাহকদের সামনে হাজির করেছে স্পীডোজ লিমিটড। জিপিএক্স ডিমোন জিআর ১৬০আর বাইকের ৩৫ হাজার ক্যাশব্যাক অফারের পর বর্তমান মুল্য ৩,২৪,৯০০ টাকা
এবং জেনেরিক ক্যাফে রেসার বাইকের ১০ হাজার টাকা ক্যাশব্যাক অফারের পর বর্তমান মুল্য ১,৮৯,৯০০ টাকা।

সাথে আরো থাকছে
- ৪টি ফ্রী সার্ভিস
- ২ বছর অথবা ২০,০০০ কিলোমিটার ইঞ্জিন ওয়ারেন্টি
- স্পেয়ার পার্টসের নিশ্চয়তা
- হোম বাইক সার্ভিস
- ব্যাক লোন সুবিধা
- ইএমআই সুবিধা

অফারটি চলবে ২০ শে জুলাই ২০২১ পর্যন্ত

এখন ঈদ হবে আর আনন্দময় কারন গ্রিন টাইগার নিয়ে এলো দারুণ ঈদ অফার।

এই অফারে রয়েছে ৫০০০ টাকা নগদ ডিস্কাউন্ট। গ্রীন টাইগার বাইক কিনে hamba21" কোডটি ব্যাবহার করলেই পেয়ে যাচ্ছেন নগদ ৫০০০ টাকা ডিস্কাউন্ট।

আমাদের দেশের বাজারে মোটরসাইকেলের পাশাপাশি ইলেকট্রিক মোট্র বাইকের চাহিদা তুলনামূলকভাবে বেড়েই যাচ্ছে। নিমিষেই ছোট পথ পারি দিয়ে নিজেদের প্রতিদিনের কাজ সম্পন্ন করা যায় বিধায় এই ইলেকট্রিক বাইকের চাহিদা লক্ষ্যনীয়। গ্রাহকদের হাতে গ্রীন টাইগার বাইক আরও সহজলভ্য করতে তারা পবিত্র ঈদ উল আযাহা কে লক্ষ্য রেখে ৫০০০ টাকা ডিস্কাউন্ট অফার নিয়ে এসেছে।

GT-Ace, GT-Vive,GT-Vive X, GT-Mint ও GT-Leo ই-বাইক গুলো উপর ৫০০০ টাকা অফার রয়েছে।

অফারটি পেতে ওয়েবসাইট থেকে ইলেকট্রিক বাইকটি ক্রয় করার সময় "hamba21" প্রমোকোডটি ব্যাবহার করতে হবে তাহলে আপনি ৫০০০ টাকা ডিসকাউন্ট পাবেন।
ওয়েবসাইটঃ-Green Tiger

অফারটি চলবে ১০ জুলাই থেকে ২০ জুলাই পর্যন্ত।

উক্ত অফার তালিকায় যতগুলা বাইকের নাম উল্লেখ করা আছে তাতে আমরা আশা করি যে এইগুলার মধ্যে আপনি আপনার পছন্দের মোটরসাইকেলটাও পেয়ে যাবেন। তাই অফার চলাকালীন সময়ের মধ্যে আপনার পছন্দের ব্রান্ডের পছন্দের মডেল ঘরে নিয়ে আসার সিদ্ধান নিতে ভুল করবেন না।

ঈদ মূবারক।

Bike News

Hyosung Bike Price in Bangladesh September 2025
2025-09-28

Hyosung is a blessing name for giving bike lovers in Bangladesh a taste of different bikes. It has a few models but each bike ...

English Bangla
CFMoto Price in Bangladesh September 2025
2025-09-28

CFMoto is a bike brand that has created a stir in the motorcycle market of Bangladesh, whose brand value and global recognitio...

English Bangla
Yamaha Bike Price in Bangladesh September 2025
2025-09-25

For Bangladeshi bike lovers, Yamaha is such a motorcycle brand that almost every biker dreams of owning a Yamaha bike at least...

English Bangla
Yamaha Exchange Offer – Running from September 20–30,2025
2025-09-23

Yamaha Exchange Festival is one of Yamaha’s regular events to make premium quality bikes easily available to bike enthusiast...

English Bangla
Yamahaoffering great offers and exclusive cashbacks for Sharodio Utsob
2025-09-20

Considering the interests of bike lovers of all classes and levels, Yamaha offers various offers and gifts for bike lovers dur...

English Bangla
Filter