
Bajaj Avenger 160 ABS
বাজাজ কোম্পানির অভিনব এক ক্রুজার বাইক হচ্ছে এই Bajaj Avenger 160 ABS। সর্বপ্রথম এই বাইকটি বাংলদেশের বাজারে আসে নন এবিএস হিসেবে তারপরে গ্রাহকদের চাহিদা ও নিরাপত্তার কথা মাথায় রেখে তারা ABS ব্রেকিং দিয়ে বাজারে নিয়ে আসে। এই বাইকের ইঞ্জিনের শক্তি ক্রুজার বাইক হিসেবে অনেক বেশি অন্যদিকে এর সিটিং পজিশন থেকে শুরু করে সমস্থ বিষয় বাজাজ খুব নিখুঁতভাবে তৈরি করেছে।
বাংলাদেশের বাজারে এই Bajaj Avenger 160 ABS বাইকের দাম ২,৪৯,৫০০ টাকা।
Lifan K19
বাংলাদেশের বাজারে চাইনিজ ব্রান্ডের মধ্যে অন্যতম একটি ব্র্যান্ড হচ্ছে লিফান এবং তারা জাপানিজ ও ইন্ডিয়ান ব্রান্ডের সাথে তাল মিলিয়ে খুব ভালো ভালো বাইক সরবরাহ করছে। ক্রুজার সেগমেন্টের মধ্যে তাদের একটি বাইক আছে যার নাম Lifan K19 । এই বাইকের সাথে আছে অত্যাধুনিক সকল ফিচারস এবং রাইডারের রাইডের জন্য সকল সুযোগ সুবিধা। এই ক্রুজার বাইকটিকে লিফান মর্ডান ক্রুজার হিসেবেও দাবি করে এবং আসোলেই এই ফিচারস , বডি ডাইমেনশন এবং অন্যান্য সকল বিষয় দেখে মর্ডান ক্রুজারের মত লাগে ।
বাংলাদেশের বাজারে Lifan K19 বাইকের দাম ২,৭০,০০০ টাকা।
Suzuki Intruder ABS
জাপানিজ ব্র্যান্ড সুজুকি স্টাইলিশ বাইক তৈরিতে বিশেষ পারদর্শী। বিশেষ করে তারা ১৫৫ সিসির মধ্যে অনেক সুন্দর সুন্দর বাইক তৈরি করে তরুণ প্রজন্মের মন জয় করেছে । ঠিক তেমনিভাবে তাদের একটি ক্রুজার বাইক রয়েছে যার নাম Suzuki Intruder ABS এবং Suzuki Intruder Fi ABS । এই দুইটা বাইকের ডিজাইন একই শুধুমাত্র পার্থক্য হল এদের এফআই প্রযুক্তিতে। এদিকে ডিজাইনের দিক থেকে এটিকে মর্ডান ক্রুজার বাইক হিসেবে অখ্যায়িত করা যায় । ইঞ্জিনের ফিচারস সহ অন্যান্য সিব ফিচারস একদম আধুনিক রাখা হয়েছে।
বাংলাদেশের বাজারে Suzuki Intruder ABS বাইকের দাম ২,৭৫,০০০ টাকা।
বাংলাদেশের বাজারে Suzuki Intruder Fi ABS বাইকের দাম ৩,১৪,৯৫০ টাকা।
UM Runner Renegade Sport
আমেরিকার বিখ্যাত ব্র্যান্ড UM বাংলাদেশের বাজারে তাদের কিছু ক্রুজার বাইক নিয়ে এসেছে যার মধ্যে একটি হল এই UM Runner Renegade Sport । রানার অটোমোবাইল এর হাত ধরে দেশের বাজারে তারা তাদের বাইকগুলো সরবরাহ করছে। ডিজাইনের দিক থেকে এই বাইকের মধ্যে আছে ক্লাসিক্যাল ক্রুজার ডিজাইন এবং একজন রাইডারের জন্য প্রয়োজনীয় সব ফিচারস।
বাংলাদেশের বাজারে UM Runner Renegade Sport বাইকের দাম ২,৫৫,০০০ টাকা।
UM Runner Renegade Commando
UM ব্রান্ডের আরেকটি জনপ্রিয় ক্রুজার বাইক হল এই UM Runner Renegade Commando। এই বাইকের ডিজাইনের দিক লক্ষ্য করলে দেখা যায় যে, এর মধ্যে রয়েছে ক্লাসিক্যাল ক্রুজার ডিজাইন, অসাধারণ কালার কম্বিনেশন, শক্তিশালী ইঞ্জিন সহ আধুনিক সব ফিচারস।
বাংলাদেশের বাজারে এই UM Runner Renegade Commando বাইকের দাম ২,৪৬,০০০ টাকা।
এই ছিলো বাংলাদেশের বাজারে বিদ্যমান ক্রুজার বাইকের দাম । আশা করা যাচ্ছে যে, ভবিষ্যতে দেশের বাজারে আরও ক্রুজার বাইকের সংখ্যা বাড়বে এবং নতুন নতুন ডিজাইনের ক্রুজার বাইক দেখতে পাবো ।
Hyosung Bangladesh, which is basically a South Korean motorcycle brand, is operating in Bangladesh with some popular models acco...
English BanglaThe world-famous bike brand CFMoto has carved an indelible place in the minds of young bike enthusiasts in Bangladesh, mainly due ...
English BanglaBangladesh has entered a new chapter in electric mobility with the official launch of the world-renowned Chinese e-bike brand Su...
English BanglaAmong the few foreign premium sports category motorcycle brands that do business in Bangladesh, one of the most renowned motorcy...
English BanglaYamaha is a very well-known brand among bike lovers and this recognition is worldwide. Yamaha's reputation in Bangladesh is not ...
English Bangla