
পুরো নভেম্বর মাস জুড়ে গ্রাহকদের জন্য রয়েছে বিভিন্ন রকমের আকর্ষণীয় উপহার ও গাড়ি জেতার সুযোগ!
বরাবরের মতোই গ্রাহকদের কথা চিন্তা করে এইচএমসিএল নিলয় বাংলাদেশ লিমিটেড, বিশ্বের বৃহত্তম মোটরসাইকেল ও স্কুটার উৎপাদনকারি প্রতিষ্ঠান হিরো মোটোকর্প ও নিলয় মটরস লিমিটেড এর মধ্যে যৌথ উদ্যোগে নভেম্বর মাস জুড়ে বাইক মেলার আয়োজন করেছে।
দুইমাস ব্যাপী এই মেলায়, গ্রাহকদের জন্য রয়েছে বিভিন্নর কমের আকর্ষনীয় উপহার ও র্যাফেলড্র এর মাধ্যমে একটি গাড়ি জেতার সুযোগ। চারজন ভাগ্যবান বিজয়ীই তিমধ্যেই একটি করে টাটা ইন্ডিগো গাড়ি জিতেছে। জনাব সঞ্জয় ভান, হেড গ্লোবাল বিজনেস, হিরো মোটোকর্প এবং আব্দুল মাতলুব আহমাদ, চেয়ারম্যান এইচএমসিএল নিলয় বাংলাদেশ লিমিটেড এর উপস্থিতিতে আজ রাজশাহীতে তৃতীয় ভাগ্যবান মোঃ মোশারফ হোসেনকে টাটা ইন্ডিগো গাড়িটি হস্তান্তর করা হয়েছে।

এই অনুষ্ঠানে জনাব সঞ্জয়ভান, হেড গ্লোবাল বিজনেস, মন্তব্য করতে গিয়ে বলেন, “হিরো মোটকর্প একটি গ্রাহক- কেন্দ্রিক কোম্পানি এবং আমরা সব সময় আমাদের গ্রাহকদের জন্য সেরা অফারটি নিয়ে আসি। বাংলাদেশ আমাদের অন্যতম গুরুত্বপূর্ন বাজার। আমরা বাইকমেলায় ইতিবাচক সাড়া দেখে খুশি এবং আশাকরি আরও বেশি গ্রাহক এই অফার গুলি থেকে উপকৃত হবেন”। হিরো বাইকমেলা সম্পর্কে বিস্তারিত জানানোর সময়, আব্দুল মাতলুব আহমাদ, চেয়ারম্যান এইচএমসিএল নিলয় বাংলাদেশ লিমিটেড বলেন, “আমরা এই বিশেষ অফার নিয়ে বাজারে আলোড়ন আনতে পেরে আনন্দিত। হিরো এর পন্যগুলি তাদের গুনমান এবং নির্ভরযোগ্যতার জন্য বিশ্বব্যাপী বিখ্যাত এবং এখন গ্রাহকদের কাছে এই জনপ্রিয় মোটরসাইকেল কেনার আরও অনেক কারন রয়েছে। এই বাইকমেলা আমদের জন্য অনেক বড় সাফল্য এবং ইতিমধ্যে চারজন ভাগ্যবান টাটা ইন্ডিগো জিতেছে,আশা করি আগামীতেও অনেক আয়োজন থাকছে আপনাদের জন্য”। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিতি ছিলেন হিরো অফিসিয়াল মেম্বারসহ আরো অনেকে, সেই সাথে সাংবাদিকগন, এবং বাইকিং কমিউনিটির সদস্যবৃন্দ।
সমস্ত গ্রাহক যারা এই নভেম্বর মাসজুড়ে যেকোন একটি হিরো মোটরসাইকেল কিনবেন, তারাই পেয়ে যাবেন একটি টাটা ইন্ডিগো জিতে নেবার সুযোগ। সেই সাথে থাকছে আরো আকর্ষনীয় উপহার। বাইক মেলা সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে ভিজিট করুন নিকটতম হিরো টাচ-পয়েন্টে।
One of the few motorcycle brands that has created a stir among bike lovers since the amateur CC limit was increased in the mot...
English BanglaWith the change of time, the desires and preferences of bike lovers change and with this change, every model and bike in the b...
English BanglaBajaj Pulsar 150cc is one of the most used and best-selling bikes in Bangladesh in the 150cc segment. Keeping in mind the popula...
English BanglaThe specialty of CFMoto bikes is its innovative technology, partnership with the world-famous sports bike brand KTM, KTM's attra...
English BanglaCFMoto is currently a very well-known premium motorcycle brand in the high-cc segment among motorcycle enthusiasts in Bangladesh...
English Bangla