Yamaha Banner
Search

২ লক্ষ টাকার মধ্যে সেরা বাইকগুলো

2022-11-26

২ লক্ষ টাকার মধ্যে সেরা বাইকগুলো

best-bike-under-2-lakh-1669457088.webp

বাইক কেনার ক্ষেত্রে সবার আগে যে বিষয়টি আসে তা হল বাজেট , তাই বাজেট অনুযায়ী কোন বাইকটি কিনবো সেটা জানা কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ । বাংলাদেশের বাজারে কমিউটার সেগমেন্টের বাইকের চাহিদা বেশি এবং এই চাহিদা মেটানোর জন্য কম বাজেটের মধ্যে সুন্দর সুন্দর কিছু বাইক দেখতে পাওয়া যায় । আমরা আপনাদের সুবিধার্থে স্পোর্টস কমিউটার বাইক অর্থাৎ ১৫০সিসি বেশি প্রাধান্য দিয়েছি কারণ ২ লক্ষ টাকার মধ্যে অনেকগুলো স্পোর্টস কমিউটার বাইক দেখতে পাওয়া যায় এবং ইউজার এগুলো বেশি পছন্দ করে থাকেন । তো চলুন দেখে নিই কোন কোন বাইক ২ লক্ষ টাকার মধ্যে পাওয়া যাবে।

Bajaj Pulsar
Pulsar সিরিজ কম বেশি আমাদের অনেকেই পছন্দের একটি সিরিজ কারণ বাংলাদেশের বাজারে প্রায় ১ যুগেরও অধিক সময় ধরে এই বাইকটি গ্রাহকদের সুনামের সাথে ফিডব্যাক দিয়ে আসছে এবং ২০২২ সালেও তারা অনেক ইউজারদের কাছে হট ফেভারেট। কম বাজেটের মধ্যে সুন্দর ডিজাইন, ইঞ্জিন পারফরমেন্স, কন্ট্রোল, আরাম সব কিছুই এই বাইক সরবরাহ করতে সক্ষম । এই সিরিজের যে সকল মডেল ২ লক্ষ টায়ার মধ্যে পাওয়া যাবে তা নিম্নে তুলে ধরা হল
• Bajaj Pulsar 150 বাইকের বর্তমান দাম ১,৯৮,৫০০ টাকা।
• Bajaj Pulsar 150 Neon বাইকের বর্তমান দাম ১,৫৪,৯০০ টাকা।

Hero Hunk
হিরো তাদের এই হাংক সিরিজ দিয়ে বাংলাদেশের ইউজারদের খুব ভালভাবে মন জয় করতে সক্ষম হয়েছে। এই বাইক বাজেটে অনুযায়ী বিবেচনা করলে ডিজাইন, ইঞ্জিন, বিল্ড কোয়ালিটি ইত্যাদি দিক থেকে বেশ ভালো। বর্তমানে এই সিরিজের এবিএস ভার্শন বাজারে রয়েছে।
এই সিরিজের বর্তমান বাজারমুল্য হল
• Hero Hunk বাইকের বর্তমান মুল্য ১,৫৭,৪৯০ টাকা
• Hero Hunk DD বাইকের বর্তমান মুল্য ১,৬৪,৪৯০ টাকা
• Hero Hunk Matt SD বাইকের বর্তমান মুল্য ১,৬২,৪৯০ টাকা
• Hero Hunk Matt DD বাইকের বর্তমান মুল্য ১,৬৯,৯৯০ টাকা
• Hero Hunk 150R বাইকের বর্তমান মুল্য ১,৮১,৯৯০ টাকা।
• Hero Hunk 150R ABS বাইকের বর্তমান মুল্য ১,৯২,৪৯০ টাকা।
এই হিরো ব্রান্ডের আরেকটি লেটেস্ট মডেলের বাইক রয়েছে যার নাম Hero Thriller । এই বাইকটির সাথে রয়েছে সকল আপডেটেড ফিচারস এবং নতুন নতুন সব প্রযুক্তি। এ বাইকটির সিংগেল ডিস্ক ভ্যারিয়েন্ট বর্তমানে ২ লক্ষ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। যারা হিরো বাইকের নতুন অনুভুতি নিতে চান তারা নিঃসন্দেহে এই বাইকটি ক্রয় করতে পারেন। Hero Thriller 160 FI ABS Single Disc বাইকের দাম ১,৯৯,৯৯০ টাকা।


TVS Apache RTR 2V
এপ্যাচি আরটিআর সিরিজ আমাদের দেশের বাজারে অনেক জনপ্রিয় । শক্তিশালী ইঞ্জিন, মাস্কুলার ডিজাইন, স্পোর্টস ফিল সব মিলিয়ে গ্রাহকদের ভালোভাবে আকৃষ্ট করতে সক্ষম হয়েছে এই বাইক। এই এপ্যাচি আরটিআর সিরিজটার কোয়ালিটি, পারফরমেন্স ইত্যাদি বিবেচনা করলে দাম অনুযায়ী একদম পারফেক্ট। বর্তমানে এই সিরিজের সাথে এবিএস ব্রেকিং সিস্টেমও রয়েছে।
এই সিরিজের বর্তমান বাজারমুল্য হল
• TVS Apache RTR 160 Race Edition RD বাইকের বর্তমান মুল্য ১,৮৮,৯৯৯ টাকা
• TVS Apache RTR 160 Race Edition SD বাইকের বর্তমান মুল্য ১,৮০,৯৯৯ টাকা
• TVS Apache RTR 160 SD বাইকের বর্তমান মুল্য ১,৬৮,৯০০ টাকা।
এদিকে টিভিএস ব্রান্ডের আরেকটি জনপ্রিয় সিরিজ রয়েছে যার নাম TVS Apache RTR 4V । এই সিরিজটি বাংলাদেশের বাজারে অনেক জনপ্রিয়তা লাভ করেছে ইঞ্জিনের শক্তি দিয়ে, পাশাপাশি বাইকের স্পীডের সাথে সমন্বয় করে কন্ট্রোল, কম্ফোরটাও বেশ দারুন করেছে। যারা স্পীডিং পছন্দ করেন তাদের জন্য ২ লক্ষ টাকার মধ্যে সেরা অপশন হতে পারে এই ৪ভি সিরিজ। চলুন এবার দাম জেনে নিই
• TVS Apache RTR 160 4V SMARTXCONNECT DD বাইকের বর্তমান মুল্য ১,৯৯,৯০০ টাকা
• TVS Apache RTR 160 4V SMARTXCONNECT SD বাইকের বর্তমান মুল্য ১,৮৬,৯০০ টাকা।

Suzuki Gixxer
Gixxer ১৫০ সিসি সেগমেন্টের মধ্যে তরুণদের কাছে খুবই জনপ্রিয় একটি সিরিজ। এর স্টাইলিশ নেকেড ডিজাইন, শক্তিশালী ইঞ্জিন, কন্ট্রল, ব্রেক ব্যাল্যান্স সব দিক থেকেই গ্রাহকদের মন জয় করেছে এবং এখনও এই সিরিজের ব্যাপক চাহিদা দেখা যায়। ২ লক্ষ টাকার মধ্যে এই সিরিজের যে সকল বাইক রয়েছে সেগুলো হল
• Suzuki Gixxer বাইকের বর্তমান দাম ১,৯২,৯৫০ টাকা।
• Suzuki Gixxer Classic Matte বাইকের বর্তমান দাম ১,৯৯,৯৫০ টাকা।
• Suzuki Gixxer Classic Plus বাইকের বর্তমান দাম ১,৯৯,৯৫০ টাকা।

Honda X Blade
হোন্ডা কিন্তু সব সেগমেন্টে গ্রাহকদের জন্য সুন্দর সুন্দর বাইক রেখেছে তার মধ্যে ১৬০ সিসির সুন্দর একটি বাইক হল Honda X Blade । এই বাইকটি বাজেট অনুযায়ী সেরা একটি বাইক কারণ এর ডিজাইন, ইঞ্জিন পারফরমেন্স, মাইলেজ , কম্ফোরট সব দিক থেকে বেশ ভালো।
• Honda X Blade Single Disc বাইকের বর্তমান মুল্য ১ ,৮৬,৯০০ টাকা।

Lifan KPR
কম বাজেটের মধ্যে সুন্দর একটি স্পোর্টস বাইক হল Lifan KPR । লিফান এই Lifan KPR সিরিজের মাধ্যেম প্রমান করতে সক্ষম হয়েছে যে কম বাজেটের মধ্যে সুন্দর স্পোর্টস বাইক সরবরাহ করা সম্ভব। দেশের বাজারে Lifan KPR অনেক জনপ্রিয় কারণ বাজেট অনুযায়ী এই বাইকের মধ্যে সকল সুবিধা রয়েছে। Lifan KPR সিরিজের কোন বাইকগুলো ২ লক্ষ টাকার মধ্যে দাম রয়েছে সেগুলো এক নজর দেখে নিই।
• Lifan KPR 150 বাইকের বর্তমান দাম ১,৮৫,০০০ টাকা।
• Lifan KPR150 CBS বাইকের বর্তমান দাম ১,৯০,০০০ টাকা।

আমরা ২ লক্ষ টাকার মধ্যে যে বাইকগুলো রয়েছে সেগুলোর মধ্যে স্পোর্টস কমিউটার বাইকগুলোকে বেশি প্রাধান্য দিয়ে আপনাদের সামনে তুলে ধরেছি। আপনার বাজেট যদি ২ লক্ষ টাকার মধ্যে হয়ে থাকে এবং আপনি যদি সুন্দর স্পোর্টস কমিউটার বাইক কিনতে চান তাহলে এই বাইকগুলোর মধ্যে যে কোন একটি বেছে নিতে পারেন। ধন্যবাদ।

Bike News

Yamaha AEROX 155cc and Yamaha FZ-X prebooking on going with a discount of Tk. 56,000
2023-11-29

One of the best bikes in the list of Yamaha bikes is the Yamaha FZ-X which is seen to be on the top of the favorite list of th...

English Bangla
The Hero Ignitor XTECH has entered the market with all the latest features
2023-11-29

The Hero MotoCorp has brought the new Hero Ignitor XTECH to the market in Bangladesh, promising performance and stylish design...

English Bangla
Bajaj Pulsar N250 is Now Officially in Bangladesh
2023-11-27

In Bangladesh, the officially awaited Bajaj Pulsar N250 has been launched in the market under the hands of Uttara Motors, the ...

English Bangla
Bikes that can be seen from Zontes are approved up to 350cc
2023-11-26

Zontes is a Chinese motorcycle manufacturer founded in 2016. The company is known for its high-powered single-cylinder engines...

English Bangla
Pulsar is bringing a big surprise for bike lovers of Bangladesh
2023-11-25

For a long time there were rumors that the motorcycle market in Bangladesh was going to enter the world of high cc bikes by cr...

English Bangla
Filter