Yamaha Banner
Search

হিরোর সেরা ৫ টি বাইক

2021-08-11

হিরোর সেরা ৫ টি বাইক

1628663810_Best-5-Bike-of-Hero.jpg
এশিয়ার মধ্যে যেসকল দ্বিচক্রযান প্রস্তুতকারক কোম্পানি রয়েছে তাদের মধ্যে অন্যতম একটি ব্র্যান্ড হচ্ছে হিরো। হিরো ইন্ডিয়ান একটি মোটরসাইকেল প্রস্তুতকারক কোম্পানি । এশিয়ার পাশাপাশি আমাদের দেশের বাজারেও হিরো অনেক জনপ্রিয় একটি ব্র্যান্ড। প্রায় এক যুগ এরও অধিক সময় ধরে হিরো তাদের মোটরসাইকেল বাংলাদেশ বাজারজাত করছে। শহরের পিচঢালা রাস্তা থেকে শুরু করে গ্রামের মেঠোপথে হিরোর বাইক চলতে দেখা যায়। গ্রাহকদের সন্তুষ্টি, সহনীয় দাম, অত্যাধুনিক ফিচারস, কোয়ালিটি ইত্যাদি বিভিন্ন বিষয়ে মাথায় নিয়ে হিরো তাদের বাইক বাজারজাত করে চলেছে। যার ফলশ্রুতিতে তারা খুব নামিদামি একটি কোম্পানিতে রূপান্তরিত হয়েছে। আমাদের দেশেও হিরো বাইকের চাহিদা অনেক বেশি। বিশেষ করে ১১০ সিসি থেকে শুরু করে ১৬০ সিসি পর্যন্ত হিরোর যেসকল বাইক রয়েছে সেগুলোর আকর্ষণ এবং চাহিদা ভালই পরিলক্ষিত হয়।


যুগের সাথে তাল মিলিয়ে হিরো চেষ্টা করছে যে আধুনিক ফিচার সমৃদ্ধ এবং ভালো মানের বাইক গ্রাহকদের সরবরাহ করা। সে বিষয়টি মাথায় রেখে হিরো প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। আজকে আমরা টিম মোটরসাইকেলভ্যালী আপনাদের সাথে আলোচনা করবো হিরোর সেরা ৫ টি বাইক নিয়ে। সেরা ৫ টি বাইক আমরা আমাদের গবেষণা, গ্রাহকদের মতামত এবং বিভিন্ন জরিপ করে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আশা করি আপনারা এই বিষয় সর্ম্পকে খুব ভালো ধারণা লাভ করতে পারবেন এবং হিরো বাইক সম্পর্কে আরো গভীরভাবে জানতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক হিরোর সেরা ৫ টি বাইক।


Hero Glamour


Hero-Glamour-1628664052.jpg
Hero Glamour
খুবই জনপ্রিয় একটি বাইক। ১২৫ সিসি কমিউটার বাইক হিসেবে Hero Glamour এর চাহিদা আমাদের দেশে বেশী লক্ষ্য করা যায়। হিরো তাদের এই বাইকটিতে খুব ভাল প্রযুক্তি এবং সুন্দর ডিজাইন দিয়েছে। যার ফলে Hero Glamour খুব সহজেই আমাদের দেশের বাইকারদের মন জয় করে নিয়েছে। এই বাইকটি অধিক সময় ধরে আমাদের বাংলাদেশের বাজারে রয়েছে এবং এই বাইকের অফুরন্ত চাহিদা রয়েছে। সুন্দর ডিজাইন, আকর্ষণীয় ফিচারস, ইঞ্জিন পারফরমেন্স ইত্যাদি হিরো গ্ল্যামার কে করেছে অনন্য। ইঞ্জিনে তারা ব্যবহার করেছে ১২৪দশমিক৭ সিসির এয়ার কুল্ড, সিংগেল সিলিন্ডার OHC ৪ স্ট্রোক ইঞ্জিন। এই ইঞ্জিন ম্যাক্স পাওয়ার ৬দশমিক৭২ কিলোওয়াট (৯ বিএইচপি) @ ৭০০০ আরপিএম এবং ম্যাক্স টর্ক ১০দশমিক৩৫ এন এম দিয়ে ৪০০০ আরপিএম উৎপন্ন করতে সক্ষম। 125cc হিসেবে এই বাইকের মাইলেজ অনেক বেশি। ব্রেকিং এবং সাসপেনশন এর দিক থেকেও এই বাইক পারফেক্ট। মোটকথায় ১২৫ সিসির মধ্যে খুবই সুন্দর একটি বাইক হচ্ছে Hero Glamour।


আমাদের সাথে এই Hero Glamour নিয়ে ৪২ জন ব্যবহারকারী তাদের মতামত শেয়ার করেছেন। তাদের মতামতের ভিত্তিতে এই বাইক থেকে তারা মাইলেজ পাচ্ছেন গড়ে ৫৪-৬০ কিলোমিটার প্রতি লিটার এবং তারা বাইকের ডিজাইন খুবই পছন্দ করেছে।


Hero Glamour বাইকের দাম ১, ১৯,৯০০ টাকা।


৪২ জন্য ব্যবহারকারীর মতামত জানতে ক্লিক করুন


https://www.motorcyclevalley.com/user-ratings/hero-glamour/


Hero Splendor+ Self


Hero-Splendor+-Self-1628664242.jpg
১০০ সিসির মধ্যে বাংলাদেশের বাজারে যদি সেরা পাঁচটি মোটরসাইকেল এর নাম আসে তাহলে Hero Splendor+ Self বাইকের নাম সেরা পাঁচটির মধ্যেই থাকবে। এই বাইকটিও আমাদের দেশে অনেক বছর ধরে রয়েছে। এখনো এই বাইকটি চাহিদা দেখা যায় এবং গ্রাহকরা এই বাইক চালিয়ে এখন পর্যন্ত অনেক সন্তুষ্ট। হিরো চেষ্টা করেছে এই বাইকটি সহনীয় দামের মধ্যে সকল শ্রেণীর মানুষের হাতে পৌঁছে দেওয়ার এবং তারা সেটি করতে সক্ষম হয়েছে। কমিউটার বাইকের মধ্যে একসময় এই বাইকের চাহিদা অনেক বেশি ছিল এবং গ্রাহকরা Hero Splendor+ Self সাদরে গ্রহণ করেছিলেন। যুগের সাথে তাল মিলিয়ে বর্তমানে এই বাইকটি সেল্ফ স্টার্ট নিয়ে বাজারে এসেছে এবং নামকরণ করা হয়েছে Hero Splendor+ Self। ডিজাইনের দিক থেকে খুবই সাধারণ একটি বাইক এবং বিল্ড কোয়ালিটি অনেক ভালো। ইঞ্জিনে হিরো ব্যবহার করেছে ৯৭দশমিক২ সিসি সিংগেল সিলিন্ডার, এয়ার কুল্ড ইঞ্জিন যা ম্যাক্স পাওয়ার ৫দশমিক৫ কিলোওয়াট@ ৮০০০ আরপিএম এবং ম্যাক্স টর্ক ৭দশমিক৯ এনএম @ ৫০০০ আরপিএম। এই ইঞ্জিন ভালো শক্তি উৎপাদনের সাথে ভালো মাইলেজ ও সরবরাহ করে বলে দাবি করে। হিরো বলে যে এই বাইকের মাইলেজ পাওয়া যাবে ৭০ কিলোমিটার প্রতি লিটার।


Hero Splendor+ Self বাইকের দাম ৯৭,৯৯০ টাকা।


আমাদের সাথে প্রায় ১৮ জন Hero Splendor+ Self ব্যবহারকারী তাদের মতামত দিয়েছেন এবং তারা এই বাইক থেকে গড়ে মাইলেজ পাচ্ছেন ৬০-৬৫ কিমি প্রতি লিটার। অনেকেই এই বাইকের দাম ও মাইলেজ বেশি পছন্দ করেছেন।


১৮ জন ব্যবহারকারীর মতামত পড়তে ক্লিক করুন-


https://www.motorcyclevalley.com/user-ratings/hero-splendor-plus/


Hero iSmart


Hero-iSmart-1628664392.jpg
iSmart
শব্দটি শুনলেই বুঝা যায় যে এই বাইকটি অনেক স্মার্ট একটি প্রযুক্তির। Hero iSmart 110 সিসির খুবই সুন্দর একটি বাইক । হিরো তাদের অত্যাধুনিক প্রযুক্তি I3S এই বাইকের সাথে যুক্ত করে বাজারে নিয়ে এসেছে। I3S হচ্ছে হিরোর তেল সাশ্রয়ী একটি প্রযুক্তি। ইঞ্জিনকে ভালো রেখে সেরা মাইলেজ দিতে সক্ষম এই প্রযুক্তি যা তারা Hero iSmart 110 বাইকের সাথে প্রথমের দিকে নিয়ে আসে। এই বাইকের ডিজাইন এবং গ্রাফিক্স খুবই চমৎকার। মোটকথা এই বাইকটি স্মার্ট বাইক তাই নামকরণ করা হয়েছে Hero iSmart 110। ইঞ্জিনে হিরো ব্যবহার করেছে ১০৯দশমিক৫১ সিসির সিংগেল সিলিন্ডার, এয়ার কুল্ড ইঞ্জিন যা ম্যাক্স পাওয়ার ৭৫০০ আরপিএম @ ৯দশমিক৩০ বিএইচপি এবং টর্ক ৫৫০০ আরপিএম @ ৯ এন এম উৎপন্ন করতে সক্ষম। হিরো দাবি করে যে এই বাইকটি অনেক তেল সাশ্রয়ী হবে যা ৭৫ কিমি প্রতি লিটার পাওয়া যাবে।


Hero iSmart বাইকের বর্তমান দাম ৯৯,৯৯০ টাকা।


আমাদের সাথে প্রায় ১০ জন Hero iSmart 110 নিয়ে তাদের ব্যবহার অভিজ্ঞতা শেয়ার করেছেন। অনেকেই এই বাইকের ডিজাইন, মাইলেজ এবং দামকে ভালো বলেছেন। যারা এই বাইকটি নিয়ে মতামত দিয়েছেন তারা গড়ে মাইলেজ পাচ্ছেন ৬৩-৭০ কিমি প্রতি লিটার। হিরোর I3S প্রযুক্তির অনেকেই সুনাম করেছেন।


১০ জন্ ব্যবহারকারীর মতামত পড়তে চাইলে ক্লিক করুন - https://www.motorcyclevalley.com/user-ratings/hero-ismart-110/


Hero Hunk Matt DD


Hero-Hunk-Matt-DD-1628664822.jpg
Hero Hunk
এই নামের মধ্যে অনেকের আবেগ এবং ভালবাসার জড়িয়ে আছে। কারণ এটি হলো আমাদের দেশের প্রথম সারির ১৫০ সিসির বাইক যেটা এক সময়ে ব্যাপক জনপ্রিয় ছিল। বলতে গেলে ১৫০সিসির মধ্যে প্রথম মাসকুলার ডিজাইনের ধারণা নিয়ে আসে হিরো তাদের এই Hero Hunk বাইকের মাধ্যমে। অনেক বছর ধরে এই বাইকটি আমাদের বাজারে রয়েছে এবং এর জনপ্রিয়তা এতটাই বেশি যে এখন পর্যন্ত Hero Hunk প্রেমীদের খুঁজে পাওয়া যায়। অনেক বাইক প্রেমী আছেন যারা Hero Hunk বাইক ছাড়া অন্য কোন বাইক তেমন পছন্দ করেন না। হিরো বাইকের মাধ্যমে মানুষের মনের ভিতর খুব ভালোভাবে একটি স্থান অর্জন করে নিয়েছে। সুন্দর ডিজাইন, শক্তিশালী ইঞ্জিন, ভালো মাইলেজ, ফিচারস ইত্যাদির জন্য এই বাইকের কদর শুরু থেকেই অনেক বেশি পরিলক্ষিত হয়। যুগের সাথে তাল মিলিয়ে Hero Hunk এর নিত্য নতুন ডিজাইন বাজারে নিয়ে এসেছে তার মধ্যে একটি হলো Hero Hunk Matt DD। এই বাইকের রয়েছে ম্যাট ডিজাইন ফিনিশিং, মাসকুলার বডি, শক্তিশালী 150 সিসি ইঞ্জিন, ডাবল ডিস্ক ব্রেক সহ রাইডারের প্রয়োজনীয় সকল ফিচারস। ইঞ্জিনে তারা ব্যবহার করেছে ১৪৯দশমিক২ সিসি সিংগেল সিলিন্ডার, এয়ার কুল্ড, ৪ স্ট্রোক ইঞ্জিন যা ম্যাক্স পাওয়ার ১৪.৪ পিএস @ ৮০০০ আরপিএম এবং ম্যাক্স টর্ক ১২দশমিক৮ এনএম @ ৬৫০০ আরপিএম। হিরো দাবি করে যে এই ইঞ্জিন ৫০ কিমি প্রতি লিটার মাইলেজ দিতে সক্ষম।


Hero Hunk Matt DD বাইকের দাম ১,৬৬,৯৯০ টাকা।


এবং Hero Hunk Matt SD এর দাম ১,৫৬,৯৯০ টাকা


আমাদের সাথে Hero Hunk বর্তমান এবং পূর্বের ভার্সন নিয়ে প্রায় ২০ জন এর ও অধিক তাদের ব্যবহার অভিজ্ঞতা শেয়ার করেছেন। তারা অনেকেই এই বাইকের ডিজাইন, মাইলেজ ও দাম নিয়ে বেশি সন্তুষ্ট। এই Hero Hunk Matt DD বাইক থেকে তারা মাইলেজ পাচ্ছেন গড়ে ৪০-৪৫ কিমি প্রতি লিটার।


গ্রাহকদের অভিজ্ঞতা পড়তে ক্লিক করুন -


https://www.motorcyclevalley.com/user-ratings/hero-hunk-double-disc/


Hero Thriller 160R Fi ABS DD


Hero-Thriller-160R-Fi-ABS-DD-1628664876.jpg
বাজারে যখন অন্যান্য ব্র্যান্ড ১৬০ সিসির বাইক নিয়ে তুমুল প্রতিযোগিতা করছিল তখন হিরোর ১৬০সিসি বাইক লক্ষ্য করা যায়নি কিন্তু তারা ১৬০সিসির মধ্যেই অন্যান্য ব্র্যান্ড থেকে কম দামে অত্যাধুনিক সব ফিচার নিয়ে একটি বাইক নিয়ে এসেছে যার নাম Hero Thriller 160R Fi ABS DD । এই বাইকের মধ্যে রয়েছে অত্যাধুনিক সব ফিচার যা একজন রাইডারকে দিবে প্রিমিয়াম অনুভূতি। নেকেড স্পোর্টস এই বাইকের ডিজাইন অনেক আধুনিকতার ছোঁয়া দেখা যায়। বিশেষ করে ফুল এলইডি হেড ল্যাম্প, টেল ল্যাম্প ইত্যাদি অনেক কিছুই এ বাইকের খুব সুন্দর। বিশেষ ফিচার হিসেবে তারা ব্যবহার করেছে এফ আই প্রযুক্তি এবং এবিএস ব্রেকিং সিস্টেম। এই বিশেষ প্রযুক্তির ফলে ইঞ্জিন থেকে খুব ভাল আউটপুট ও মাইলেজ পাওয়া যাবে পাশাপাশি ব্রেকিং কেউ করবে অনেক নিরাপদ। অন্যদিকে এই বাইকের রয়েছে ফুল ডিজিটাল মিটার, ডাবল ডিস্ক ব্রেক, আরামদায়ক সিটিং পজিশন, স্পোর্টি এক্সহষ্ট, সেভেন স্টেপ এডজাস্টেবলমনো-শক রেয়ার সাসপেনশন সহ আরও অনেক কিছু। সবকিছুই নিশ্চিত করেছে বাংলাদেশের বাইক প্রেমীদের জন্য। ইঞ্জিনে তারা ব্যবহার করেছে সিঙ্গেল সিলিন্ডার, ফোর-স্ট্রোক, এয়ার কুলড, ২ ভালভ ওএইচসি ১৬৩ সিসি এফআই ইঞ্জিন যা ১১দশমিক২ কিলোওয়াট (১৫ বিএইচপি) ম্যাক্স পাওয়ার @ ৮৫০০ আরপিএম এবং ৬৫০০ আরপিএম এ ১৪ এনএম ম্যাক্স টর্ক উৎপন্ন করতে পারে।


Hero Thriller 160R Fi ABS DD বাইকের দাম ১,৯৯,০০০ টাকা।


এবং Hero Thriller 160R Fi ABS SD বাইকের দাম ১,৮৯,৯৯০ টাকা।


আমাদের সাথে Hero Thriller 160R Fi ABS DD এবং Hero Thriller 160R Fi ABS SD নিয়ে প্রায় ১০ জন তাদের অভিজ্ঞতা শেয়ার করেছেন। তারা সবাই এই বাইকের কন্ট্রোল, মাইলেজ, দাম এবং ডিজাইনকে বেশি পছন্দ করেছেন। এই বাইক থেকে তারা মাইলেজ পাচ্ছেন গড়ে ৪২-৪৫ কিমি প্রতি লিটার।


গ্রাহকদের অভিজ্ঞতা পড়তে ক্লিক করুন -


https://www.motorcyclevalley.com/user-ratings/hero-thriller-160r-fi-abs-dd/


আমরা টিম মোটরসাইকেল ভ্যালী চেষ্টা করে থাকি আপনাদের সামনে নতুন নতুন কিছু তুলে ধরার। যেমন আজকে আপনাদের সাথে আলোচনা করলাম হিরোর সেরা ৫টি মোটরসাইকেল নিয়ে। এগুলো আমরা আমাদের টিম, আমাদের ওয়েবসাইট, আমাদের রিসার্চ, গ্রাহকদের মতামত ইত্যাদির উপর ভিত্তি করে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। আমরা আশাবাদী যে আপনারা হিরোর সেরা ৫টি বাইক খুঁজে পেয়েছেন এবং হয়তো এই ৫টি বাইকের মধ্যে একটি আপনার নিজস্ব বাহন হয়ে যেতে পারে। আজকে এই ছিল আমাদের আলোচ্য বিষয়। সকলের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা রেখে আমরা টিম মোটরসাইকেল ভ্যালী আজকের আলোচ্য বিষয় শেষ করলাম।


ধন্যবাদ সবাইকে।

Bike News

Hyosung Bike Price in Bangladesh September 2025
2025-09-28

Hyosung is a blessing name for giving bike lovers in Bangladesh a taste of different bikes. It has a few models but each bike ...

English Bangla
CFMoto Price in Bangladesh September 2025
2025-09-28

CFMoto is a bike brand that has created a stir in the motorcycle market of Bangladesh, whose brand value and global recognitio...

English Bangla
Yamaha Bike Price in Bangladesh September 2025
2025-09-25

For Bangladeshi bike lovers, Yamaha is such a motorcycle brand that almost every biker dreams of owning a Yamaha bike at least...

English Bangla
Yamaha Exchange Offer – Running from September 20–30,2025
2025-09-23

Yamaha Exchange Festival is one of Yamaha’s regular events to make premium quality bikes easily available to bike enthusiast...

English Bangla
Yamahaoffering great offers and exclusive cashbacks for Sharodio Utsob
2025-09-20

Considering the interests of bike lovers of all classes and levels, Yamaha offers various offers and gifts for bike lovers dur...

English Bangla
Filter