Yamaha Banner
Search

বাজাজ পালসার N160, ডুয়েল চ্যানেল এবিএস ও ফুয়েল ইঞ্জেকশন এখন বাংলাদেশে

2023-01-21

বাজাজ পালসার N160, ডুয়েল চ্যানেল এবিএস ও ফুয়েল ইঞ্জেকশন এখন বাংলাদেশে

bajaj-pulsar-n160-duel-abs-fi-technology-officially-now-in-bangladesh-1674300201.webp

বাংলাদেশের বাইক প্রেমীদের স্পোর্টস বাইকের কথা শুনলেই সবার প্রথমে আসে বাজাজ পালসারের কথা। পালসার বাংলাদেশে স্পোর্টস বাইকের সুচনা থেকে একে বিপ্লবে পরিণত করেছে এবং বাইক প্রেমীদের কাছে পরিণত হয়েছে সর্বাধিক জনপ্রিয় স্পোর্টস বাইক হিসেবে।

দুই দশকেরও বেশি সময় ধরে বাইক প্রেমীদের কাছে পালসার মানেই পাওয়ার। পাওয়ারের সাথে পালসার এখন কাজ করতে চায় নিয়ন্ত্রন এবং নির্ভুলতার সাথে সকলকে বাইক চালাতে উৎসাহিত করতে। এটি মাথায় রেখে পালসার নিয়ে এসেছে বাজাজ পালসার N160, বাংলাদেশের প্রথম ১৬০সিসি মোটরসাইকেল যার ডুয়েল চ্যানেল ABS আছে।
নতুন পালসার N160-এ আছে ডুয়েল-চ্যানেল ABS, প্রজেক্টর হেডল্যাম্প এবং আন্ডারবেলি এগজস্ট, যা বাংলাদেশের মোটরসাইকেলের ১৬০সিসি সেগমেন্টে প্রথম। এর 37mm ফ্রন্ট সাসপেন্সন এবং 300mm ডিস্ক ব্রেকও এই সেগমেন্টে সেরা।
ডুয়াল চ্যানেল ABS ফিচারটি চাকা লক না হউয়া/আটকে না যাওয়া এবং/বা যে কোন রাস্তায় চাকা যেন পিছলে না যায় তা নিয়ে কাজ করে। ৩৭মিমি টেলিস্কোপিক ফ্রন্ট ফর্কসহ ফ্রন্ট সাসপেনশন দুর্দান্তভাবে গতি বাড়াতে এবং থামাতে সাহায্য করে। Pulsar N160 এর নতুন DTS এর প্রযুক্তির ইঞ্জিন, এই ক্যাটেগরিতে পেটেন্ট করা যা 16 PS (11.7 kW) পাওয়ার এবং 14.65 nM টর্ক প্রদান করে এবং রাইডারকে দেয় নতুন পাওয়ার।
নতুন পালসার N160 দেখতে এতটাই আকর্ষনীয় যে সবাই ফিরে তাকাবেই। দুইটি মেটাল রঙের আবহে তৈরি এর ভিন্নধর্মী ইন্টারপ্লে যেমন প্রিমিয়াম লুক দিয়েছে, তেমনি এর ইনিফিনিটি ডিসপ্লে বাইকটিকে দিয়েছে একটি হাইটেক লুক। আধুনিক জীবনকে আরও সহজ করে তুলতে ট্যাংক ফ্ল্যাপের কাছেই রয়েছে ইউএসবি চার্জিং পয়েন্ট।
উত্তরা মোটর্স লিমিটেড এর চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক জনাব মতিউর রহমান অনুষ্ঠানে নতুন পালসার N160 উদ্বোধন করেন, তার সাথে ছিলেন জনাব নাইমুর রহমান, হেড অফ বিজনেস প্ল্যানিং, দিলীপ ব্যানার্জী, সামীর মারদীকার, বিভাগীয় ব্যবস্থাপক – দক্ষিন এশিয়া, বিভাগ, ও শচীন ডেশপান্ডে বাজাজ অটোজ।
পালসার N160 নিয়ে কথা বলতে গিয়ে, জনাব মতিউর রহমান বলেন, “বাংলাদেশের দামী মোটরসাইকেলের চাহিদা দ্রুত বৃদ্ধি পাচ্ছে, কারন গ্রাহকরা প্রিমিয়াম বাইক থেকেই সেরা প্রযুক্তি এবং সেরা পারফরমেন্স পান। উত্তর মোটর্স বাংলাদেশের সর্বোচ্চ সংখ্যক বাজাজ মোটরসাইকেল সরবরাহ করে, কিন্তু পালসার N160 নতুন অনেক গ্রাহকদের আকাংক্ষা পুরন করবে যারা স্পোর্টস বাইকের পাওয়ার এবং পারফরমেন্স চান কিন্তু নির্দিষ্ট সিসি লিমিটের বাইরে যেতে চান না।
বাজাজ পালসার N160 পাওয়া যাচ্ছে শুধুমাত্র উত্তরা মোটরস লিমিটেডের সমস্ত ডিলার পয়েন্ট জুড়ে ব্রুকলিন কালো রঙ্গে। উত্তরা মোটরস কর্তৃপক্ষ সম্মানীত গ্রাহকদের নতুন বাইকটি দেখতে এবং অনুভব করতে চারপাশের ডিলার পয়েন্টে আমন্ত্রন জানাচ্ছে। এই অসাধারন স্পোর্টস বাইকটি এখন মাত্র ২,৬০,০০০ টাকায় পাওয়া যাচ্ছে।
নতুন পালসার N160 কিনলে সাথে পাচ্ছেন দুই বছরের ওয়ারেন্টি এবং চারবার ফ্রি সার্ভিসিং এর সুযোগ। সহজ কিস্তিতেও পাওয়া যাচ্ছে।
উত্তরা মোটর্স
উত্তরা মোটর্স ১৯৭৯ সাল থেকে বাংলাদেশ বাজাজ অটো লিমিটেডের পার্টনার হয়ে তাদের তৈরি পন্য সরবরাহ করছে। “কাস্টমার ফার্স্ট” এই প্রধান উদ্দেশ্যের সাথে উত্তরা মোটর্স তার নিজস্ব ১৫টি শাখা এবং ৪০০টিরও বেশি শোরুম এবং সার্ভিসিং সেন্টারের মাধ্যমে বাংলাদেশের গ্রাহকদের সেবা প্রদান করছে। বর্তমানে, উত্তরা মোটরস ঢাকার অদুরে সাভারে নিজস্ব কারখানা থেকে তিন লাখ ইউনিটের বার্ষিক ক্ষমতা সম্পন্ন বিশ্বমানের বাজাজ মোটরসাইকেল তৈরি করছে।
বাজাজ অটো
৭০টিরও বেশি দেশে ১৮ মিলিয়ন মোটরসাইকেল বিক্রি করেছে বাজাজ, তাই বাজাজ ব্রান্ড আক্ষরিক অর্থেই “Loved in 70 Countries”. এটি ভারতের ১ নম্বর মোটরসাইকেল রপ্তানীকারক, আন্তর্জাতিকভাবে বিক্রি হউয়া প্রতি তিনটি মোটরসাইকেলের দুইটিই হলো বাজাজের। কোম্পানীটি বিশ্বের বৃহত্তম থ্রী হুইলার প্রস্তুতকারক। বাজাজ অটো বিশ্বের প্রথম টু হুইলার কোম্পানী যেটি INR ১ ট্রিলিয়ন মার্কেট ক্যাপে পৌছেছে এবং বিশ্বের সবচেয়ে মুল্যবান টু-হিলার কোম্পানী হিসেবে যাত্রা অব্যাহত রেখেছে। বাজাজ গত ৭৫ বছর ধরে সর্বোত্তম মানের ডিজাইন, প্রযুক্তি এবং আপোষহীন মানের ওপর নির্মিত পন্য সরবরাহ করে আসছে। নতুন পন্য উদ্ভাবনের প্রতি কোম্পানীর অটল প্রতিশ্রুতি বাজাজকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করেছে।

Bike News

Good News for Yamaha users
2024-04-22

Yamaha has always been different from any other motorcycle brand in Bangladesh when it comes to customer service. From basic c...

English Bangla
Bajaj brings Eid happiness even after Eid
2024-04-22

The popular brand Bajaj, which has been successfully supplying bikes in the Bangladeshi market for many years, has extended their ...

English Bangla
Yamaha Bangla New Years Jhorho offer is going on
2024-04-22

Yamaha is always with the festive spirit, celebrating the thousand years of Bengali tradition, Yamaha is offering attractive d...

English Bangla
Yamaha brings the Saluto dream fulfillment offer!
2024-04-20

The popular brand Yamaha brings the Saluto bike with a scratch card offer. Through this offer, when you purchase a Yamaha Salu...

English Bangla
Hero Bike Price in Bangladesh April 2024
2024-04-20

In the current market of Bangladesh, Hero is a very popular brand for bikes ranging from 100cc to 210cc. Many of their bikes c...

English Bangla

Related Motorcycles

Filter