
বাংলাদেশের বাইকিং কমিউনিটির কাছে বাজাজ খুবই সুপরিচিত একটি মোটরসাইকেল ব্রান্ড যা মুলত তৃনমুল এবং মফস্বল এলাকায় দারুনভাবে সমাদৃত যার অন্যতম কারন হলো বাজাজ বাইকের দীর্ঘদিন ব্যবহারের নিশ্চয়তা, অসাধারন মাইলেজ, যে কোন বয়সী রাইডারের সাথে মানিয়ে যাওয়ার সক্ষমতা এবং দামের সাথে মানের দারুন সমন্বয়। এই সকল বিষয় বাজাজের প্রায় প্রতিটা বাইককেই নিয়ে গেছে অনন্য এক উচ্চতায়, সে কারনে যে কোন বাইক প্রেমী বাইক কেনার পুর্বে একবার হলেও বাজাজ বাইকের মুল্য তালিকার দিকে খেয়াল করে থাকে।
২০২৫ সালের অক্টোবর মাসে বাজাজ বাইকের দামঃ
বাজাজের কমিউটার সেগমেন্টের বাইকসমুহঃ
Bajaj CT100 ES এর বর্তমান দাম ১,২০,১০০ টাকা
Bajaj Discover 110 Disc এর মুল্য ১,৫৪,১০০ টাকা
Bajaj Discover 125 Disc এর দাম ১,৬০,৬০০ টাকা
Bajaj Platina 100 ES এর মুল্য ১,৩৪,৩৫০ টাকা (১৮৫০ টাকা ছাড় চলছে)
Bajaj Platina 110 H Gear Disc Brake এর মুল্য ১,৪০,১০০ টাকা
Bajaj Pulsar 150 SD এর বর্তমান দাম ১,৯৯,৮৫০ টাকা
Bajaj Pulsar 150 SD ABS এর বর্তমান দাম ২,১০,০০০ টাকা
Bajaj Pulsar 150 Twin Disc এর মুল্য ২,১৭,০০০ টাকা
Bajaj Pulsar 150 Twin Disc ABS এর দাম ২,৩৫,১০০ টাকা
বাজাজের স্পোর্টস বাইকসমুহের দামঃ
Bajaj Pulsar N160 এর দাম ২,৭৩,৬০০ টাকা
Bajaj Pulsar F250 এর মুল্য নির্ধারিত হয়েছে ৩,৬৫,১০০ টাকা
Bajaj Pulsar N250 বাইকটি বর্তমানে বিক্রি হচ্ছে ৩,৩০,১০০ টাকায়
Bajaj Pulsar NS 125 বাইকটির মুল্য নির্ধারন করা হয়েছে ১,৭৯,৮৫০ টাকা
Bajaj Pulsar NS 160 Fi ABS বর্তমান মুল্য ২,৬২,৫০০ টাকা
Bajaj Pulsar NS160 TD ABS বিক্রি হচ্ছে ২,১০,০০০ টাকায় (৭,৯০০ টাকা ছাড় চলছে)
বাজাজের ক্রুজার বাইকের দামঃ
Bajaj Avenger 160 ABS এর দাম ২,৭৪,০০০ টাকা