On the way 2 khardungla Pass | World highest motorable road in the world | Ns Studio Vlogs

On the way 2 khardungla Pass | World highest motorable road in the world | Ns Studio Vlogs

Description X
On the way 2 khardungla Pass | World highest motorable road in the world | Ns Studio Vlogs
" খারদুংলা পাস / Khardungla Pass " যেই জায়গাটায় সেখানে মানুষ কেন, পশু পাখিও কয়েকবার চিন্তা করে যাবার আগে!! এটা এতটাই রিমোট এবং রোমাঞ্চকর জায়গায় !!
এখানে খাবার সীমিত, পানি সীমিত, এমনকি অক্সিজেনও সীমিত।
শ্বাস নিতে হলেও এখানে ভাবতে হয়।
সীমিত এই স্থানে যেতে হলে আপনার লাগবে অপরিসীম সাহস, ইচ্ছা সাথে শারীরিক ও মানসিক ক্ষমতা।
কারন জায়গাটা সমুদ্রপৃষ্ট থেকে ১৮,৩৮০ ফিট উচ্চতায়!!!!
আর একারনেই "খারদুংলা পাস" কে বলা হয় পৃথিবীর দ্বিতীয় "হাইয়েস্ট মোটরেবল রোড" মানে সবচেয়ে উচু হাইওয়ে, যা কিনা এভারেস্ট বেস ক্যাম্পের থেকেও উচু।
যেকোন ভ্রমণ পিপাসু মানুষের এবং বাইকারের স্বপ্ন থাকে একদিন সে খারদুংলা পাস বাইক চালিয়ে উঠবে, এটা বাইকারদের জন্য একটি ড্রিম।
1139 views 0 0 COMMENT

মন্তব্য করতে লগইন
মন্তব্য

Up next
মন্তব্য

মন্তব্য করতে লগইন