
বিশ্বের এক নম্বর মোটরসাইকেল উৎপাদনকারী প্রতিষ্ঠান হিরো একক ভাবে পথ চলার ১০ বছর পূর্ণ করলো। ১৯৮৪ সালে প্রথম যাত্রা শুরু করে যৌথ ভাবে এবং পরবর্তীতে একক ভাবে হিরো মোটরসাইকেল নামে বাজারজাত শুরু করে ২০১১ সালে।
সাফল্যের এই বিরামহীন পথ চলা সম্ভব হয়েছে সকলের ভালোবাসা এবং সহযোগীতায়। ১০ বছর পূতিতে Hero পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
বিশ্বের বৃহত্তম মোটরসাইকেল প্রস্তুতকারক প্রতিষ্ঠান হিরো বিশ্বব্যাপী গ্রাহকদের জন্য প্রযুক্তিগত ভাবে উন্নত মোটরসাইকেল এবং স্কুটার ডিজাইন ও বিকাশের মাধ্যমে বিশ্বস্ততা অর্জন করেছে আর তাই জ্বালানী সাশ্রয়ী ও নির্ভরযোগ্য বাহন হিসেবে বিশ্বের কোটি কোটি মানুষের কাছে হিরো স্বীকৃত। ১০ বছরের পথ চলায় ১০০ মিলিয়নেরও বেশি বাইক বিক্রি করে মোটরসাইকেল বাজারে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে ।
হিরোর গবেষণা ও বিকাশের গ্লোবাল হাব হচ্ছে সেন্টার অফ ইনোভেশন অ্যান্ড টেকনোলজি (CIT) যেখানে ৭০০ এরও বেশি প্রকৌশলী নিরলস ভাবে কাজ করে চলেছে পণ্যের নকশা, পরীক্ষা এবং বিকাশের জন্য। রেসিং ট্র্যাকসহ এটিই বিশ্বের অন্যতম বৃহৎ টু-হুইলার আর এন্ড ডি (R&D) সেন্টার যা উত্তর ভারতের জয়পুরে অবস্থিত।

হিরোর মোট ৮টি বিশ্বমানের অত্যাধুনিক সুবিধাসম্পন্ন পরিবেশ বান্ধব অর্থাৎ গ্রীন ফ্যাক্টরী রয়েছে যেখানে মানুষ, যন্ত্র এবং প্রকৃতির মধ্যে সমন্বয় স্থাপন করা হয়। ফ্যাক্টরীগুলোর মধ্যে ছয়টি ভারতে, একটি কলম্বিয়াতে এবং একটি বাংলাদেশে। এছাড়াওদক্ষিণ ভারতের অন্ধ্র প্রদেশে হিরো মটোকর্পের নতুন উৎপাদন কারখানার কার্যক্রম চলছে। এই অল্প সময়ের মধ্যে হিরো এশিয়া, আফ্রিকা, দক্ষিণ আমেরিকা, ও মধ্য আমেরিকা জুড়ে ৩৭টি দেশে পণ্য সরবরাহের মাধ্যমে সরব রয়েছে। এছাড়াও বিভিন্ন অঞ্চলেউপস্থিতি বাড়ানোর জন্য পদক্ষেপ গ্রহন করেছে।
হিরো মোটকর্প তার প্রশস্ত নেটওয়ার্ক এর মাধ্যমে বিশ্বব্যাপি ৯০০০ এর ও বেশি টাচ পয়েন্ট দ্বারা নিশ্চিত করছে গ্রাহক সেবা। বাংলাদেশে বিক্রয় ও বিক্রয়ত্তর সেবা প্রদানের জন্য সারাদেশে ৫০০ টির ও বেশি টাচ পয়েন্ট রয়েছে।
১০ বছরের পথ চলায় হিরো অর্জন করেছে বিভিন্ন ক্যাটাগরিতে বেশ কিছু অ্যাওয়ার্ড এছাড়াও সংযুক্ত ছিল সি এস আর (CSR) ও আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে।সি এস আর (CSR) কার্যক্রমের মধ্যে উল্লেখ্যযোগ্য ‘রাইড সেফ’প্রোগ্রাম ও ‘হ্যাপি আর্থ’প্রোগ্রাম এবং খেলাধূলার ক্ষেত্রে ফুটবল, ক্রিকেট, গলফ ও ফিল্ড হকি তে স্পনসর হওয়ার পাশাপাশি বড় বড় ঘরোয়া লিগের সাথে যুক্ত রয়েছে। এছাড়াও মোটোস্পোর্টস টিম র্যালি, ও বিশ্বের সবচেয়ে চ্যালেঞ্জিং ‘ডাকার র্যালি’তে ২০১৬ থেকে অংশগ্রহণ করে আসছে এবং এখন পর্যন্ত ৪টি র্যালী সফলতার সাথে সম্পন্ন করেছে।
বর্তমানে হিরো এর মূল দর্শন হচ্ছে “Be the Future of Mobility”
২০২১ সালের ৯ই আগস্ট হিরোর ১০ বছর পূর্ণ হবে আর এই ১০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে ১ থেকে ৯ই আগস্ট পর্যন্ত যে কোন হিরো মোটরসাইকেলে থাকছে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত মূল্যছাড়।
আরো বিস্তারিত তথ্য জানতে, ভিজিটকরুন হিরোর অফিশিয়াল ওয়েবসাইট।
In the Bangladeshi motorcycle market, CFMoto is currently at the center of attraction for almost all types of bike lovers, inc...
English BanglaBajaj is one of the most well-known and favorite bike brands among bike lovers in Bangladesh, each model of which is highly ap...
English BanglaGenerally, e-bikes and electric motorcycles use lead-acid, lithium-ion, and nickel-metal hydride batteries. However, alongside...
English BanglaYamaha is a motorcycle brand in Bangladesh whose reputation and recognition are equally known by all levels of bikers in Ban...
English BanglaSince the approval of Higher CC bikes in the Bangladesh market, new brands and models have started coming to Bangladesh one af...
English Bangla