Sunra
Yamaha Banner
Search

CFMoto 150 NK FAQ

সিএফমোটো ১৫০ এনকে এর টায়ারে কত এয়ার প্রেসার প্রয়োজন?

সিএফমোটো ১৫০ এনকে এর সামনের চাকায় ২৯ পিএস আই এবং পেছনে ৩৩ পি এস আই এয়ার প্রেসার প্রয়োজন।

Views: 542

CFMoto 150 NK সম্পর্কে আরো প্রশ্ন

সিএফমোটো ১৫০ এনকে এর মাইলেজ কত?

সিএফমোটো ১৫০ এনকে এর ব্যবহারকারীদের থেকে প্রাপ্ত তথ্য মোতাবেক ব্যবহারকারীগন গড়ে ৩৮কিমি/লিটার মাইলেজ পেয়ে থাকেন।উল্লেখ্য মাইলেজের বিষয়টি বাইকের কন্ডিশন, রোড কন্ডিশন, চালানোর ধরন, বাইকারের ওজন, জ্বালানীর মান ইত্যাদির উপর নির্ভর করে কম বেশি হয়ে থাকে।

সিএফমোটো ১৫০ এনকে এর সর্বোচ্চ গতি কত?

সিএফমোটো ১৫০ এনকে এর সর্বোচ্চ গতি ১২০কিমি/ঘন্টা।বাইকের সর্বোচ্চ গতি কিছু কিছু বিষয়ের উপরে নির্ভর করে যেমন, রাস্তার অবস্থা, টায়ারে বাতাসের প্রেসার, ইঞ্জিন অয়েল, তেলের কোয়ালিটি, ইঞ্জিনের অবস্থা ইত্যাদি।

সিএফমোটো ১৫০ এনকে এর ইঞ্জিন অয়েল গ্রেড কত?

সিএফমোটো ১৫০ এনকে এর ইঞ্জিন অয়েল গ্রেড 20w-40।

সিএফমোটো ১৫০ এনকে এর ইঞ্জিন অয়েল ধারন ক্ষমতা কত?

সিএফমোটো ১৫০ এনকে এর ইঞ্জিন অয়েল ধারন ক্ষমতা ১০০০মিলি।

সিএফমোটো ১৫০ এনকে এর টায়ারে কত এয়ার প্রেসার প্রয়োজন?

সিএফমোটো ১৫০ এনকে এর সামনের চাকায় ২৯ পিএস আই এবং পেছনে ৩৩ পি এস আই এয়ার প্রেসার প্রয়োজন।

সিএফমোটো ১৫০ এনকে এর ট্যাঙ্কে তেল ধারন ক্ষমতা কত?

সিএফমোটো ১৫০ এনকে এর ট্যাঙ্কে তেল ধারন ক্ষমতা ১০ লিটার।

সিএফমোটো ১৫০ এনকে এর পার্টাস কি সহজলভ্য?

সিএফমোটো ১৫০ এনকে এর সকল পার্টস সহজলভ্য এবং এইচ পওয়ারের এর যে কোন অথরাইজড ডিলারের কাছে তা পাওয়া যায়।

সিএফমোটো ১৫০ এনকে এর ই এম আই সিস্টেম কি?

ইএমআই তে সিএফমোটো ১৫০ এনকে কেনার জন্যে গ্রাহকেরা এইচ পওয়ারের নিকটস্থ শোরুমে যোগাযোগ করতে পারেন।

Filter

Filter