Sunra
Yamaha Banner
Search

Kawasaki Z125 FAQ

কাওয়াসাকি যেড ১২৫ এর মাইলেজ কত?

কাওয়াসাকি যেড ১২৫ এর ব্যবহারকারীদের থেকে প্রাপ্ত তথ্য মোতাবেক ব্যবহারকারীগন গড়ে ৩৫-৩৮কিমি/লিটার মাইলেজ পেয়ে থাকেন।উল্লেখ্য মাইলেজের বিষয়টি বাইকের কন্ডিশন, রোড কন্ডিশন, চালানোর ধরন, বাইকারের ওজন, জ্বালানীর মান ইত্যাদির উপর নির্ভর করে কম বেশি হয়ে থাকে।

Views: 621

Kawasaki Z125 সম্পর্কে আরো প্রশ্ন

কাওয়াসাকি যেড ১২৫ এর মাইলেজ কত?

কাওয়াসাকি যেড ১২৫ এর ব্যবহারকারীদের থেকে প্রাপ্ত তথ্য মোতাবেক ব্যবহারকারীগন গড়ে ৩৫-৩৮কিমি/লিটার মাইলেজ পেয়ে থাকেন।উল্লেখ্য মাইলেজের বিষয়টি বাইকের কন্ডিশন, রোড কন্ডিশন, চালানোর ধরন, বাইকারের ওজন, জ্বালানীর মান ইত্যাদির উপর নির্ভর করে কম বেশি হয়ে থাকে।

কাওয়াসাকি যেড ১২৫ এর সর্বোচ্চ গতি কত?

কাওয়াসাকি যেড ১২৫ এর সর্বোচ্চ গতি ১২০কিমি/ঘন্টা।বাইকের সর্বোচ্চ গতি কিছু কিছু বিষয়ের উপরে নির্ভর করে যেমন, রাস্তার অবস্থা, টায়ারে বাতাসের প্রেসার, ইঞ্জিন অয়েল, তেলের কোয়ালিটি, ইঞ্জিনের অবস্থা ইত্যাদি।

কাওয়াসাকি যেড ১২৫ এর ইঞ্জিন অয়েল গ্রেড কত?

কাওয়াসাকি যেড ১২৫ এর ইঞ্জিন অয়েল গ্রেড 10w-40।

কাওয়াসাকি যেড ১২৫ এর ইঞ্জিন অয়েল ধারন ক্ষমতা কত?

কাওয়াসাকি যেড ১২৫ এর ইঞ্জিন অয়েল ধারন ক্ষমতা ১০০০মিলি।

কাওয়াসাকি যেড ১২৫ এর টায়ারে কত এয়ার প্রেসার প্রয়োজন?

কাওয়াসাকি যেড ১২৫ এর সামনের চাকায় ২২ পিএস আই এবং পেছনে ২৮ পি এস আই এয়ার প্রেসার প্রয়োজন।

কাওয়াসাকি যেড ১২৫ এর ট্যাঙ্কে তেল ধারন ক্ষমতা কত?

কাওয়াসাকি যেড ১২৫ এর ট্যাঙ্কে তেল ধারন ক্ষমতা ১১ লিটার।

কাওয়াসাকি যেড ১২৫ এর পার্টাস কি সহজলভ্য?

কাওয়াসাকি যেড ১২৫ এর সকল পার্টস সহজলভ্য এবং কাওয়াসাকি এর যে কোন অথরাইজড ডিলারের কাছে তা পাওয়া যায়।

কাওয়াসাকি যেড ১২৫ এর ই এম আই সিস্টেম কি?

সমস্ত ক্রেডিট কার্ড ধারক কাওয়াসাকি যেড ১২৫ বাইকটি ইএমআই এর মাধ্যমে কিনতে পারবেন।

কোন তেল কাওাসাকি যেড১২৫ এর জন্য ভালো?

কাওাসাকি যেড১২৫ এর জন্য অকটেন সব থেকে ভালো।

কতো কিমি পরপর কাওাসাকি যেড১২৫ এর ইঞ্জিন অয়েলপরিবর্তন করতে হবে?

৯০০-১০০০ কিমি পরপর কাওাসাকি যেড১২৫ এর ইঞ্জিন অয়েল পরিবর্তন করতে হবে।

কতো কিমি পর কাওাসাকি যেড১২৫ এর এয়ার ফিল্টার পরিবর্তন করতে হবে?

প্রতি ৩০০০কিমি পরপর কাওাসাকি যেড১২৫ এর এয়ার ফিল্টার পরিষ্কার এবং ১২০০০ কিমি  পর পরিবর্তন করতে হবে।

কতো কিমি পর কাওাসাকি যেড১২৫ এর অয়েল ফিল্টার পরিবর্তন করতে হবে?

প্রতি ৩০০০কিমি পরপর কাওাসাকি যেড১২৫ এর অয়েল ফিল্টার পরিবর্তন করতে হবে।

কতো কিমি পর কাওাসাকি যেড১২৫ এর স্পার্ক প্লাগ পরিবর্তন করতে হবে?

প্রতি ১৫০০০ কিমি পরপর কাওাসাকি যেড১২৫ এর স্পার্ক প্লাগ পরিবর্তন করতে হবে ।

ব্রেক ইন পিরিয়ডের সময় কাওাসাকি যেড১২৫ এর স্পীড কতো রাখতে হবে?

ব্রেক ইন পিরিয়ডের সময় কাওাসাকি যেড১২৫ এর স্পীড ৪০-৫০কিমি/ঘন্টার মধ্যে রাখতে হবে।

Filter

Filter