ইয়ামাহা এম টি-১৫ এরব্যবহারকারীর প্রাপ্ত তথ্য মোতাবেক ব্যবহারকারীগন গড়ে ৩৮কিমি/লিটার মাইলেজ পেয়ে থাকেন। উল্লেখ্য মাইলেজের বিষয়টি বাইকের কন্ডিশন, রোড কন্ডিশন, চালানোর ধরন, বাইকারের ওজন, জ্বালানীর মান ইত্যাদির উপর নির্ভর করে কমবেশি হয়ে থাকে।
ইয়ামাহা এম টি-১৫ এরসর্বোচ্চ গতি ১৩০কিমি/ঘন্টা।বাইকের সর্বোচ্চ গতি কিছু কিছু বিষয়ের উপরে নির্ভর করে যেমন, রাস্তার অবস্থা, টায়ারে বাতাসের প্রেসার, ইঞ্জিন অয়েল, তেলের কোয়ালিটি, ইঞ্জিনের অবস্থা ইত্যাদি।
ইয়ামাহা এম টি-১৫ এরইঞ্জিন অয়েল গ্রেড 10w-40
ইয়ামাহা এম টি-১৫ এরইঞ্জিন অয়েল ধারন ক্ষমতা ১.০৫ লিটার।
ইয়ামাহা এম টি-১৫ এর সামনের চাকায় ২৯ পিএস আই এবং পেছনে ৩৩ পি এস আই এয়ার প্রেসার প্রয়োজন।
এখন এম টি-১৫ বাইক কিনুন ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক এবং প্রাইম ব্যাংকের সহজ এবং সুবিধাজনক কিস্তিতে ৮০% পর্যন্ত লোন সুবিধায়। থাকছে বাজারের সেরা ইন্টারেস্ট রেটে ৬ মাস থেকে সর্বোচ্চ ৩৬ মাসের কিস্তি ও সর্বনিন্ম ৫০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত লোন সুবিধা।
ইয়ামাহা এম টি-১৫ এর ট্যাঙ্কে তেল ধারন ক্ষমতা ১০ লিটার।
ইয়ামাহা এম টি-১৫ এর সকল পার্টস সহজলভ্য এবং ইয়ামাহার যে কোন অথরাইজড ডিলারের কাছে তা পাওয়া যায়।
ইয়ামাহা এমটি ১৫ এর জন্য অকটেন সব থেকে ভালো।
৯০০-১০০০কিমি পরপর ইয়ামাহা এমটি ১৫ এর ইঞ্জিন অয়েল পরিবর্তন করতে হবে।
প্রতি ৩০০০কিমি পর পর ইয়ামাহা এমটি ১৫ এর এয়ার ফিল্টার পরিষ্কার এবং ১২০০০কিমি পর পরিবর্তন করতে হবে।
প্রতি ৩০০০কিমি পর পর ইয়ামাহা এমটি ১৫ এর অয়েল ফিল্টার পরিবর্তন করতে হবে।
প্রতি ১৫০০০কিমি পর পর ইয়ামাহা এমটি ১৫ এর স্পার্ক প্লাগ পরিবর্তন করতে হবে ।
ব্রেক ইন পিরিয়ডের সময় ইয়ামাহা এমটি ১৫ এর স্পীড ৪০-৫০কিমি/ঘন্টার মধ্যে রাখতে হবে।