Sunra
Yamaha Banner
Search

Runner AD80S Alloy FAQ

রানার এডি৮০এস এলোয় এর ইঞ্জিন অয়েল গ্রেড কত?

রানার এডি৮০এস এলোয়এর ইঞ্জিন অয়েল গ্রেড 20w-50।

Views: 3972

Runner AD80S Alloy সম্পর্কে আরো প্রশ্ন

রানার এডি৮০এস এলোয়এর মাইলেজ কত?
রানার এডি৮০এস এলোয়এর অফিসিয়ালী দাবীকৃত মাইলেজ ৬০কিমি/লিটার। রানার এডি৮০এস এলোয়ব্যবহারকারীদের থেকে প্রাপ্ত তথ্য মোতাবেক ব্যবহারকারীগন গড়ে ৫০কিমি/লিটার মাইলেজ পেয়ে থাকেন। উল্লেখ্য মাইলেজের বিষয়টি বাইকের কন্ডিশন, রোড কন্ডিশন, চালানোর ধরন, বাইকারের ওজন, জ্বালানীর মান ইত্যাদির উপর নির্ভর করে কম বেশি হয়ে থাকে।
রানার এডি৮০এস এলোয়এর সর্বোচ্চ গতি কত?
রানার এডি৮০এস এলোয়এর সর্বোচ্চ গতি ৮৫কিমি/ঘন্টা।বাইকের সর্বোচ্চ গতি কিছু কিছু বিষয়ের উপরে নির্ভর করে যেমন, রাস্তার অবস্থা, টায়ারে বাতাসের প্রেসার, ইঞ্জিন অয়েল, তেলের কোয়ালিটি, ইঞ্জিনের অবস্থা ইত্যাদি।
রানার এডি৮০এস এলোয় এর ইঞ্জিন অয়েল গ্রেড কত?
রানার এডি৮০এস এলোয়এর ইঞ্জিন অয়েল গ্রেড 20w-50।
রানার এডি৮০এস এলোয়এর ইঞ্জিন অয়েল ধারন ক্ষমতা কত?
রানার এডি৮০এস এলোয়এর ইঞ্জিন অয়েল ধারন ক্ষমতা ৬০০মিলি।
রানার এডি৮০এস এলোয়এর টায়ারে কত এয়ার প্রেসার প্রয়োজন?
রানার এডি৮০এস এলোয়এর সামনের চাকায় ২৫ পিএস আই এবং পেছনে ৩২ পি এস আই এয়ার প্রেসার প্রয়োজন।
রানার এডি৮০এস এলোয়এর ট্যাঙ্কে তেল ধারন ক্ষমতা কত?
রানার এডি৮০এস এলোয়এর ট্যাঙ্কে তেল ধারন ক্ষমতা ৯ লিটার।
রানার এডি৮০এস এলোয়এর রিজার্ভে কি পরিমাণ তেল থাকে?
ট্যাঙ্কিতে যে পরিমাণ তেল ধরে তার প্রায় ১৫% তেল রিজার্ভে থাকে।রানার এডি৮০এস এলোয় এর রিজার্ভে প্রায় ১ লিটার তেল থাকে।
রানার এডি৮০এস এলোয়এর পার্টাস কি সহজলভ্য?
রানার এডি৮০এস এলোয় এর সকল পার্টস সহজলভ্য এবং রানারের যে কোন অথরাইজড ডিলারের কাছে তা পাওয়া যায়।
রানার এডি৮০এস এলোয়এর ই এম আই সিস্টেম কি?
রানারেরমোটরসাইকেলকেনারজন্যগ্রাহকেরপ্রয়োজনীয়সমস্তনথিজমাদিতেহবে।রানারেরযাচাইকরণদলউভয়গ্যারান্টারেরতথ্যসহবিশদযাচাইকরবে।যথাযথপরিদর্শনশেষকরারপরেবিক্রয়কর্মীআবেদনফর্মগ্রহণের ৭২ঘন্টারমধ্যেসম্ভাব্যগ্রাহককেএসএমএসেরমাধ্যমেপ্রতিক্রিয়াসরবরাহকরবেন।যাচাইকরণেরপরে, কোনওগ্রাহক ৬, ১২, ১৮, ২৪, ৩০মাসেরজন্যকিস্তিসুবিধানিতেপারবেন।গ্রাহককেঅনুমোদিতলেনদেনপদ্ধতিরমাধ্যমেকিস্তিরপরিমাণপরিশোধকরতেহবে।রানার ব্র্যান্ডের কর্তৃপক্ষ এই নীতি পরিবর্তন করতে পারে।
কোন তেল রানার এডি৮০এস এলোয় এর জন্য ভালো?

রানার এডি৮০এস এলোয় এর জন্য অকটেন সব থেকে ভালো।

কতো কিমি পরপর রানার এডি৮০এস এলোয় এর ইঞ্জিন অয়েল পরিবর্তন করতে হবে?

৯০০-১০০০কিমি পরপর রানার এডি৮০এস এলোয় এর ইঞ্জিন অয়েল পরিবর্তন করতে হবে।

কতো কিমি পর রানার এডি৮০এস এলোয় এর এয়ার ফিল্টার পরিবর্তন করতে হবে?

প্রতি ৩০০০কিমি পর পর রানার এডি৮০এস এলোয় এর এয়ার ফিল্টার পরিষ্কার এবং ১২০০০কিমি পর পরিবর্তন করতে হবে।

কতো কিমি পর রানার এডি৮০এস এলোয় এর অয়েল ফিল্টার পরিবর্তন করতে হবে?

প্রতি ৩০০০কিমি পর পর রানার এডি৮০এস এলোয় এর অয়েল ফিল্টার পরিবর্তন করতে হবে।

কতো কিমি পর রানার এডি৮০এস এলোয় এর স্পার্ক প্লাগ পরিবর্তন করতে হবে?

প্রতি ১৫০০০কিমি পর পর রানার এডি৮০এস এলোয় এর স্পার্ক প্লাগ পরিবর্তন করতে হবে ।

ব্রেক ইন পিরিয়ডের সময় রানার এডি৮০এস এলোয় এর স্পীড কতো রাখতে হবে?

ব্রেক ইন পিরিয়ডের সময় রানার এডি৮০এস এলোয় এর স্পীড ৪০-৫০কিমি/ঘন্টার মধ্যে রাখতে হবে।

Filter

Filter