জিপিএক্স র্যাপ্টর ১৬৫ এর জন্য অকটেন সব থেকে ভালো।
৯০০-১০০০ কিমি পরপর জিপিএক্স র্যাপ্টর ১৬৫ এর ইঞ্জিন অয়েল পরিবর্তন করতে হবে।
প্রতি ৩০০০কিমি পরপর জিপিএক্স র্যাপ্টর ১৬৫ এর এয়ার ফিল্টার পরিষ্কার এবং ১২০০০ কিমি পর পরিবর্তন করতে হবে।
প্রতি ৩০০০কিমি পরপর জিপিএক্স র্যাপ্টর ১৬৫ এর অয়েল ফিল্টার পরিবর্তন করতে হবে।
প্রতি ১৫০০০ কিমি পরপর জিপিএক্স র্যাপ্টর ১৬৫ এর স্পার্ক প্লাগ পরিবর্তন করতে হবে ।
ব্রেক ইন পিরিয়ডের সময় জিপিএক্স র্যাপ্টর ১৬৫ এর স্পীড ৪০-৫০কিমি/ঘন্টার মধ্যে রাখতে হবে।
জিপিএক্স র্যাপ্টর ১৬৫ এর অফিসিয়ালী দাবীকৃত মাইলেজ ৪৫কিমি/লিটার।
জিপিএক্স র্যাপ্টর ১৬৫ ব্যবহারকারীদের থেকে প্রাপ্ত তথ্য মোতাবেক ব্যবহারকারীগন গড়ে ৪০কিমি/লিটার মাইলেজ পেয়ে থাকেন।
উল্লেখ্য মাইলেজের বিষয়টি বাইকের কন্ডিশন, রোড কন্ডিশন, চালানোর ধরন, বাইকারের ওজন, জ্বালানীর মান ইত্যাদির উপর নির্ভর করে কম বেশি হয়ে থাকে।
জিপিএক্স র্যাপ্টর ১৬৫ এর সর্বোচ্চ গতি ১৩০কিমি/ঘন্টা।
বাইকের সর্বোচ্চ গতি কিছু কিছু বিষয়ের উপরে নির্ভর করে যেমন, রাস্তার অবস্থা, টায়ারে বাতাসের প্রেসার, ইঞ্জিন অয়েল, তেলের কোয়ালিটি, ইঞ্জিনের অবস্থা ইত্যাদি।
জিপিএক্স র্যাপ্টর ১৬৫ এর ইঞ্জিন অয়েল গ্রেড 10w-40।
জিপিএক্স র্যাপ্টর ১৬৫ এর ইঞ্জিন অয়েল ধারন ক্ষমতা ১লিটার।
জিপিএক্স র্যাপ্টর ১৬৫ এর সামনের চাকায় ২৯ পিএস আই এবং পেছনে ৩৩ পি এস আই এয়ার প্রেসার প্রয়োজন।
জিপিএক্স র্যাপ্টর ১৬৫ এর ট্যাঙ্কে তেল ধারন ক্ষমতা ১১ লিটার।
জিপিএক্স র্যাপ্টর ১৬৫ এর সকল পার্টস সহজলভ্য এবং জিপিএক্স এর যে কোন অথরাইজড ডিলারের কাছে তা পাওয়া যায়।
এখন জিপিএক্স ব্র্যান্ডের গ্রাহকরা সিটি ব্যাংকের মাধ্যমে ইএমআইতে জিপিএক্স এর যেকোন বাইক কিনতে পারবেন।
জিপিএক্স এর কর্তৃপক্ষ এই নীতি পরিবর্তন করতে পারে।